Students Agricultural Lessons: চাষ কেমনে হয়? কাদাজলে নেমে পড়ুয়াদের শেখাচ্ছেন স্কুল শিক্ষক
Govt School of Karnataka: রাইচূড়ের এই বেন্দোনি সরকারি স্কুল বর্তমানে এক মডেল স্কুলের তকমা পেয়েছে। প্রতি সপ্তাহে শনিবার করে এই স্কুলে ‘ব্যাগ ফ্রি ডে’ থাকে। অর্থাৎ, পড়ুয়াদের এদিন ব্যাগ-পত্র নিয়ে আসতে হয় না। এই দিনে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে পড়ুয়াদের আরও একাত্ম করতে একটি শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়।
Most Read Stories