Shreyas Iyer: নেটে ফিরলেন, এশিয়া কাপেই কি কামব্যাক শ্রেয়স আইয়ারের?
Asia Cup 2023: অগস্টে হবে এ বারের এশিয়া কাপ। তার আগে নেটে ফিরলেন ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যার ফলে স্বস্তি ফিরল ভারতীয় শিবিরেও।
বেঙ্গালুরু: এ বছরের এশিয়া কাপ (Asia Cup) নাকি ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023)? টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ২২ গজে কামব্যাক হবে কখন? এই প্রশ্ন দিন দিন জোরাল হচ্ছে। এরই মাঝে শ্রেয়সকে নিয়ে স্বস্তি ভারতীয় শিবিরে। বর্তমানে শ্রেয়স আইয়ার বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাবে রয়েছেন। সেখানেই এ বার নেটে ব্যাট হাতে দেখা গিয়েছে শ্রেয়সকে। যা দেখে তাঁর ভক্তরা বেজায় খুশি। চোট সারিয়ে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন শ্রেয়স। আর তাঁর এই নেটে ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো দেখে অনেকেই বলছেন এশিয়া কাপেই হয়তো ২২ গজে কামব্যাক হতে চলেছে শ্রেয়সের। এ বার দেখার সত্যি সত্যি তিনি কবে মাঠে ফেরেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে নেটে ব্যাটিং অনুশীলন করছেন শ্রেয়স আইয়ার। যা দেখে শ্রেয়সের ভক্তরা রীতিমতো খুশি হয়েছেন। তাঁর অনেক ফ্যান টুইটারে এই ভিডিয়ো শেয়ার করে এশিয়া কাপে তাঁর কামব্যাক হতে চলেছে বলে লিখেছেন।
Good News : ??
Mr ODI #ShreyasIyer is back.. ?
Latest reports have claimed that Shreyas Iyer will be 100% fit for the World Cup. He might play in the Asia Cup as well. pic.twitter.com/s7wnqRcOdq
— ? (@hrathod__) July 11, 2023
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে লন্ডনে শ্রেয়স আইয়ারের পিঠের চোটের অস্ত্রোপচার হয়েছিল। তারপর থেকে ২২ গজে আর ফেরা হয়নি তাঁর। ভারতের হয়ে এখনও অবধি ৪২টি ওডিআই ম্যাচে খেলেছেন শ্রেয়স আইয়ার। তাতে তিনি করেছেন ১৬৩১ রান। এতে শ্রেয়সের গড় ৪৬.৬০। ভারতের মিডল অর্ডরে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন শ্রেয়স। তিনি যদি ওডিআই বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে যান তা হলে তাঁকে ভারতের হয়ে ৪ নম্বরে নামতে দেখা যেতে পারে। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও অবধি শ্রেয়সের ফিটনেস নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।