টিম ইন্ডিয়ার হেড কোচের পদে অনিল কুম্বলের ফেরার সম্ভবনা
রবি শাস্ত্রী ছাড়ার পর বিরাটদের হেড কোচ কে হবেন তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা।
নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরই ভারতের হেড কোচের দায়িত্ব ছেড়ে দেবেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। তিনি ছাড়ার পর বিরাটদের হেড কোচ কে হবেন তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা। এক সূত্রের খবর অনুযায়ী রবি শাস্ত্রীর পর ভারতের পরবর্তী কোচের দায়িত্ব গ্রহণের জন্য অনিল কুম্বলে (Anil Kumble), ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) কাছে অনুরোধ করতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।
এর আগে ২০১৬ সালে অনিল কুম্বলেকে টিম ইন্ডিয়ার হেড কোচের পদে নিযুক্ত করেছিল বিসিসিআই (BCCI)। সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ ছিলেন বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির সদস্য। কিন্তু বিরাট কোহলির সঙ্গে মতের মিল না হওয়ায় এক বছরের মাথায় কোচের দায়িত্ব ছেড়ে দেন কুম্বলে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তার খবর অনুযায়ী, “অনিল কুম্বলেকে যেভাবে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই ব্যাপারটা শুধরে নেওয়া প্রয়োজন। কোহলির চাপের কাছে যে ভাবে উপদেষ্টা কমিটি নতিস্বীকার করেছিল, সেটা মোটেও ভালো উদাহরণ নয়। তবে সব কিছুই নির্ভর করছে কুম্বলে কিংবা লক্ষ্মণের ওপরে, যে তাঁরা হেড কোচের পদে আবেদন করতে চান কিনা।”
ইতিমধ্যেই বিরাট কোহলি ঘোষণা করে দিয়েছেন টি-২০ বিশ্বকাপের পর তিনি ভারতের হয়ে টি-২০ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতের হেড কোচের পদের জন্য প্রথম পছন্দ অনিল কুম্বলে ও দ্বিতীয় পছন্দ ভিভিএস লক্ষ্মণ। দু’জনেরই ১০০-র বেশি টেস্ট ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে। বিসিসিআইয়ের কাছে প্রথম বিকল্প দেশের কোচ। দ্বিতীয় বিকল্প বিদেশি কোচ।
ওই সূত্র বলেন, “বিসিসিআইয়ের কোচের পদের শর্ত এমন হবে যে ক্রিকেটার হিসেবে খুব ভালো রেকর্ডের পাশাপাশি কোচিং বা মেন্টরশিপের অভিজ্ঞতা থাকলে তাঁরা শীর্ষ চাকরির জন্য আবেদন করতে পারেন।” শাস্ত্রীর পর কি বিক্রম রাঠৌরের কোনও ভাবে হেড কোচের দায়িত্বে আসার সম্ভবনা রয়েছে? এই প্রশ্নের উত্তরে বিসিসিআইয়ের ওই কর্তা বলেন, “তিনি ইচ্ছা করলে আবেদন করতেই পারেন, কিন্তু ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার যোগ্যতা তাঁর নেই। তিনি একজন সেরা সহকারী কোচ। যাইহোক, যখন আমরা নতুন কোচ নির্বাচন করব, তখন ওর নিজের একটি দল থাকবে। তাই অপেক্ষা করুন এবং দেখুন শেষ পর্যন্ত কী হয়।”
আরও পড়ুন: Virat Kohli: অখুশি বোর্ড কাড়তে পারে বিরাটের ওয়ান ডে ক্যাপ্টেন্সিও!
আরও পড়ুন: রোহিতে আস্থা, কোহলির সিদ্ধান্তকে সমর্থন মদল লালের