National Crush: বলিউডের কোন কোন সেলিব্রিটি জাতীয় ক্রাশের তকমা পেয়েছেন তা এক নজরে দেখে নিন…

বিনোদন জগতের সঙ্গে যুক্ত এমন বেশ কয়েকজন দারুণ সুন্দরী রয়েছেন যাঁদের রূপে মুগ্ধ হয়ে দর্শকরা তাঁদের 'জাতীয় ক্রাশ' এর খেতাব দিয়েছে।

| Edited By: | Updated on: Jan 09, 2022 | 12:11 PM
মানুষী চিল্লার: সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের জনপ্রিয়তা বিস্ময় উদ্রেক করবে যেকোনও ব্যক্তির।

মানুষী চিল্লার: সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের জনপ্রিয়তা বিস্ময় উদ্রেক করবে যেকোনও ব্যক্তির।

1 / 6
দিশা পাটানি: বলি-সুন্দরী দিশা পানির নামের সঙ্গেই অলিখিতভাবে জুড়ে রয়েছে 'জাতীয় ক্রাশ' এর তকমা।

দিশা পাটানি: বলি-সুন্দরী দিশা পানির নামের সঙ্গেই অলিখিতভাবে জুড়ে রয়েছে 'জাতীয় ক্রাশ' এর তকমা।

2 / 6
সঞ্জনা সাংঘি: অভিনেত্রী সঞ্জনা সাংঘি। ২০২০ সালে বলিউডে ডেবিউ করেন তিনি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘দিল বেচেরা’ ছবি দিয়ে বলিউডে পথচলা শুরু তাঁর।

সঞ্জনা সাংঘি: অভিনেত্রী সঞ্জনা সাংঘি। ২০২০ সালে বলিউডে ডেবিউ করেন তিনি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘দিল বেচেরা’ ছবি দিয়ে বলিউডে পথচলা শুরু তাঁর।

3 / 6
জেনিফার উইঙ্গেট: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট-এর নামের সঙ্গেও 'জাতীয় ক্রাশ'এর তকমা সেঁটে রয়েছে। দর্শক তো বটেই, টেলি দুনিয়ার অনেক অভিনেতার ক্রাশ তিনি।

জেনিফার উইঙ্গেট: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট-এর নামের সঙ্গেও 'জাতীয় ক্রাশ'এর তকমা সেঁটে রয়েছে। দর্শক তো বটেই, টেলি দুনিয়ার অনেক অভিনেতার ক্রাশ তিনি।

4 / 6
রশ্মিকা মন্দনা: দক্ষিণী তারকা রশ্মিকা মন্দনার ভক্তের সংখ্যা দেখলে চমকে উঠবেন তাবড় তাঁর সব বলি-তারকাও। চলতি বছরেই বলিপাড়ায় পা রাখেন চলেছেন এই দক্ষিণী-সুন্দরী।

রশ্মিকা মন্দনা: দক্ষিণী তারকা রশ্মিকা মন্দনার ভক্তের সংখ্যা দেখলে চমকে উঠবেন তাবড় তাঁর সব বলি-তারকাও। চলতি বছরেই বলিপাড়ায় পা রাখেন চলেছেন এই দক্ষিণী-সুন্দরী।

5 / 6
শার্লি সেতিয়া: ইউটিউবে দারুণ জনপ্রিয় নাম শার্লি সেতিয়া। তাঁর ফ্যানের সংখ্যাও নেহাত মন্দ নয়।

শার্লি সেতিয়া: ইউটিউবে দারুণ জনপ্রিয় নাম শার্লি সেতিয়া। তাঁর ফ্যানের সংখ্যাও নেহাত মন্দ নয়।

6 / 6
Follow Us: