IPL 2024: জোরকদমে চলছে আইপিএলের নিলামের প্রস্তুতি,কোন দলের পার্সে রয়েছে কত টাকা?
IPL 2024 Auction: বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রয়েছে ১৯ জন প্লেয়ার। যার মধ্যে ৫ জন বিদেশি। এখনও পর্যন্ত ৭৬.৭৫ কোটি খরচ করেছে আরসিবি। পার্সে রয়েছে ২৩.২৫ কোটি। আরও ৬টি জায়গা ফাঁকা রয়েছে। যাতে ৩ জন বিদেশি তারকাকে নিতে পারবে তারা। রাজস্থান রয়্যালসে রয়েছে ১৭ জন ক্রিকেটার। ১৭ জনের মধ্যে ৫ জন বিদেশি। ৮৫.০৫ কোটি খরচ করে ফেলেছে রাজস্থান। হাতে রয়েছে ১৪.০৫ কোটি। আরও ৮ জনকে দলে নিতে পারবে এই দল। যার মধ্যে ৩ জন বিদেশিকে নেওয়া যাবে।

আইপিএলের দলImage Credit source: ছবি: X
নয়াদিল্লি: বিশ্বকাপ শেষ হতেই ক্রিকেটপ্রেমীদের নজর আইপিএলে (IPL 2024)। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুক দিকেই অনুষ্ঠিত হবে ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল। ইতিমধ্যেই যার তোরজোর চলছে জোরকদমে। চলতি মাসেই রয়েছে নিলাম। ১ৃ৯ তারিখ দুবাইয়ের কোকা কোলা এরিনায় বসবে নিলামের আসর। সেখানেই নির্ধারন হবে ক্রিকেটারদের ভাগ্য। ক্রিকেটের কোটিপতি লিগ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ থাকে না। এ বারও একই ছবি ধরা পড়ছে। গতকাল, মঙ্গললার আইপিএলের নিলামের তালিকা প্রকাশিত হয়েছে। এই আবহে চোখ বুলিয়ে নিন কোন দলের কী অবস্থা…
আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির অবস্থা কেমন?
- চেন্নাই সুপার কিংসে রয়েছে ১৯ জন ক্রিকেটার। যার মধ্যে ৫ জন বিদেশি। ধোনির দল খরচ করেছে ৬৮.০৬ কোটি টাকা। তারপর চেন্নাইয়ের পার্সে রয়েছে ৩১.০৪ কোটি। জায়গা খালি রয়েছে ৬ টি। যার মধ্যে বিদেশী তারকা নেওয়া যাবে ৩ জন।
- দিল্লি ক্যাপিটালসে রয়েছে ১৬ জন তারকা। তার মধ্যে বিদেশি ক্রিকেটার ৪ জন। এই দল মোট টাকা খরচ করেছে ৭১.০৫ কোটি। পার্সে রয়েছে ২৮.৯৫ কোটি টাকা। যা দিয়ে ৯ জন ক্রিকেটারকে কিনতে পারবে তারা। ৪ জন বিদেশিকে দলে নেওয়ার সুযোগ রয়েছে।
- হার্দিক পান্ডিয়ার দল গুজরাটে রয়েছে ১৭ জন ক্রিকেটার। যার মধ্যে ৬ জন বিদেশি। এই মোট টাকা খরচ করেথে ৬১.৮৫ কোটি। পার্সে অবশিষ্ট রয়েছে ৩৮.১৫ কোটি। এখনও ৮ জনকে দলে নিতে পারে তারা। যার মধ্যে ২ জন বিদেশি থাকতে পারে।
- কলকাতা নাইট রাইডার্সে রয়েছে ১৩ জন তারকা। যার মধ্যে ৪ জন বিদেশি। মোট ৬৭.০৩ কোটি টাকা খরচ করেছে কেকেআর। পার্সে রয়েছে ৩২.০৭ কোটি। এখনও ১২ জনের জায়গা খালি রয়েছে। ৪ জন বিদেশিকে নেওয়ার সুযোগ রয়েছে।
- লখনউ সুপার জায়ান্টসে রয়েছেন ১৯ জন প্লেয়ার। ১৯ জনের মধ্যে ৬ জন বিদেশি। এখনও পর্যন্ত ৮৬.৮৫ কোটি খরচ করেছে এই দল। এরপর পার্সে রয়েছে ১৩.১৫ কোটি। মোট ৬ টি জায়গা ফাঁকা রয়েছে। যেখানে ২ জন বিদেশিকে নিতে পারে চাইলে এই দল।
- নীতা আম্বানির মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছে মোট ১৭ জন প্লেয়ার। যার মধ্যে ৪ জন বিদেশি। এখনও পর্যন্ত ৮২.২৫ কোটি টাকা খরচ করেছে এই দল। পার্সে রয়েছে ১৭.৭৫ কোটি। এখনও ৮ টি জায়গা ফাঁকা রয়েছে। ৪ জন বিদেশি প্লেয়ারকে নেওয়ার সুযোগ রয়েছে।
- প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসে রয়েছে ১৭ জন ক্রিকেটার। এর মধ্যে ৬ জন বিদেশি। মোট ৭০.০৯ কোটি টাকা খরচ করে ফেলেছে এই দল। হাতে আছে ২৯.০১ কোটি। ৮ টি জায়গা ফাঁকা রয়েছে। ২ জন বিদেশিকে দলে নেওয়া যাবে।
- বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রয়েছে ১৯ জন প্লেয়ার। যার মধ্যে ৫ জন বিদেশি। এখনও পর্যন্ত ৭৬.৭৫ কোটি খরচ করেছে আরসিবি। পার্সে রয়েছে ২৩.২৫ কোটি। আরও ৬টি জায়গা ফাঁকা রয়েছে। যাতে ৩ জন বিদেশি তারকাকে নিতে পারবে তারা।
- রাজস্থান রয়্যালসে রয়েছে ১৭ জন ক্রিকেটার। ১৭ জনের মধ্যে ৫ জন বিদেশি। ৮৫.০৫ কোটি খরচ করে ফেলেছে রাজস্থান। হাতে রয়েছে ১৪.০৫ কোটি। আরও ৮ জনকে দলে নিতে পারবে এই দল। যার মধ্যে ৩ জন বিদেশিকে নেওয়া যাবে।
- সানরাইজার্স হায়দ্রাবাদের রয়েছে ১৯ জন তারকা। যার মধ্যে ৫ জন বিদেশি। এখনও পর্যন্ত ৬৬ কোটি খরচ করেছে এই দল। পার্সে আছে ৩৪ কোটি। ৬ টি আসন ফাঁকা। চাইলে সেখানে ৩ জন বিদেশিকে নিতে পারবে হায়দ্রাবাদ।

জীবনে তাড়াতাড়ি সাফল্য চান? প্রেমানন্দ মহারাজের মতে এ কাজ করলেই...

জীবনের কোন কথা সব সময় লুকিয়ে রাখতে হয়? নিম করোলি বাবা বলেছেন...

বাড়িতে বাচ্চা থাকলে AC-র তাপমাত্রা কত রাখা উচিত? বিশেষজ্ঞ বলছেন...

আখের রস নাকি ডাবের জল, চাঁদিফাটা গরমে শরীরের জন্য কোনটা বেশি ভালো?

তরমুজ খেতে গিয়ে বীজ গিলে ফেলেছেন! জানেন শরীরে কী কাণ্ড ঘটতে পারে?

নতুন গাড়ির পুজোর সময় চাকার নীচে লেবু রাখা হয়, কেন জানেন?