Todd Murphy: নাগপুরের ২২ গজে বাইশের স্পর্ধা, টড মার্ফির ঘূর্ণিতে হতাশায় ডুবলেন পূজারা-বিরাট

Ind vs Aus, BGT 2023: নাগপুরের ২২ গজ দাপাচ্ছেন এক ২২ বছরের স্পিনার। অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে নিজের অস্তিত্বের জানান দিলেন টড মরফি। অজিদের অভিষেককারীর শিকারের খাতায় নাম লিখিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুলরা।

| Edited By: | Updated on: Feb 10, 2023 | 5:26 PM
বৃহস্পতিবার, নাগপুর টেস্টের প্রথম দিনে লোকেশ রাহুলকে কট অ্যান্ড বোল্ড করে খাতা খুলেছিলেন মরফি। দ্বিতীয় দিন আরও চারটি উইকেট নিয়ে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়া বোলারে পরিণত হলেন ২২ বছরের টড মার্ফি। বোলিং ফিগার ৩৬-৯-৮২-৫। (ছবি:টুইটার)

বৃহস্পতিবার, নাগপুর টেস্টের প্রথম দিনে লোকেশ রাহুলকে কট অ্যান্ড বোল্ড করে খাতা খুলেছিলেন মরফি। দ্বিতীয় দিন আরও চারটি উইকেট নিয়ে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়া বোলারে পরিণত হলেন ২২ বছরের টড মার্ফি। বোলিং ফিগার ৩৬-৯-৮২-৫। (ছবি:টুইটার)

1 / 9
মার্ফির টেস্ট কেরিয়ারের সূচনা হল লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও ভারতের ডেবিউট্যান্ট শ্রীকর ভরতের উইকেট নিয়ে। (ছবি:টুইটার)

মার্ফির টেস্ট কেরিয়ারের সূচনা হল লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও ভারতের ডেবিউট্যান্ট শ্রীকর ভরতের উইকেট নিয়ে। (ছবি:টুইটার)

2 / 9
আনকোরা স্পিনার মার্ফির বলে মাত্র ১২ রানে আউট হন বিরাট। লেগ স্টাম্পের বাইরে যাওয়া বল বিরাটের ব্যাটের কানায় লেগে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় জমা হয়। ধারাভাষ্যকার দীনেশ কার্তিক বলে উঠলেন, "এর চেয়ে খারাপভাবে আউট হওয়ার বোধহয় অন্য পথ নেই।" (ছবি:টুইটার)

আনকোরা স্পিনার মার্ফির বলে মাত্র ১২ রানে আউট হন বিরাট। লেগ স্টাম্পের বাইরে যাওয়া বল বিরাটের ব্যাটের কানায় লেগে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় জমা হয়। ধারাভাষ্যকার দীনেশ কার্তিক বলে উঠলেন, "এর চেয়ে খারাপভাবে আউট হওয়ার বোধহয় অন্য পথ নেই।" (ছবি:টুইটার)

3 / 9
ভারতীয় দল নাথান লিয়ঁ ও অ্যাস্টন আগারকে মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু টড মার্ফি? আনকোরা স্পিনারকে মাঠে নামিয়ে ভারতীয় দলকে চমকে দিয়েছেন প্যাট কামিন্সরা। অজিদের পরিকল্পনা খেটে গিয়েছে। (ছবি:টুইটার

ভারতীয় দল নাথান লিয়ঁ ও অ্যাস্টন আগারকে মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু টড মার্ফি? আনকোরা স্পিনারকে মাঠে নামিয়ে ভারতীয় দলকে চমকে দিয়েছেন প্যাট কামিন্সরা। অজিদের পরিকল্পনা খেটে গিয়েছে। (ছবি:টুইটার

4 / 9
অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ টেস্টে পাঁচ উইকেট নেওয়া চতুর্থ স্পিনার হলেন মার্ফি। ১৯৮৩ সালে টম হোগান, ২০০৮ সালে জেসন ক্রেজা, ২০১১ সালে নাথান লিয়ঁ এবং ২০২৩ সালে এসে টড মার্ফি।(ছবি:টুইটার)

অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ টেস্টে পাঁচ উইকেট নেওয়া চতুর্থ স্পিনার হলেন মার্ফি। ১৯৮৩ সালে টম হোগান, ২০০৮ সালে জেসন ক্রেজা, ২০১১ সালে নাথান লিয়ঁ এবং ২০২৩ সালে এসে টড মার্ফি।(ছবি:টুইটার)

5 / 9
অবাক করা বিষয় হল, মাত্র সাতটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারত সফরে আসার সুযোগ পান মার্ফি। ৭ ম্যাচে ২৯টি উইকেট। সুযোগ পুরোমাত্রায় কাজে লাগালেন। (ছবি:টুইটার)

অবাক করা বিষয় হল, মাত্র সাতটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারত সফরে আসার সুযোগ পান মার্ফি। ৭ ম্যাচে ২৯টি উইকেট। সুযোগ পুরোমাত্রায় কাজে লাগালেন। (ছবি:টুইটার)

6 / 9
ভারতের মাটিতে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়া সর্বকনিষ্ঠ বিদেশি স্পিনার এখন টড। ২০০৮ সালে ২৫ বছরের অজি স্পিনার জেসন ক্রেজা এই নাগপুরের মাঠেই টেস্ট অভিষেকে ২১৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। মোট ১২ উইকেট নিয়েছিলেন ক্রেজা। (ছবি:টুইটার)

ভারতের মাটিতে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়া সর্বকনিষ্ঠ বিদেশি স্পিনার এখন টড। ২০০৮ সালে ২৫ বছরের অজি স্পিনার জেসন ক্রেজা এই নাগপুরের মাঠেই টেস্ট অভিষেকে ২১৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। মোট ১২ উইকেট নিয়েছিলেন ক্রেজা। (ছবি:টুইটার)

7 / 9
অস্ট্রেলিয়া দলে মার্ফি নিজের মেন্টর হিসেবে দেখেন অভিজ্ঞ নাথান লিয়ঁকে। ২০২০ মরসুমে শেফিল্ড শিল্ডে বায়ো বাবলে একসঙ্গে ছিলেন দু'জনে। বর্তমানে বিগ ব্যশা লিগে লিয়ঁর টিম সিডনি সিক্সার্সের হয়ে খেলেন মার্ফি। ১৯৮৮ সালের পর এই প্রথমবার বর্ডার গাভাসকর ট্রফির ম্যাচে প্রথম একাদশে দুই স্পেশালিস্ট স্পিনার নিয়ে খেলছে অস্ট্রেলিয়া।(ছবি:টুইটার)

অস্ট্রেলিয়া দলে মার্ফি নিজের মেন্টর হিসেবে দেখেন অভিজ্ঞ নাথান লিয়ঁকে। ২০২০ মরসুমে শেফিল্ড শিল্ডে বায়ো বাবলে একসঙ্গে ছিলেন দু'জনে। বর্তমানে বিগ ব্যশা লিগে লিয়ঁর টিম সিডনি সিক্সার্সের হয়ে খেলেন মার্ফি। ১৯৮৮ সালের পর এই প্রথমবার বর্ডার গাভাসকর ট্রফির ম্যাচে প্রথম একাদশে দুই স্পেশালিস্ট স্পিনার নিয়ে খেলছে অস্ট্রেলিয়া।(ছবি:টুইটার)

8 / 9
২০২০ সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ টিমে ছিলেন মার্ফি। অস্ট্রেলিয়ার ক্রিকেট জগতের চোখে পড়েন তখনই। প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের সমসাময়ির ক্রেগ হাওয়ার্ড আবিষ্কার করেছিলেন মার্ফিকে। অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৬ দলের ট্রায়ালে নিজের ছেলেকে দেখতে গিয়ে তাঁর নজরে পড়েন মার্ফি।  (ছবি:টুইটার)

২০২০ সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ টিমে ছিলেন মার্ফি। অস্ট্রেলিয়ার ক্রিকেট জগতের চোখে পড়েন তখনই। প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের সমসাময়ির ক্রেগ হাওয়ার্ড আবিষ্কার করেছিলেন মার্ফিকে। অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৬ দলের ট্রায়ালে নিজের ছেলেকে দেখতে গিয়ে তাঁর নজরে পড়েন মার্ফি। (ছবি:টুইটার)

9 / 9
Follow Us: