MS Dhoni: অবসরের বর্ষপূর্তি! গত এক বছরে কী কী করলেন ধোনি?

আজ ১৫ই অগস্ট। এক বছর আগে আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটকে (International Cricket) বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। অবসরের পর গত এক বছরে কী কী করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি? নিজে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না হলেও স্ত্রী সাক্ষী, মেয়ে জিভা ও ধোনির অগণিত ভক্তদের দৌলতে নেটদুনিয়ার বছরভর দেখা মেলে ক্যাপ্টেন কুলের গতিবিধির। অবসরের পর গত এক বছরে মাহির গতিবিধি দেখুন ছবিতে...

| Edited By: | Updated on: Aug 15, 2021 | 5:43 PM
অবসরের পর পরিবারের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছেন ধোনি। (সৌজন্যে-জিভা সিং ধোনি ইন্সটাগ্রাম)

অবসরের পর পরিবারের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছেন ধোনি। (সৌজন্যে-জিভা সিং ধোনি ইন্সটাগ্রাম)

1 / 13
রাঁচির ফার্মহাউসের প্রতি অনেক বেশি যত্নশীল হয়েছেন মাহি। (সৌজন্যে-টুইটার)

রাঁচির ফার্মহাউসের প্রতি অনেক বেশি যত্নশীল হয়েছেন মাহি। (সৌজন্যে-টুইটার)

2 / 13
রপ্তানির ফাঁকে স্ট্রবেরি তুলে খেতেও দেখা গিয়েছিল মাহিকে। ২০২১ সালের জানুয়ারি মাসে সেটিই তাঁর ইন্সটাগ্রামের শেষ পোস্ট।(সৌজন্যে-মহেন্দ্র সিং ধোনি ইন্সটাগ্রাম)

রপ্তানির ফাঁকে স্ট্রবেরি তুলে খেতেও দেখা গিয়েছিল মাহিকে। ২০২১ সালের জানুয়ারি মাসে সেটিই তাঁর ইন্সটাগ্রামের শেষ পোস্ট।(সৌজন্যে-মহেন্দ্র সিং ধোনি ইন্সটাগ্রাম)

3 / 13
ধোনির রাঁচির ফার্মহাউসে অর্গানিক চাষ হয়। সে সবের দেখভাল করেন মাহি।(সৌজন্যে-টুইটার)

ধোনির রাঁচির ফার্মহাউসে অর্গানিক চাষ হয়। সে সবের দেখভাল করেন মাহি।(সৌজন্যে-টুইটার)

4 / 13
রাঁচির ফার্মহাউসে পোষ্যদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে।(সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

রাঁচির ফার্মহাউসে পোষ্যদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে।(সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

5 / 13
মাহি-সাক্ষীর পরিবারে নতুন সদস্য এসেছে। চাতক নামের একটি ঘোড়া। পোষ্য প্রীতি দিন দিন বাড়ছে ধোনির।(সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

মাহি-সাক্ষীর পরিবারে নতুন সদস্য এসেছে। চাতক নামের একটি ঘোড়া। পোষ্য প্রীতি দিন দিন বাড়ছে ধোনির।(সৌজন্যে-সাক্ষী সিং ধোনি ইন্সটাগ্রাম)

6 / 13
কিছুদিন আগেই পরিবারের সঙ্গে সিমলা ঘুরতেও গিয়েছিলেন ধোনি।(সৌজন্যে-টুইটার)

কিছুদিন আগেই পরিবারের সঙ্গে সিমলা ঘুরতেও গিয়েছিলেন ধোনি।(সৌজন্যে-টুইটার)

7 / 13
সিমলায় মুক্ত বাতাসের খোঁজে ধোনি।(সৌজন্যে-টুইটার)

সিমলায় মুক্ত বাতাসের খোঁজে ধোনি।(সৌজন্যে-টুইটার)

8 / 13
সিমলায় প্রকৃতির মাঝে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বাতিল কাঠের ওপর বৃক্ষরোপনের বার্তাসহ আবেদন লেখেন ধোনি।(সৌজন্যে-টুইটার)

সিমলায় প্রকৃতির মাঝে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বাতিল কাঠের ওপর বৃক্ষরোপনের বার্তাসহ আবেদন লেখেন ধোনি।(সৌজন্যে-টুইটার)

9 / 13
গত এক বছরে ছুটিয়ে নানা বিজ্ঞাপনে কাজ করেছেন ধোনি। সেই সকল বিজ্ঞাপনও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর আগেও তিনি যুক্ত ছিলেন নানা পন্যের বিজ্ঞাপনের সঙ্গে।(সৌজন্যে-টুইটার)

গত এক বছরে ছুটিয়ে নানা বিজ্ঞাপনে কাজ করেছেন ধোনি। সেই সকল বিজ্ঞাপনও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর আগেও তিনি যুক্ত ছিলেন নানা পন্যের বিজ্ঞাপনের সঙ্গে।(সৌজন্যে-টুইটার)

10 / 13
নয়া লুকে কামাল ধোনির। যে লুক দেখলে ধোনির বয়স যেন এক ধাক্কায় অনেকটা কমে গেছে মনে হয়।(সৌজন্যে-টুইটার)

নয়া লুকে কামাল ধোনির। যে লুক দেখলে ধোনির বয়স যেন এক ধাক্কায় অনেকটা কমে গেছে মনে হয়।(সৌজন্যে-টুইটার)

11 / 13
আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানালেও আইপিএলকে আলবিদা বলেননি মাহি। তাই ২২ গজে মাহিকে দেখা গেছে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে।(সৌজন্যে-চেন্নাই সুপার কিংস টুইটার)

আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানালেও আইপিএলকে আলবিদা বলেননি মাহি। তাই ২২ গজে মাহিকে দেখা গেছে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে।(সৌজন্যে-চেন্নাই সুপার কিংস টুইটার)

12 / 13
 আইপিএলের দ্বিতীয় পর্বে খেলার জন্য পরিবারকে নিয়ে সদ্য দুবাই উড়ে গিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।(সৌজন্যে-চেন্নাই সুপার কিংস টুইটার)

আইপিএলের দ্বিতীয় পর্বে খেলার জন্য পরিবারকে নিয়ে সদ্য দুবাই উড়ে গিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।(সৌজন্যে-চেন্নাই সুপার কিংস টুইটার)

13 / 13
Follow Us: