Durand Cup 2024: খারাপ সময়েও পাশে থেকো… ডুরান্ড জিতে আবেগে ভাসলেন জন আব্রাহাম
John Abraham with Durand Cup Trophy: যুবভারতীতে মোহনবাগানকে হারিয়ে প্রথম মেজর ট্রফি ঘরে তুলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ডুরান্ড কাপ ফাইনাল দেখতে বলিউড অভিনেতা, তথা ফ্র্যাঞ্চাইজির মালিক জন আব্রাহাম। দল জেতার পর ইন্সটাগ্রামে তাঁর এক ভিডিয়ো বার্তা শেয়ার করেছে নর্থ ইস্ট।
Most Read Stories