IPL 2021: দুবাই পৌঁছে গেলেন রোহিত-বুমরা-স্কাই
ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স তাদের দলের ক্রিকেটারদের ব্যক্তিগত চার্টার ফ্লাইটে উড়িয়ে নিয়ে এসেছে দুবাইতে। ভারত-ইংল্যান্ড সিরিজের জন্য ব্যস্ত ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ম্যাঞ্চেস্টার থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রত্যেকের আরটিপিআর টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর সেখান থেকে দুবাই রওনা দেন রোহিতরা। দুবাইতে পৌঁছে ফের তাঁদের আরটিপিআর টেস্ট করা হয়। বুমরাদের সেই রিপোর্টও নেগেটিভ এসেছে। এ বার তাঁদের ছয় দিনের কোয়ারান্টিন পর্ব কাটাতে হবে।
Most Read Stories