চার জন করোনা পজিটিভ, মেলবোর্নে হোটেল বন্দি ৪৭ জন খেলোয়াড়
টুর্নামেন্ট শুরুর দিন যত কাছে আসছে, ততই বাড়ছে কোভিড আতঙ্ক।
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে করোনা (COVID-19)। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু বছরের প্রথম গ্ল্যান্ড স্লাম। টুর্নামেন্ট শুরুর দিন যত কাছে আসছে, ততই বাড়ছে কোভিড আতঙ্ক। তবে আশার কথা এখনও কোনও খেলোয়াড় করোনা আক্রান্ত হননি। নতুন করে আরও একটি কোভিড রিপোর্ট পজিটিভ। লস এঞ্জেলেস থেকে মেলবোর্নে আসা ব্রডকাস্ট টিমের এক সদস্য করোনা আক্রান্ত। সেই বিমানের ৪৭জনকেই কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাব্বায় মান বাঁচালেন সুন্দর-ঠাকুর
১৪দিন কোয়ারেন্টিন কাটাতে হবে ৪৭জনকেই। তাঁরা হোটেলে নিজেদের ঘর থেকেও বেরোতে পারবেন না। যার ফলে নিয়মমাফিক খেলোয়াড়রা দৈনিক পাঁচ ঘন্টা অনুশীলনও করতে পারবেন না। অনেকেই অভিযোগ করছেন নিয়মের কড়াকড়ি নিয়ে। অস্ট্রেলিয়ান ওপেনের চিফ ক্রেগ টেইলি বলেছেন, “আমরা আগেই ঠিক করেছিলাম, কেউ করোনায় আক্রান্ত হলে সেই বিমানের সবাইকে ১৪ দিনের কড়া কোয়ারেন্টিনে থাকতে হবে।”
আরও পড়ুন: করোনার ধাক্কায় হঠাত্ বেসামাল অস্ট্রেলিয়ান ওপেন
আইসোলেশনে থাকলেও নিজেদের রুমেই খেলোয়াড়রা যাতে কিছুটা ট্রেনিং করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। জানিয়েছেন টেইলি। সংক্রমণ ঠেকাতেই, নিরাপত্তা বিধি মেনেই আলাদা আলাদা চাটার্ড ফ্লাইটে খেলোয়াড়দের নিয়ে আসা হচ্ছে মেলবোর্নে। কিন্তু তাতেও নিস্তার নেই। টেইলি বলেছেন, “আমরা বরাবরই জানতাম, এই মহামারির সময় টুর্নামেন্ট আয়োজন করতে গেলে আমাদের বেশকিছু ঝুঁকির মুখোমুখি হতে হবে। কেউই একথা অস্বীকার করতে পারেন না।” পাশাপাশি তাঁর সাফ কথা, নির্ধারিত সূচি মেনেই হবে অস্ট্রেলিয়ান ওপেন।