মানুষী চিল্লার: সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের জনপ্রিয়তা বিস্ময় উদ্রেক করবে যেকোনও ব্যক্তির।
দিশা পাটানি: বলি-সুন্দরী দিশা পানির নামের সঙ্গেই অলিখিতভাবে জুড়ে রয়েছে 'জাতীয় ক্রাশ' এর তকমা।
সঞ্জনা সাংঘি: অভিনেত্রী সঞ্জনা সাংঘি। ২০২০ সালে বলিউডে ডেবিউ করেন তিনি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘দিল বেচেরা’ ছবি দিয়ে বলিউডে পথচলা শুরু তাঁর।
জেনিফার উইঙ্গেট: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট-এর নামের সঙ্গেও 'জাতীয় ক্রাশ'এর তকমা সেঁটে রয়েছে। দর্শক তো বটেই, টেলি দুনিয়ার অনেক অভিনেতার ক্রাশ তিনি।
রশ্মিকা মন্দনা: দক্ষিণী তারকা রশ্মিকা মন্দনার ভক্তের সংখ্যা দেখলে চমকে উঠবেন তাবড় তাঁর সব বলি-তারকাও। চলতি বছরেই বলিপাড়ায় পা রাখেন চলেছেন এই দক্ষিণী-সুন্দরী।
শার্লি সেতিয়া: ইউটিউবে দারুণ জনপ্রিয় নাম শার্লি সেতিয়া। তাঁর ফ্যানের সংখ্যাও নেহাত মন্দ নয়।