FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানের কিছু মুহূর্ত, দেখুন ছবিতে

মহাযুদ্ধ চলছে লুসেইলে। আজ কাতার বিশ্বকাপের মেগা ফাইনাল। লুসেইলের মাটি আজ নির্ধারণ করবে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেদের ভাগ্য। বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে বিষাদের সুর লুসেইলে। আগামী কাল থেকে কাতারের অলিগলিতে আর দেখা যাবে না ভক্ত-সমর্থকদের উন্মাদনা।

| Edited By: | Updated on: Dec 18, 2022 | 9:26 PM
 প্রায় দু'মাস ব্যাপী ফুটবল জ্বরের সমাপ্তি ঘটছে আজ। মহাযুদ্ধ চলছে লুসেলে। একে বিশ্বকাপের ফাইনাল, তার ওপর মেসির বিশ্বকাপের শেষ ম্যাচ, যে কারণে সেজে উঠেছে 'ব্যাটল অফ লুসেল'। ছবি: এএফপি

প্রায় দু'মাস ব্যাপী ফুটবল জ্বরের সমাপ্তি ঘটছে আজ। মহাযুদ্ধ চলছে লুসেলে। একে বিশ্বকাপের ফাইনাল, তার ওপর মেসির বিশ্বকাপের শেষ ম্যাচ, যে কারণে সেজে উঠেছে 'ব্যাটল অফ লুসেল'। ছবি: এএফপি

1 / 5
ফ্রান্স-আর্জেন্টিনা মেগা ফাইনালের জন্য লুসেলের গ্যালারিতে হাজির হয়েছেন লক্ষ লক্ষ সমর্থক। একটাই আশা বিশ্বকাপ উঠুক প্রিয় দলের হাতে। ছবি: এএফপি

ফ্রান্স-আর্জেন্টিনা মেগা ফাইনালের জন্য লুসেলের গ্যালারিতে হাজির হয়েছেন লক্ষ লক্ষ সমর্থক। একটাই আশা বিশ্বকাপ উঠুক প্রিয় দলের হাতে। ছবি: এএফপি

2 / 5
ফুটবলের এই মহাযুদ্ধ বিগত কয়েকদিন ধরে মাতিয়ে রেখেছিল গোটা বিশ্বকে। আজ তাঁর শেষ লগ্নে দাঁড়িয়ে ফুটবলবিশ্ব। কিছুক্ষণ পরই ফয়সালা হয়ে যাবে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরবে কোন দল? ছবি: এএফপি

ফুটবলের এই মহাযুদ্ধ বিগত কয়েকদিন ধরে মাতিয়ে রেখেছিল গোটা বিশ্বকে। আজ তাঁর শেষ লগ্নে দাঁড়িয়ে ফুটবলবিশ্ব। কিছুক্ষণ পরই ফয়সালা হয়ে যাবে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরবে কোন দল? ছবি: এএফপি

3 / 5
বিশ্বসেরাকে পাওয়ার আনন্দ সেই সঙ্গেই মহাযুদ্ধ শেষের বেদনা, কোথাও যেন মিশ্র অনুভূতি ফুটবলপ্রেমীদের কাছে।ছবি: এএফপি

বিশ্বসেরাকে পাওয়ার আনন্দ সেই সঙ্গেই মহাযুদ্ধ শেষের বেদনা, কোথাও যেন মিশ্র অনুভূতি ফুটবলপ্রেমীদের কাছে।ছবি: এএফপি

4 / 5
বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে যেন 'খেলা শেষের' সুর। কারণ আর আগামী কাল থেকে কাতারের কোথাও শোনা যাবে না হাজার হাজার সমর্থকের গলা ফাটানো চিৎকার। উল্টে কাপ জয়ের সেলিব্রেশনের ছবি দেখা যাবে হয়তো আর্জেন্টিনা বা ফ্রান্সে। ছবি: এএফপি

বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে যেন 'খেলা শেষের' সুর। কারণ আর আগামী কাল থেকে কাতারের কোথাও শোনা যাবে না হাজার হাজার সমর্থকের গলা ফাটানো চিৎকার। উল্টে কাপ জয়ের সেলিব্রেশনের ছবি দেখা যাবে হয়তো আর্জেন্টিনা বা ফ্রান্সে। ছবি: এএফপি

5 / 5
Follow Us: