UEFA Nations League: চেকদের হারিয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় স্পেনের

উয়েফা নেশন্স লিগে (UEFA Nations League) ‘এ’ লিগে স্পেন (Spain) তাদের দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখেছে। রবিরাতে মালাগায় চেক প্রজাতন্ত্রের (Czech Republic) বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে স্পেন। ম্যাচের প্রথমার্ধে কার্লোস সোলের স্পেনকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে দেন পাবলো সারাবিয়া। পরপর দুটো ম্যাচে ড্র করার পর, টানা দুটো ম্যাচে জিতে গ্রুপ 'বি'-র শীর্ষে রয়েছে স্পেন। তাদের পয়েন্ট ৮।

| Edited By: | Updated on: Jun 13, 2022 | 12:40 PM
ম্যাচের ২৪ মিনিটের মাথায় মার্কো আসেনসিওর পাস থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন কার্লোস সোলের (Carlos Soler)।

ম্যাচের ২৪ মিনিটের মাথায় মার্কো আসেনসিওর পাস থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন কার্লোস সোলের (Carlos Soler)।

1 / 4
ম্যাচের শুরুতে বল দখলের লড়াইয়ে চেক প্রজাতন্ত্র এগিয়ে ছিল। কিন্তু ১-০ ব্যবধানে পিছিয়ে প্রথমার্ধ শেষ করে চেকরা।

ম্যাচের শুরুতে বল দখলের লড়াইয়ে চেক প্রজাতন্ত্র এগিয়ে ছিল। কিন্তু ১-০ ব্যবধানে পিছিয়ে প্রথমার্ধ শেষ করে চেকরা।

2 / 4
 ম্যাচের ৭৫ মিনিটের মাথায় পাবলো (Pablo Sarabia) স্পেনের হয়ে দ্বিতীয় গোল করেন।

ম্যাচের ৭৫ মিনিটের মাথায় পাবলো (Pablo Sarabia) স্পেনের হয়ে দ্বিতীয় গোল করেন।

3 / 4
পরপর দুটো ম্যাচে ড্র করার পর, টানা দুটো ম্যাচে জিতে গ্রুপ 'বি'-র শীর্ষে রয়েছে স্পেন। তাদের পয়েন্ট ৮।

পরপর দুটো ম্যাচে ড্র করার পর, টানা দুটো ম্যাচে জিতে গ্রুপ 'বি'-র শীর্ষে রয়েছে স্পেন। তাদের পয়েন্ট ৮।

4 / 4
Follow Us: