Costliest Shoes: বিশ্বের সবচেয়ে দামি জুতো, দাম জানলে অবাক হবেন আপনি…

রাজকীয় জুতারও এতো দাম নেই। এক জোড়া জুতার দামই ১২৩ কোটি টাকা।

| Edited By: | Updated on: Dec 17, 2021 | 11:23 AM
দুবাইয়ের সংস্থা জাদা দুবাইয়ের জুতা মানে রাজকীয় ব্যাপার। এটিই সব থেকে দামি। এর মূল্য ১২৩ কোটি টাকা।

দুবাইয়ের সংস্থা জাদা দুবাইয়ের জুতা মানে রাজকীয় ব্যাপার। এটিই সব থেকে দামি। এর মূল্য ১২৩ কোটি টাকা।

1 / 6
সম্প্রতি দুবাইতে চালু হয়েছে এই সংস্থার জুতার শোরুম। প্রতিটি জুতাই মনিমুক্তো খচিত।

সম্প্রতি দুবাইতে চালু হয়েছে এই সংস্থার জুতার শোরুম। প্রতিটি জুতাই মনিমুক্তো খচিত।

2 / 6
কোনো কোনো জুতার আবার বেশিটাই সোনার।

কোনো কোনো জুতার আবার বেশিটাই সোনার।

3 / 6
শুধু হিরার জুতাও রয়েছে এই সংস্থার।

শুধু হিরার জুতাও রয়েছে এই সংস্থার।

4 / 6
এই জুতার উদ্বোধনী অনুষ্ঠান হল বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল বুর্জ আল আরব-এ। এর আগে সব থেকে দামি জুতোর বিক্রেতা ছিল ডেবি উইংগাম সংস্থা।

এই জুতার উদ্বোধনী অনুষ্ঠান হল বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল বুর্জ আল আরব-এ। এর আগে সব থেকে দামি জুতোর বিক্রেতা ছিল ডেবি উইংগাম সংস্থা।

5 / 6
নতুন জুতোর যে সম্ভার এসেছে তাতে বেশির ভাগই হিরা দিয়ে সাজানো। প্রতিটি জুতায় সংস্থার নাম লেখা থাকছে সোনা দিয়ে।

নতুন জুতোর যে সম্ভার এসেছে তাতে বেশির ভাগই হিরা দিয়ে সাজানো। প্রতিটি জুতায় সংস্থার নাম লেখা থাকছে সোনা দিয়ে।

6 / 6
Follow Us: