Students Agricultural Lessons: চাষ কেমনে হয়? কাদাজলে নেমে পড়ুয়াদের শেখাচ্ছেন স্কুল শিক্ষক

Govt School of Karnataka: রাইচূড়ের এই বেন্দোনি সরকারি স্কুল বর্তমানে এক মডেল স্কুলের তকমা পেয়েছে। প্রতি সপ্তাহে শনিবার করে এই স্কুলে ‘ব্যাগ ফ্রি ডে’ থাকে। অর্থাৎ, পড়ুয়াদের এদিন ব্যাগ-পত্র নিয়ে আসতে হয় না। এই দিনে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে পড়ুয়াদের আরও একাত্ম করতে একটি শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়।

| Edited By: | Updated on: Sep 19, 2023 | 4:14 PM
শুধু প্রথাগত শিক্ষা বা পাঠ্যপুস্তকের মধ্যেই সীমিত নয়, কর্নাটকের রাইচূড় জেলার এই স্কুলে শিক্ষাব্যবস্থাকে এক আলাদা মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। কথা হচ্ছে রাইচূড় জেলার লিঙ্গাসুগুর তালুকের বেন্দোনি সরকারি স্কুলের। প্রকৃতির সঙ্গে পড়ুয়াদের একাত্ম করতে পড়়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষিকাজের সব খুঁটিনাটি শেখানো হচ্ছে মাঠে নিয়ে গিয়ে।

শুধু প্রথাগত শিক্ষা বা পাঠ্যপুস্তকের মধ্যেই সীমিত নয়, কর্নাটকের রাইচূড় জেলার এই স্কুলে শিক্ষাব্যবস্থাকে এক আলাদা মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। কথা হচ্ছে রাইচূড় জেলার লিঙ্গাসুগুর তালুকের বেন্দোনি সরকারি স্কুলের। প্রকৃতির সঙ্গে পড়ুয়াদের একাত্ম করতে পড়়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষিকাজের সব খুঁটিনাটি শেখানো হচ্ছে মাঠে নিয়ে গিয়ে।

1 / 8
রাইচূড়ের এই বেন্দোনি সরকারি স্কুল বর্তমানে এক মডেল স্কুলের তকমা পেয়েছে। প্রতি সপ্তাহে শনিবার করে এই স্কুলে ‘ব্যাগ ফ্রি ডে’ থাকে। অর্থাৎ, পড়ুয়াদের এদিন ব্যাগ-পত্র নিয়ে আসতে হয় না। এই দিনে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে পড়ুয়াদের আরও একাত্ম করতে একটি শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়।

রাইচূড়ের এই বেন্দোনি সরকারি স্কুল বর্তমানে এক মডেল স্কুলের তকমা পেয়েছে। প্রতি সপ্তাহে শনিবার করে এই স্কুলে ‘ব্যাগ ফ্রি ডে’ থাকে। অর্থাৎ, পড়ুয়াদের এদিন ব্যাগ-পত্র নিয়ে আসতে হয় না। এই দিনে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে পড়ুয়াদের আরও একাত্ম করতে একটি শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়।

2 / 8
সম্প্রতি ওই স্কুলের পড়ুয়াদের কাছের একটি ধানক্ষেতে নিয়ে যাওয়া হয়েছিল। কৃষিকাজের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে পড়ুয়াদের আরও বেশি করে বোঝানো হয় তাঁদের। কীভাবে ধানের চারা বপন করা হয়, সেই সব শেখানো হয়। কৃষিকাজের গুরুত্ব বোঝানো হয় ছোট ছোট পড়ুয়াদের।

সম্প্রতি ওই স্কুলের পড়ুয়াদের কাছের একটি ধানক্ষেতে নিয়ে যাওয়া হয়েছিল। কৃষিকাজের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে পড়ুয়াদের আরও বেশি করে বোঝানো হয় তাঁদের। কীভাবে ধানের চারা বপন করা হয়, সেই সব শেখানো হয়। কৃষিকাজের গুরুত্ব বোঝানো হয় ছোট ছোট পড়ুয়াদের।

3 / 8
শুরুতে কৃষিকাজের জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সম্পর্কে পড়ুয়াদের অবহিত করা হয়। সেগুলির কী কাজ, তা বোঝানো হয়। তারপর পড়ুয়ারা নিজে হাতে ধানক্ষেতে চারা রোপন করেন। তাঁদের সঙ্গে ছিলেন স্কুলের এক শিক্ষিকাও। তিনিই পড়ুয়াদের গোটা বিষয়টি বোঝান।

শুরুতে কৃষিকাজের জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সম্পর্কে পড়ুয়াদের অবহিত করা হয়। সেগুলির কী কাজ, তা বোঝানো হয়। তারপর পড়ুয়ারা নিজে হাতে ধানক্ষেতে চারা রোপন করেন। তাঁদের সঙ্গে ছিলেন স্কুলের এক শিক্ষিকাও। তিনিই পড়ুয়াদের গোটা বিষয়টি বোঝান।

4 / 8
জৈব চাষের পদ্ধতি, মাটির উর্বরতা, রাসায়নিক সারের ব্যবহার-সহ আরও অন্যান্য অনেক বিষয়ে সম্পর্কে পড়ুয়াদের প্রাথমিক ধারণা দেওয়া হয় এই শিক্ষামূলক ভ্রমণে। বিভিন্ন খাদ্যশস্য ও ডাল জাতীয় শস্যের চাষ সম্পর্কে পড়ুয়াদের অবগত করা হয়।

জৈব চাষের পদ্ধতি, মাটির উর্বরতা, রাসায়নিক সারের ব্যবহার-সহ আরও অন্যান্য অনেক বিষয়ে সম্পর্কে পড়ুয়াদের প্রাথমিক ধারণা দেওয়া হয় এই শিক্ষামূলক ভ্রমণে। বিভিন্ন খাদ্যশস্য ও ডাল জাতীয় শস্যের চাষ সম্পর্কে পড়ুয়াদের অবগত করা হয়।

5 / 8
শুধু তাই নয়, দেশের বিকাশে কৃষকদের ভূমিকা কী, তাও বোঝানো হয় পড়ুয়াদের। কৃষিকাজের পাশাপাশি উদ্যানপালন, দুগ্ধচাষ, পশুপালন, মৌমাছি প্রতিপালন, কীটনাশক নির্মূল করা এবং সৌরশক্তির ব্যবহার সম্পর্কেও পড়ুয়াদের হাতেকলমে বোঝানো হয়।

শুধু তাই নয়, দেশের বিকাশে কৃষকদের ভূমিকা কী, তাও বোঝানো হয় পড়ুয়াদের। কৃষিকাজের পাশাপাশি উদ্যানপালন, দুগ্ধচাষ, পশুপালন, মৌমাছি প্রতিপালন, কীটনাশক নির্মূল করা এবং সৌরশক্তির ব্যবহার সম্পর্কেও পড়ুয়াদের হাতেকলমে বোঝানো হয়।

6 / 8
চাষবাসের জন্য সেচ কতটা প্রয়োজনীয়, তাও এদিন পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণের বোঝানো হয়। এই নতুন ধরনের হাতেকলমে প্রশিক্ষণের উদ্যোগের জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকাকেও সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

চাষবাসের জন্য সেচ কতটা প্রয়োজনীয়, তাও এদিন পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণের বোঝানো হয়। এই নতুন ধরনের হাতেকলমে প্রশিক্ষণের উদ্যোগের জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকাকেও সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

7 / 8
শুধু স্কুলের ক্লাসরুমের চার দেওয়ালের মধ্যে বসেই নয়, এর পাশাপাশি মাঠে-ময়দানে নেমে নিজে হাতে চাষবাসের খুঁটিনাটি শিখিয়ে দেওয়া হচ্ছে পড়ুয়াদের।

শুধু স্কুলের ক্লাসরুমের চার দেওয়ালের মধ্যে বসেই নয়, এর পাশাপাশি মাঠে-ময়দানে নেমে নিজে হাতে চাষবাসের খুঁটিনাটি শিখিয়ে দেওয়া হচ্ছে পড়ুয়াদের।

8 / 8
Follow Us: