স্বামী বিবেকানন্দের এই ছবিটা জামদানি কাপড়ের ওপরে তাঁতে বোনা। শিল্পী বীরেন কুমার বসাক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের থেকেও এসেছে স্বীকৃতি।
নিখুঁত কাজ এবং রঙের জন্য তাঁতের কাপড়ে সুক্ষ কারুকাজ তাঁর তৈরি কাপড়কে তুলে নিয়ে গেছে শিল্পের পর্যায়ে। ফুলিয়ার বীরেন কুমার বসাকের খ্যাতি তাই এখন জগৎজোড়া।
একসময়ে শাড়ি বুনে বাড়ি বাড়ি সেই শাড়ি ফেরি করতেন বীরেনবাবু। এখন তাঁর সঙ্গে কাজ করেন ৫০০০ তাঁত শিল্পী।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বীরেন কুমার বসাক উপহার দেবেন এই জামদানি উপহার। বাংলার হস্তচালিত তাঁতের কাপড়কে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এই তাঁত শিল্পী।
এবছর উল্টো রথের দিন পুরোনো দোকানের পাশাপাশি তাঁর পুত্র অভিনব বসাক শুরু করেছেন একটি নতুন আউটলেট। সম্পূর্ণ কোভিড বিধি মেনে তৈরি এই শো-রুম। সমস্ত তাঁত শিল্পীদের টিকাকরন করেছেন তাঁরা। টিকাকরন হয়েছে তাঁতশিল্পীদের পরিবারের সদস্যদেরও।
তাঁত শিল্পীদের অনেকেই এখন পেশা পরিবর্তন করছেন। বিক্রি নেই তাই কাজও কমছে। পরিবার চলবে কী করে এই শিল্পীদের ? তাই প্রবীণ শিল্পী বীরেন কুমার বসাকের কাতর অনুনয় যদি প্রত্যেক স্কুলের শিক্ষিকারা বাংলার তাঁতের শাড়ি পড়েন স্কুলের সময়ে তাহলে বেঁচে যাবেন অতিমারীতে বিপন্ন হাজার হাজার বয়ন শিল্পীরা।