Durand Cup 2024: খারাপ সময়েও পাশে থেকো… ডুরান্ড জিতে আবেগে ভাসলেন জন আব্রাহাম

John Abraham with Durand Cup Trophy: যুবভারতীতে মোহনবাগানকে হারিয়ে প্রথম মেজর ট্রফি ঘরে তুলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ডুরান্ড কাপ ফাইনাল দেখতে বলিউড অভিনেতা, তথা ফ্র্যাঞ্চাইজির মালিক জন আব্রাহাম। দল জেতার পর ইন্সটাগ্রামে তাঁর এক ভিডিয়ো বার্তা শেয়ার করেছে নর্থ ইস্ট।

| Updated on: Sep 01, 2024 | 7:25 PM
যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এই প্রথম বার কোনও মেজর ট্রফি জিতল এই ক্লাব।

যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এই প্রথম বার কোনও মেজর ট্রফি জিতল এই ক্লাব।

1 / 8
শহরে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মালিক জন আব্রাহাম। তাঁর উপস্থিতি যেন তাতিয়ে দিয়েছিল দলের প্লেয়ারদের।

শহরে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মালিক জন আব্রাহাম। তাঁর উপস্থিতি যেন তাতিয়ে দিয়েছিল দলের প্লেয়ারদের।

2 / 8
ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান ২-০ এগিয়ে ছিল। কিন্তু নির্ধারিত সময়ে স্কোরলাইন হয় ২-২। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান ২-০ এগিয়ে ছিল। কিন্তু নির্ধারিত সময়ে স্কোরলাইন হয় ২-২। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

3 / 8
আর টাইব্রেকারেই মোহনবাগানকে টেক্কা দিয়ে বাজিমাত করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ৪-৩ ব্যবধানে এ বারের ডুরান্ড গিয়েছে নর্থ ইস্ট শিবিরে।

আর টাইব্রেকারেই মোহনবাগানকে টেক্কা দিয়ে বাজিমাত করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ৪-৩ ব্যবধানে এ বারের ডুরান্ড গিয়েছে নর্থ ইস্ট শিবিরে।

4 / 8
নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সোশ্যাল মিডিয়া সাইটে দলের মালিক ও অন্য সদস্যদের ট্রফির সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে।

নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সোশ্যাল মিডিয়া সাইটে দলের মালিক ও অন্য সদস্যদের ট্রফির সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে।

5 / 8
বলিউড অভিনেতা, তথা ফ্র্যাঞ্চাইজির মালিক জন আব্রাহাম দলের এই মেজর ট্রফি জয়ে রীতিমতো আবেগে ভেসেছেন।

বলিউড অভিনেতা, তথা ফ্র্যাঞ্চাইজির মালিক জন আব্রাহাম দলের এই মেজর ট্রফি জয়ে রীতিমতো আবেগে ভেসেছেন।

6 / 8
নর্থ ইস্টের শেয়ার করা ভিডিয়ো বার্তায় জনকে বলতে শোনা যায়, 'ডুরান্ড কাপ জয়ের আনন্দ এখনই ফিকে হয়েছে তেমনটা নয়। বে আমি অনুরাগীদের এক বিশেষ বার্তা দিতে চাই। এই ট্রফি জয় সকলের জন্য বলব এটা একটা শিক্ষা। এই জয় প্রমাণ করেছে কখনও হাল ছেড়ো না। দলের ভালো ও খারাপ দুই সময়ের সমর্থন করবে।'

নর্থ ইস্টের শেয়ার করা ভিডিয়ো বার্তায় জনকে বলতে শোনা যায়, 'ডুরান্ড কাপ জয়ের আনন্দ এখনই ফিকে হয়েছে তেমনটা নয়। বে আমি অনুরাগীদের এক বিশেষ বার্তা দিতে চাই। এই ট্রফি জয় সকলের জন্য বলব এটা একটা শিক্ষা। এই জয় প্রমাণ করেছে কখনও হাল ছেড়ো না। দলের ভালো ও খারাপ দুই সময়ের সমর্থন করবে।'

7 / 8
দলের সঙ্গে যুক্ত থাকা সকলকেও ধন্যবাদ জানান জন। তিনি বলেন, 'টানেলের অন্ধকারের শেষে সেই আলোই থাকে। কঠিন সময়েও দলের পাশে দাঁড়াতে হবে। ভরসা রাখতে হবে। আমরা তা প্রমাণ করেছি। দলের সকলকে শুভেচ্ছা জানাই। আমি এখানে শুধু ওদের হয়ে প্রতিনিধিত্ব করছি। আসল হিরো তো প্লেয়ার, কোচ ও সাপোর্ট স্টাফরা। এবং যাঁরা এই দলের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত।'

দলের সঙ্গে যুক্ত থাকা সকলকেও ধন্যবাদ জানান জন। তিনি বলেন, 'টানেলের অন্ধকারের শেষে সেই আলোই থাকে। কঠিন সময়েও দলের পাশে দাঁড়াতে হবে। ভরসা রাখতে হবে। আমরা তা প্রমাণ করেছি। দলের সকলকে শুভেচ্ছা জানাই। আমি এখানে শুধু ওদের হয়ে প্রতিনিধিত্ব করছি। আসল হিরো তো প্লেয়ার, কোচ ও সাপোর্ট স্টাফরা। এবং যাঁরা এই দলের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত।'

8 / 8
Follow Us: