IND vs AUS: তোমার জন্য ললিপপ! অ্যাডিলেডে চ্যালেঞ্জ নেওয়ার আগে পন্থ-হর্ষিতের নয়া দোস্তি
Watch Video: পারথ পর্ব মিটিয়ে ক্যানবেরাতে পা রাখল ভারত। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। তার আগে শনি-রবি ২ দিনের প্রস্তুতি ম্যাচ রয়েছে রোহিত শর্মার টিমের। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট। গোলাপি বলে দিনরাতের ক্রিকেট অন্য সমীকরণে এগোয়।
কলকাতা: পারথ মিটেছে। এ বার অ্যাডিলেডের চ্যালেঞ্জ। ঘরের মাঠে যে টিম ০-৩ হেরে বিপর্যস্ত ছিল, তারাই যে এ ভাবে ফিরে আসবে ক্রিকেট বিশ্ব বোধহয় ভাবেইনি। ভারতের নতুন প্রজন্ম কিন্তু ভেবে রেখেছিল। জসপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি। অস্ট্রেলিয়া আসলে এই তিন টেক্কার কাছেই বাজি হেরে গিয়েছে। সফর শুরুর আগে ভারতকে কোণঠাসা করার যাবতীয় কাজ সেরে রেখেছিল অস্ট্রেলিয়া। প্রাক্তনদের ঝাঁপিয়ে পড়ে, বিরাটকে আক্রমণ, বুমরাকে নিয়ে টিপ্পনী — অভাব ছিল না কিছুরই। কিন্তু নিজের দেশেও অস্ট্রেলিয়া নিরাপদ নয়। ভারত এর আগেও দু’বার বুঝিয়েছে, এ বার হ্যাটট্রিক করবে।
পারথ পর্ব মিটিয়ে ক্যানবেরাতে পা রাখল ভারত। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। তার আগে শনি-রবি ২ দিনের প্রস্তুতি ম্যাচ রয়েছে রোহিত শর্মার টিমের। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট। গোলাপি বলে দিনরাতের ক্রিকেট অন্য সমীকরণে এগোয়। যে কারণে ২ দিনের প্রস্তুতিতে গোলাপি বলকে ভালো করে বুঝে নিতে চাইছেন বুমরা-যশস্বীরা। দ্বিতীয় টেস্টের আগে দুটো মৃদু ব্যথা রয়েছে ভারতীয় দলে। এক, পারথ টেস্ট জেতার পরই কোচ গৌতম গম্ভীর পারিবারিক কারণে দেশে ফিরেছেন। তিনি কবে যোগ দেবেন, তা নিশ্চিত করে বলা হয়নি। তবে বোর্ড জানাচ্ছে, দ্বিতীয় টেস্টের আগেই তিনি টিমের সঙ্গে যোগ দেবে। ধরে নেওয়া যায়, কোচকে ছাড়াই ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যানবেরায়। ভারতের দ্বিতীয় ব্যথা শুভমন গিলের চোট না সারা। আঙুলের স্ক্যান রিপোর্ট যা বলছে, দ্বিতীয় টেস্টে তিনি অনিশ্চিত। তৃতীয় টেস্টে কি পারবেন? প্রশ্ন কিন্তু থাকছে। বোর্ড এক্সে এক ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ক্যানবেরায় পৌঁছে গিয়েছেন। হর্ষিতকে এক ললিপপও দিতে দেখা যায় পন্থকে।
Perth ✅#TeamIndia have arrived in Canberra! 🛬#AUSvIND pic.twitter.com/IhNtPmIOah
— BCCI (@BCCI) November 28, 2024
পিঙ্ক বল টেস্টের আগে ভারত হঠাৎ কেন ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে? সোজা যুক্তি পারথ টেস্টে যে টিম খেলেছে, সেই টিমের সঙ্গে অ্যাডিলেড টেস্টের একাদশে কিছু রদবদল থাকবে। রোহিত শর্মা টিমে ফিরেছেন। খুব স্বাভাবিকভাবেই তিনি যশস্বীর সঙ্গে ওপেন করবেন। তিনে নামানো হলে লোকেশ রাহুলকে। অর্থাৎ ওপেনিং ও ৩ নম্বর, এই দুটো জায়গায় বদল থাকছে। আর এই বদলের সঙ্গে যুঝতেই এই প্রস্তুতি ম্যাচ। রোহিত যাতে অ্যাডিলেডে নামার আগে ম্যাচ প্র্যাক্টিস পান। রাহুলও যাতে তিন নম্বরে সড়গড় খেলতে পারেন, সেই কারণেই প্র্যাক্টিস ম্যাচে ফোকাস করেছে টিম ইন্ডিয়া।
এ ছাড়া কি ভারতীয় একাদশে আর কোনও বদল হতে পারে? রোহিতের টিমে আসা মানে দেবদত্ত পাড়িক্কালের বাদ পড়া। এ ছাড়া আরও একটা বদল হতে পারে। ওয়াশিংটন সুন্দর পারথে খেললেও সেভাবে পারফর্ম করতে পারেননি। তাঁর বদলি হিসেবে অশ্বিন অথবা জাডেজা আসতে পারেন। নির্ভর করবে দিন-রাতের টেস্টে অ্যাডিলেডের পিচ কেমন হবে?