SA20 League: আজ শুরু ‘মিনি আইপিএল’, ভারতের কোটিপতি লিগের মতো সাড়া ফেলবে SA20?

তারকায় ঠাসা এমআই কেপটাউনে রয়েছেন উঠতি প্রোটিয়া তারকা ডেওয়াল্ড ব্রেভিস। পার্ল রয়্যালকে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি তারকা ব্যাটার ডেভিড মিলার।

| Edited By: | Updated on: Jan 10, 2023 | 12:36 PM
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগ। দক্ষিণ আফ্রিকার ৬টি ভেনুতে মোট ছয়টি দলের মধ্যে চার সপ্তাহ ধরে চলবে এই নয়া টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগ। আইপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন এসএ২০-র ছয়টি টিম। (ছবি:টুইটার)

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগ। দক্ষিণ আফ্রিকার ৬টি ভেনুতে মোট ছয়টি দলের মধ্যে চার সপ্তাহ ধরে চলবে এই নয়া টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগ। আইপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন এসএ২০-র ছয়টি টিম। (ছবি:টুইটার)

1 / 8
ছয়টি দল হল জো'বার্গ সুপার কিংস, সাইরাইজার্স ইস্টার্ন কেপ, পার্ল রয়্যাল, ডারবান সুপার জায়ান্টস, এমআই কেপটাউন ও প্রিটোরিয়া ক্যাপিটালস। দলগুলির অধিনায়করা হলেন যথাক্রমে ফাফ ডু প্লেসি, এইডেন মার্করাম, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, রশিদ খান এবং ওয়েন পার্নেল।(ছবি:টুইটার)

ছয়টি দল হল জো'বার্গ সুপার কিংস, সাইরাইজার্স ইস্টার্ন কেপ, পার্ল রয়্যাল, ডারবান সুপার জায়ান্টস, এমআই কেপটাউন ও প্রিটোরিয়া ক্যাপিটালস। দলগুলির অধিনায়করা হলেন যথাক্রমে ফাফ ডু প্লেসি, এইডেন মার্করাম, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, রশিদ খান এবং ওয়েন পার্নেল।(ছবি:টুইটার)

2 / 8
আজ, মঙ্গলবার উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি এমআই কেপটাউন ও পার্ল রয়্যাল। তারকায় ঠাসা এমআই কেপটাউনে রয়েছেন উঠতি প্রোটিয়া তারকা ব্রেভিস। যাঁকে বলা হয় 'বেবি এবি'। এই দলের জার্সিতে মাঠে নামতে চলেছেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার, ইংল্যান্ডের বাঁ হাতি পেসার স্যাম কারান। (ছবি:টুইটার)

আজ, মঙ্গলবার উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি এমআই কেপটাউন ও পার্ল রয়্যাল। তারকায় ঠাসা এমআই কেপটাউনে রয়েছেন উঠতি প্রোটিয়া তারকা ব্রেভিস। যাঁকে বলা হয় 'বেবি এবি'। এই দলের জার্সিতে মাঠে নামতে চলেছেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার, ইংল্যান্ডের বাঁ হাতি পেসার স্যাম কারান। (ছবি:টুইটার)

3 / 8
এমআই কেপটাউনের অন্যতম ভরসা হিসেবে রয়েছেন প্রোটিয়া তারকা বোলার কাগিসো রাবাডা, রসি ভ্যান ডার ডুসেন, লিয়াম লিভিংস্টোনরা।

এমআই কেপটাউনের অন্যতম ভরসা হিসেবে রয়েছেন প্রোটিয়া তারকা বোলার কাগিসো রাবাডা, রসি ভ্যান ডার ডুসেন, লিয়াম লিভিংস্টোনরা।

4 / 8
রাজস্থান রয়্যালসের দল পার্ল রয়্যাল। দলের নেতৃত্বে ডেভিড মিলার। দলে রয়েছেন ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক ক্রিকেটার জস বাটলার। ইংল্যান্ডের ওয়ান ডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে ২ মিলিয়ন ব়্যান্ডে (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) দলে নিয়েছে পার্ল রয়্যাল। এ ছাড়াও রয়েছেন ইংল্যান্ডের আরও এক তারকা ক্রিকেটার জেসন রয়।   (ছবি:টুইটার)

রাজস্থান রয়্যালসের দল পার্ল রয়্যাল। দলের নেতৃত্বে ডেভিড মিলার। দলে রয়েছেন ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক ক্রিকেটার জস বাটলার। ইংল্যান্ডের ওয়ান ডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে ২ মিলিয়ন ব়্যান্ডে (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) দলে নিয়েছে পার্ল রয়্যাল। এ ছাড়াও রয়েছেন ইংল্যান্ডের আরও এক তারকা ক্রিকেটার জেসন রয়। (ছবি:টুইটার)

5 / 8
১০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অর্থাৎ মাসখানেক ধরে চলবে দক্ষিণ আফ্রিকা টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ। ডবল রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিটি দল লিগ স্টেজে দু'বার করে মুখোমুখি হবে। (ছবি:টুইটার)

১০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অর্থাৎ মাসখানেক ধরে চলবে দক্ষিণ আফ্রিকা টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ। ডবল রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিটি দল লিগ স্টেজে দু'বার করে মুখোমুখি হবে। (ছবি:টুইটার)

6 / 8
এসএ২০ লিগের উদ্বোধনী ম্যাচে নিউল্যান্ডস গ্রাউন্ডে ১০ জানুয়ারি মুখোমুখি এমআই কেপ টাউন এবং পার্ল রয়্যাল। উদ্বোধনী মরসুমে মোট ৩৩ টি ম্যাচ খেলা হবে। ৬টি ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন মোট ১০২ জন ক্রিকেটার (দক্ষিণ আফ্রিকার এবং আন্তর্জাতিক স্তরের)। (ছবি:টুইটার)

এসএ২০ লিগের উদ্বোধনী ম্যাচে নিউল্যান্ডস গ্রাউন্ডে ১০ জানুয়ারি মুখোমুখি এমআই কেপ টাউন এবং পার্ল রয়্যাল। উদ্বোধনী মরসুমে মোট ৩৩ টি ম্যাচ খেলা হবে। ৬টি ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন মোট ১০২ জন ক্রিকেটার (দক্ষিণ আফ্রিকার এবং আন্তর্জাতিক স্তরের)। (ছবি:টুইটার)

7 / 8
বিসিসিআইয়ের লাইভ স্ট্রিমিং পার্টনার ভায়াকমই হতে চলেছে দক্ষিণ আফ্রিকা টি২০ লিগের ব্রডকাস্ট পার্টনার। আগামী ১০ বছরের জন্য ভায়াকম১৮ স্পোর্টসই এসএ২০ লিগের সম্প্রচার স্বত্ব পেয়েছে। (ছবি:টুইটার)

বিসিসিআইয়ের লাইভ স্ট্রিমিং পার্টনার ভায়াকমই হতে চলেছে দক্ষিণ আফ্রিকা টি২০ লিগের ব্রডকাস্ট পার্টনার। আগামী ১০ বছরের জন্য ভায়াকম১৮ স্পোর্টসই এসএ২০ লিগের সম্প্রচার স্বত্ব পেয়েছে। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: