MS Dhoni: অবসরের বর্ষপূর্তি! গত এক বছরে কী কী করলেন ধোনি?
আজ ১৫ই অগস্ট। এক বছর আগে আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটকে (International Cricket) বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। অবসরের পর গত এক বছরে কী কী করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি? নিজে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না হলেও স্ত্রী সাক্ষী, মেয়ে জিভা ও ধোনির অগণিত ভক্তদের দৌলতে নেটদুনিয়ার বছরভর দেখা মেলে ক্যাপ্টেন কুলের গতিবিধির। অবসরের পর গত এক বছরে মাহির গতিবিধি দেখুন ছবিতে...
Most Read Stories