Wooden Combs For Hair: চুলের জট ছাড়বে এক ব্রাশেই! নিয়মিত ব্যবহার করুন এই কাঠের তৈরি চিরুনি

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: dipta das

Updated on: Feb 08, 2023 | 1:04 PM

Hair Care Routine: ধুলো, ময়লা, দূষণের জেরে চুলের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। খুশকি, স্ক্যাল্পে চুলকানি, চুল পড়ার পাশাপাশি চুলে জট পড়ার সমস্যা আরও মারাত্মক। স্নানের পর অনেকেই চুল আঁচড়ান।

Feb 08, 2023 | 1:04 PM
কিন্তু তাতে আরও সমস্যা বেড়ে যায়। কারণ ভেজা চুলে আঁচড়ালে চুল পড়ার সমস্যা আরও বেড়ে যায়। তবে চুলের স্টাইলের জন্য চিরুনি ব্যবহার ঠিক মতো করছেন কিনা তাও গুরুত্বপূর্ণ। অধিকাংশই চুলের জন্য প্লাস্টিকে ব্রাশ বা চিরুনি ব্যবহার করেন। চুলের যত্নের জন্য যথেষ্ট সচেতন না হলে এই সমস্যা দিন দিন বেড়ে যায়।

কিন্তু তাতে আরও সমস্যা বেড়ে যায়। কারণ ভেজা চুলে আঁচড়ালে চুল পড়ার সমস্যা আরও বেড়ে যায়। তবে চুলের স্টাইলের জন্য চিরুনি ব্যবহার ঠিক মতো করছেন কিনা তাও গুরুত্বপূর্ণ। অধিকাংশই চুলের জন্য প্লাস্টিকে ব্রাশ বা চিরুনি ব্যবহার করেন। চুলের যত্নের জন্য যথেষ্ট সচেতন না হলে এই সমস্যা দিন দিন বেড়ে যায়।

1 / 7
চুলের যত্নের জন্য হেয়ার ব্রাশ অন্যতম ভূমিকা পালন করে। চুলকে এনার্জেটিক করে তোলার জন্য কৃত্রিম, প্লাস্টিক নয়, কাঠের তৈরি চিরুনি ব্যবহার করা উচিত। তেল, প্যাক প্রয়োগ যেমন করা উচিত, তেমনি চুলকে জট-মুক্ত করতে ও সমস্যা এড়াতে কাঠের চিরুনি এক বিস্ময়ের কাজ করে।

চুলের যত্নের জন্য হেয়ার ব্রাশ অন্যতম ভূমিকা পালন করে। চুলকে এনার্জেটিক করে তোলার জন্য কৃত্রিম, প্লাস্টিক নয়, কাঠের তৈরি চিরুনি ব্যবহার করা উচিত। তেল, প্যাক প্রয়োগ যেমন করা উচিত, তেমনি চুলকে জট-মুক্ত করতে ও সমস্যা এড়াতে কাঠের চিরুনি এক বিস্ময়ের কাজ করে।

2 / 7
যদি লম্বা, সুন্দর চুল পেতে চান, তাহলে  শুধু একটি কাঠের চিরুনি বেছে নিন। মাথার ত্বকে কোনও প্রকার ক্ষতি না করে ম্যাসাজ করা যায়। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে, দীর্ঘ ও স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সাহায্য করে। নতুন করে চুল গজাতে সাহায্য করে।

যদি লম্বা, সুন্দর চুল পেতে চান, তাহলে শুধু একটি কাঠের চিরুনি বেছে নিন। মাথার ত্বকে কোনও প্রকার ক্ষতি না করে ম্যাসাজ করা যায়। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে, দীর্ঘ ও স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সাহায্য করে। নতুন করে চুল গজাতে সাহায্য করে।

3 / 7
কাঠ হল একটি নেগেটিভ আয়নিক চার্জার, যা মাথার চুলের সঙ্গে মিলে যায়। প্লাস্টিকের চিরুনিতে এই চার্জ মোটেও থাকে না। চুলের বাইরে অংশে কিউটিকল, আর্দ্রতা বজায় রাখার জন্য মসৃণ ও মোলায়েম করতে সাহায্য করে।

কাঠ হল একটি নেগেটিভ আয়নিক চার্জার, যা মাথার চুলের সঙ্গে মিলে যায়। প্লাস্টিকের চিরুনিতে এই চার্জ মোটেও থাকে না। চুলের বাইরে অংশে কিউটিকল, আর্দ্রতা বজায় রাখার জন্য মসৃণ ও মোলায়েম করতে সাহায্য করে।

4 / 7
অন্যান্য ধরণের চিরুনির দাঁতের সঙ্গে তুলনা করলে কাঠের চিরুনিই সেরা হিসেবে গণ্য করা হয়। কাঠের চিরুনির দাঁতগুলি মৃদু হয়, মাথার ত্বকে আঁচড়ালে কোনও জ্বালাভাব বা চুলকানি তৈরি করে না। নিয়মিত কাঠের চিরুনি ব্যবহারে মাথার ত্বকে ও চুলের বাকি অংশে প্রাকৃতিক তেল ছড়িয়ে দিতে সাহায্য করে। তাতে চুল আরও চকচকে, সিল্কি দেখায়।

অন্যান্য ধরণের চিরুনির দাঁতের সঙ্গে তুলনা করলে কাঠের চিরুনিই সেরা হিসেবে গণ্য করা হয়। কাঠের চিরুনির দাঁতগুলি মৃদু হয়, মাথার ত্বকে আঁচড়ালে কোনও জ্বালাভাব বা চুলকানি তৈরি করে না। নিয়মিত কাঠের চিরুনি ব্যবহারে মাথার ত্বকে ও চুলের বাকি অংশে প্রাকৃতিক তেল ছড়িয়ে দিতে সাহায্য করে। তাতে চুল আরও চকচকে, সিল্কি দেখায়।

5 / 7
প্লাস্টিক বা ধাতু দিয়ে তৈরি চিরুনি ব্যবহার করলে চুলের জট ছাড়াতে যেমন অসুবিধা হয়, তেমনি জট ছাড়াতে গিয়ে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। চুলের গোড়া আলগা হয়ে গিয়ে বিপদ বাড়ায়।  তবে কাঠের চিরুনি ব্যবহার করলে চুলে কম জট পড়ে। এতে চুলের গোড়া মজবুত করে।

প্লাস্টিক বা ধাতু দিয়ে তৈরি চিরুনি ব্যবহার করলে চুলের জট ছাড়াতে যেমন অসুবিধা হয়, তেমনি জট ছাড়াতে গিয়ে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। চুলের গোড়া আলগা হয়ে গিয়ে বিপদ বাড়ায়। তবে কাঠের চিরুনি ব্যবহার করলে চুলে কম জট পড়ে। এতে চুলের গোড়া মজবুত করে।

6 / 7
কোন ধরনের কাঠ ব্যবহার করবেন, সেটাও গুরুত্বপূর্ণ। সাধারণত নিম কাঠ অনেকবেশি টেকসই হয়। এছাড়া চুলের স্বাস্থ্যের জন্যও কার্যকরী। দীর্ঘস্থায়ী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ায় মাথার স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য করে।

কোন ধরনের কাঠ ব্যবহার করবেন, সেটাও গুরুত্বপূর্ণ। সাধারণত নিম কাঠ অনেকবেশি টেকসই হয়। এছাড়া চুলের স্বাস্থ্যের জন্যও কার্যকরী। দীর্ঘস্থায়ী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ায় মাথার স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য করে।

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla