Uttarakhand Landslide: জোশীমঠের পর কর্ণপ্রয়াগের প্রায় ৫০টি বাড়িতে ফাটল, ঝুঁকির মধ্যে ৩০টি পরিবার

জোশীমঠ বিপর্যয়ের পুনরাবৃত্তির আশঙ্কায় ইতিমধ্যে কর্ণপ্রয়াগের বহুগণা নগর এলাকার অনেকেই ঘর ছাড়তে শুরু করেছেন। যা নতুন করে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

| Edited By: | Updated on: Jan 10, 2023 | 11:55 PM
 কর্ণপ্রয়াগে ধস। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

কর্ণপ্রয়াগে ধস। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

1 / 6
উত্তরাখণ্ডের চামোলি জেলার কর্ণপ্রয়াগ শহরের বহুগুণা নগর এলাকায় প্রায় ৫০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।  যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

উত্তরাখণ্ডের চামোলি জেলার কর্ণপ্রয়াগ শহরের বহুগুণা নগর এলাকায় প্রায় ৫০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

2 / 6
কর্ণপ্রয়াগের উচ্চ বাজার ওয়ার্ডের ৩০টি পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

কর্ণপ্রয়াগের উচ্চ বাজার ওয়ার্ডের ৩০টি পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

3 / 6
জোশীমঠ বিপর্যয়ের পুনরাবৃত্তির আশঙ্কায় ইতিমধ্যে বহুগণা নগর এলাকার অনেকেই ঘর ছাড়তে শুরু করেছেন। প্রশাসনের তরফেও অনেককে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

জোশীমঠ বিপর্যয়ের পুনরাবৃত্তির আশঙ্কায় ইতিমধ্যে বহুগণা নগর এলাকার অনেকেই ঘর ছাড়তে শুরু করেছেন। প্রশাসনের তরফেও অনেককে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

4 / 6
বড় বিপর্যয়ের আশঙ্কায় কর্ণপ্রয়াগের ধস-কবলিত এলাকার পরিবারগুলি রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ছবি সৌজন্য: পুষ্কর সিং ধামি টুইটার

বড় বিপর্যয়ের আশঙ্কায় কর্ণপ্রয়াগের ধস-কবলিত এলাকার পরিবারগুলি রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ছবি সৌজন্য: পুষ্কর সিং ধামি টুইটার

5 / 6
যে সমস্ত বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সেই সমস্ত পরিবারের অনেককে স্থানীয় প্রশাসনের তরফে অস্থায়ীভাবে থাকার জায়গা দেওয়া হয়েছে। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

যে সমস্ত বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সেই সমস্ত পরিবারের অনেককে স্থানীয় প্রশাসনের তরফে অস্থায়ীভাবে থাকার জায়গা দেওয়া হয়েছে। ছবি সৌজন্য: এএনআই টুইটার।

6 / 6
Follow Us: