ICC: বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের দৌড়ে নেই কোনও ভারতীয়
তালিকায় স্থান পাননি কোনও ভারতীয় ক্রিকেটার। বর্ষসেরার দৌড়ে আছেন, ইংল্যান্ডের জস বাটলার, পাকিস্তানের মহম্মদ রিজওয়ান, অস্ট্রেলিয়ার মিচেল মার্স ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
দুবাই: মঙ্গলবার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারার মনোনয়নের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এবার টি-২০ ক্রিকেটের বর্ষসেরার (ICC T20 PLAYER OF THE YEAR) মনোনয়নের তালিকা প্রকাশ করল আইসিসি । আর সেই তালিকায় স্থান পাননি কোনও ভারতীয় ক্রিকেটার। বর্ষসেরার দৌড়ে আছেন, ইংল্যান্ডের জস বাটলার, পাকিস্তানের মহম্মদ রিজওয়ান, অস্ট্রেলিয়ার মিচেল মার্স ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
?? A T20 World Cup champion ?? A terrific all-rounder ?? ??????? Two stylish wicketkeeper-batters
It was a year to remember for these superstars who have been nominated for the ICC Men’s T20I Player of the Year 2021 ?
⬇️ ⬇️
— ICC (@ICC) December 29, 2021
মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ২০২১ সালে ২৯টি টি-২০ ম্যাচে খেলেছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। রান করেছেন ১৩২৬ রান। গড় ৭৩.৬৬। স্ট্রাইক রেট ১৩৪.৮৯। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের সফল্যের অন্যতম বড় কারণ রিজওয়ান। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার তিনি। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি গ্লাভস হাতেও দারুণ বছর কাটিয়েছেন রিজওয়ান।
ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) দল হিসেবে শ্রীলঙ্কা ২০২১ সালে চূড়ান্ত ব্যর্থ। কিন্তু লঙ্কা ব্রিগেডের একমাত্র উজ্জ্বল মুখ ওয়ানিন্দু হাসারাঙ্গা। টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। সঙ্গে ব্যাট হাতেও বেশ কিছু ভালো ইনিংস পাওয়া গিয়েছে। টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হাসারাঙ্গা। ১৬টি উইকেট নিয়েছেন তিনি।
মিচেল মার্স (Mitchell Marsh) অস্ট্রেলিয়ার টি-২০ দলে কেন তাঁকে সুযোগ দেওয়াহ হয়েছে? টি-২০ বিশ্বকাপের শুরুতেই এই প্রশ্নই উঠেছিল। কিন্তু ব্যাট ও বল হাতে সমালোচদের চুপ করিয়ে দিয়েছেন মিচেল মার্শ। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬ ম্যাচে ১৮৫ রান। গড় ৬১.৬৬। স্ট্রাইক রেট ১৪৬.৮২। বল হাতে উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন মার্শ।
জস বাটলার (Jos Buttler) টি-২০ ক্রিকেটে ২০২১ সালে ইংল্যান্ডের সেরা ক্রিকেটার। ভারতের মাটিতে ব্যাট হাতে দুরন্ত পারফরর্ম করে বছরটা শুরু করেছিলেন জস বাটলার। সেই ফর্ম ধরে রাখেন শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধেও। টি-২০ বিশ্বকাপে তিনিই ছিলেন ইংল্যান্ডের বাজি। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ব্যাট ঝড় তুলে ছিল মরুদেশে। নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হারলেও টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা ব্যাটার বাটলার। করছেন ২৬৯ রান।
আরও পড়ুন : ভারতের মাটিতে ভারতকে হারিয়েই শান্ত হতে চান ওয়ার্নার