Asia cup 2025 IND VS PAK Highlights: দুবাইয়ে ফের একপেশে ম্যাচ, ৬ উইকেটের ‘সুপার’ জয়
Asia cup 2025 Super 4 India vs Pakistan Live Score in Bengali: সুপার ফোর অভিযান শুরুর আগে মনোবিদ নিয়োগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। মানসিক ভাবে তরতাজা হয়ে নামায় নজর। এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্বে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।

এশিয়া কাপের গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছে ভারত (Indian Cricket Team)। সুপার ফোরেও অভিযান শুরু ৬ উইকেটের বড় জয়ে। গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে নানা পরীক্ষার পথে হেঁটেছিল ভারতীয় দল। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নিজে ব্যাটিং করেননি। অন্যদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তেমনই বোলিংয়ে জোড়া পরিবর্তন করা হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে একাদশে ফেরেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও বরুণ চক্রবর্তী। কিন্তু বুমরার পারফরম্যান্স হতাশার। প্রথমে ব্যাট করে ভারতকে ১৭২ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। বিশ্বের এক নম্বর দল এবং টি-টোয়েন্টি এক নম্বর ব্যাটার। সুপার ফোরেও পাকিস্তানের বিরুদ্ধে একপেশে জয় ভারতের। এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্বে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।
LIVE Cricket Score & Updates
-
IND VS PAK Live Score: ম্যাচ রিপোর্ট
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রেজাল্ট জানা! পরিসংখ্যান তাই বলে। যেমন দুবাইয়ে হল। গ্রুপের পর সুপার ফোরেও পাকিস্তানকে সহজেই হারাল ভারত। ম্যাচ রিপোর্ট বিস্তারিত পড়ুন: ‘গান’-র বদলা রানে! মহালয়ায় পাক-বধ ভারতের
-
IND VS PAK Live Score: ফের একপেশে ম্যাচ
সেলিব্রেশন টাইম। সুপার ফোরের শুরুতে সুপার্ব জয়। শুরুতে অভিষেক-শুভমন তাণ্ডব। শেষে তিলক ভার্মার ক্যামিও। একপেশে জয় ভারতের। দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটের জয়ে সুপার ফোর অভিযান শুরু ভারতের।
-
-
IND VS PAK Live Score: ব্যাড-ব্রেক!
শুভমনের পায়ে টান ধরায় ব্রেক নিতে হয়েছিল। এরপরই ছন্দপতন। শুভমন আউট। অধিনায়ক সূর্যকুমার যাদব তিনে নেমেছিলেন। দ্রুত ম্যাচ শেষ করায় নজর ছিল। যদিও বড় শটের চেষ্টায় আউট। চারে এলেন তিলক ভার্মা।
-
IND VS PAK Live Score: টেনশন
প্রচণ্ড গরম। ক্র্যাম্প হওয়া অসম্ভব নয়। বিশেষত সেঞ্চুরি পার্টনারশিপের পর। শুভমন গিলের পায়ে টান ধরেছে। কিছুটা চাপের পরিস্থিতি ভারতীয় শিবিরে। ব্রেকে ছন্দপতন না হয়, সেটাই প্রত্যাশা।
-
IND VS PAK Live Score: হাফসেঞ্চুরি অভিষেকের
টার্গেট ১৭২। গত তিন ম্যাচে শুরুটা ভালো করলেও মাইলস্টোন পেরোতে পারছিলেন না। ২৪ বলে হাফসেঞ্চুরি পার। এর মধ্যে বেশিরভাগ রান বাউন্ডারিতেই!
-
-
IND VS PAK Live Score: হিসেব মেটালেন সাহিবজাদা!
পাকিস্তানি ওপেনারের ক্যাচ ফসকেছিল অভিষেকের হাত থেকে। সেই সাহিবজাদা হাতে ফসকালো অভিষেকের ক্যাচ! হল ছয়। হিসেব সমান সমান!
-
IND VS PAK Live Score: স্ট্রাইকরেটের কম্পিটিশন!
কে দ্রুত রান তুলতে পারেন! এই যেন কম্পিটিশন। ভারতের দুই তরুণ ওপেনার শুভমন গিল ও অভিষেক শর্মার ব্যাটিংয়ে দিশেহারা পাকিস্তান। স্লেজিংয়ের চেষ্টা। তাতেও জবাব দিলেন অভিষেক-শুভমন। পাওয়ার প্লে-র ছয় ওভারে ৬৯ রান তুলে নিয়েছে ভারত।
-
IND VS PAK Live Score: ছয় দিয়ে ইনিংস শেষ
স্লগ ওভারে ঘুরে দাঁড়াল পাকিস্তান। শেষ তিন ওভারে বিধ্বংসী ব্যাটিং। ইনিংসের প্রথম ১০ ওভারে ৯১ রান তুলেছিল পাকিস্তান। এরপর ঘুরে দাঁড়ায় ভারত। রানে ব্রেক লাগায়। ফিল্ডিংও হতাশার। মোট ৪টি ক্যাচ ফসকেছে। না হলে পাকিস্তানকে ১৬০-র মধ্যেই আটকে রাখা যেত হয়তো।
-
IND VS PAK Live Score: ক্যাজুয়াল
বল ডেড হয়নি। পাকিস্তানের ব্যাটার মহম্মদ নওয়াজ ক্রিজের বাইরে। ডিরেক্ট থ্রোয়ে রানআউট। ক্যাজুয়াল ভঙ্গিই ডোবাল তাঁকে। ক্রিজে এসেই ছয় ফাহিমের।
-
IND VS PAK Live Score: সাহিবজাদার উইকেট
দীর্ঘ সময় ধরেই রানে ব্রেক লেগেছিল। পাকিস্তান যে ভাবে এগোচ্ছিল, একটা সময় ২০০ সহজ মনে হয়েছিল। পরপর উইকেট নিয়ে চাপ বাড়ালেন শিবম। এ বার সেট ব্যাটার সাহিবজাদা ফারহানের উইকেট। ক্রিজে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা।
-
IND VS PAK Live Score: পার্টনারশিপ ভাঙলেন শিবম
অবশেষে পার্টনারশিপ ভাঙলেন শিবম দুবে। দুটি ক্যাচ মিস করেছিলেন অভিষেক। তাঁর হাতেই ক্যাচ। সায়াম আয়ুবকে ফেরালেন শিবম। ৭২ রানের পার্টনারশিপ ভেঙে ম্যাচে ফিরল ভারত।
-
IND VS PAK Live Score: ফিল্ডিংয়ে হতাশার রাত!
দুটি ক্য়াচ আরও একটি হাফচান্স! দু-হাতে ট্রাই করলে সহজ হতেই পারত। অভিষেক শর্মার সৌজন্যে মিসই বলা যায়। ছয়ও হয়ে গেল। ফিল্ডিংয়ে হতাশার রাত ভারতের।
-
IND VS PAK Live Score: জোড়া মিস
ইনিংসের শুরুতে একটি ক্যাচ ফসকেছিলেন অভিষেক শর্মা, এ বার কুলদীপ যাদব। বরুণ চক্রবর্তীর বোলিংয়ে হাই ক্যাচ। বলের নীচে রেডি ছিলেন কুলদীপ। যদিও হাত ফসকে যায় বল। দ্বিতীয় ক্য়াচ মিস ভারতের।
-
IND VS PAK Live Score: ফকরের জমানা শেষ!
ওপেনিংয়ে আনা হয়েছিল ফকর জামানকে। বিধ্বংসী শুরু করেন। কিন্তু হার্দিক পান্ডিয়ার স্লোয়ারে কুপোকাত। কট বিহাইন্ড ফকর। উইকেটের পিছনে অনবদ্য ক্যাচ সঞ্জু স্যামসনের। ক্রিজে এলেন তিন ম্যাচে শূন্য করা সায়াম আয়ুব।
-
IND VS PAK Live Score: সায়ামের ডিমোশন
গ্রুপের তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে গোল্ডেন এবং এক ম্যাচে সিলভার ডাক। অর্থাৎ প্রথম দু-ম্যাচে এক বল খেলেই ফিরেছেন, আর এক ম্যাচে দ্বিতীয় ডেলিভারিতে। এদিন ফকর জমান ও ফরহান ওপেন করছেন।
-
IND VS PAK Live Score: টস আপডেট
টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিলেন সূর্যকুমার যাদব। অক্ষর প্যাটেল ফিট। ফলে প্রত্যাশিত পরিবর্তন। গত ম্যাচে জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দেওয়া হয়েছিল। অর্শদীপ ও হর্ষিতের জায়গায় একাদশে ফিরলেন বুমরা ও বরুণ। এ দিনও টসের পর পাক ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশ: শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, অক্ষর প্য়াটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা।
-
IND VS PAK Live Score: হার্দিক প্রেরণা
এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। ম্যাচ শুরুর আগে সতীর্থদের পেপ-টক দিলেন টিমের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গ্রুপে পাকিস্তানকে দুরমুশ করেছিল ভারতীয় দল। সুপার ফোরেও একই টার্গেট।
-
IND VS PAK Live Score: অক্ষর না খেললে অর্শদীপ
বিশ্রাম কাটিয়ে ফিরছেন পেসার জসপ্রীত বুমরা ও স্পিনার বরুণ চক্রবর্তী। ফলে অর্শদীপ ও হর্ষিত রানাকে জায়গা ছাড়তে হবে। ফিটনেস নিয়ে ধোঁয়াশা রয়েছে অক্ষর প্যাটেলের। তিনি একান্তই না খেলতে পারলে পাকিস্তানের বিরুদ্ধে একাদশে জায়গা ধরে রাখতে পারেন বাঁ হাতি পেসার অর্শদীপ সিং।
-
IND VS PAK Live Score: অপেক্ষা কিছুক্ষণের
ফের এশিয়া কাপে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। সুপার ফোরে ফের আজ মুখোমুখি। ম্যাচ প্রিভিউ বিস্তারিত পড়ুন: বাইরের বিতর্ক ভুলে মাঠে নজর, সুপার ফোরে আজ ভারত-পাক
-
IND VS PAK Live Score: মনোবিদের ক্লাসে!
সুপার ফোর পর্ব শুরু। আজ ভারত অভিযান শুরু করছে। প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। ভারতের বিরুদ্ধে নামার আগে মনোবিদের ক্লাসে পাকিস্তান ক্রিকেট দল! বিস্তারিত পড়ুন: ভারতের বিরুদ্ধে নামার আগে মনোবিদের ক্লাসে পাকিস্তান!
Published On - Sep 21,2025 6:00 PM
