মহাপঞ্চমীতে বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যা মূলত সৌরভের পাড়ার পুজো বলে পরিচিত। (ছবি নিজস্ব)
এ বছর ৫০ বছরে পড়ল এই পুজো। সেই উপলক্ষে পুজো মণ্ডপে এক বিশেষ গ্যালারির জায়গা করা হয়েছে। যেখানে দর্শকদের জন্য থাকছে সৌরভের খেলোয়াড়ি জীবনে ব্যবহৃত জিনিসপত্র খুব কাছ থেকে দেখার সুযোগ।(ছবি নিজস্ব)
থাকছে ওডিআই, টেস্ট জার্সি। প্রাক্তন অধিনায়কের ব্যবহৃত ব্যাট, প্যাড, ট্রফি ও বিভিন্ন ক্রিকেটীয় সরঞ্জাম।(ছবি নিজস্ব)
এছাড়া মণ্ডপে আগত দর্শনার্থীরা সৌরভ ও তাঁর পরিবারের কিছু ছবি চাক্ষুস করতে পারবেন। মহারাজের বিয়ে, স্ত্রী ডোনা, মেয়ে সানার সঙ্গে কাটানো মুহূর্তের ছবিতে সেজে উঠছে গ্যলারি। যা এবারের বড়িশা প্লেয়ার্স কর্নারের অন্যতম আকর্ষণ।(ছবি নিজস্ব)
পুজো মণ্ডপ উদ্বোধনে সৌরভের পরনে ছিল ক্যাজুয়াল জিনস, টি শার্ট। সৌরভ স্পেশাল গ্যালারির উদ্বোধনও করলেন তিনি নিজেই। (ছবি নিজস্ব)