Virat Kohli: আমি মশলা দেওয়ার চেষ্টা করি… অজি প্রধানমন্ত্রীকে একথা কেন বললেন বিরাট কোহলি?

Watch Video: ক্যানবেরায় পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেখানে এ বার দিন দুয়েকের প্র্যাক্টিস ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা দেখা করলেন।

Virat Kohli: আমি মশলা দেওয়ার চেষ্টা করি... অজি প্রধানমন্ত্রীকে একথা কেন বললেন বিরাট কোহলি?
Virat Kohli: আমি মশলা দেওয়ার চেষ্টা করি... অজি প্রধানমন্ত্রীকে একথা কেন বললেন বিরাট কোহলি?
Follow Us:
| Updated on: Nov 28, 2024 | 4:28 PM

কলকাতা: পারথ টেস্ট জয়ের আনন্দ তুলে রেখে এ বার মিশন অ্যাডিলেড নিয়ে ভারতের ভাবার পালা। ক্যানবেরায় পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেখানে এ বার দিন দুয়েকের প্র্যাক্টিস ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের (Anthony Albanese) সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা দেখা করলেন। পার্লামেন্ট হাউসে গিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা টিমের সকলের সঙ্গে পরিচয় করান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর। সেখানেই বিরাট কোহলির সঙ্গে হাসি-মজার কথোপকথন হয় অ্যালবানিজের। অজি প্রধানমন্ত্রীকে কোহলি বলে বসেন, ‘আমি তো মশলা দেওয়ার চেষ্টা করি…।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায় রোহিত শর্মা একে একে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অজি প্রধানমন্ত্রীর পরিচয় করাচ্ছেন। বিরাট কোহলির সামনে এসে অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ‘পারথে দারুণ সময় কাটিয়েছ তুমি। মনে হচ্ছিল আমাদের কষ্টটা যেন যথেষ্ট ছিল না।’ তাঁর একথা শেষ হতেই কোহলি হাসতে হাসতে বলেন, ‘আমি সব সময় কিছুটা মশলা দেওয়ার চেষ্টা করি।’ এরপর দু’জনই হাসতে থাকেন।

ইন্সটাগ্রামে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের পাশাপাশি প্রধানমন্ত্রী একাদশের ক্রিকেটাররাও রয়েছেন। সেই পোস্টের ক্যাপশনে অজি প্রধানমন্ত্রী লেখেন, ‘এই সপ্তাহে সামনে বড় চ্যালেঞ্জ। মানুকা ওভালে অসাধারণ ভারতীয় টিমের বিরুদ্ধে খেলতে নামবে প্রধানমন্ত্রী একাদশ। তবে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগেই বলেছিলাম, জোরকদমে অজিদের সমর্থন করব আমি, যাতে ওরা জেতে।’

View this post on Instagram

A post shared by Anthony Albanese (@albomp)

উল্লেখ্য, শুক্রবার ক্যানবেরায় প্র্যাক্টিস সেশন রয়েছে ভারতের। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত-বিরাটরা। এরপর ২ ডিসেম্বর অ্যাডিলেডের উদ্দেশে রওনা দেবে ভারতীয় টিম।