Dinesh Karthik: সেই প্রোটিয়াদের বিরুদ্ধেই নতুন ইনিংস ফিনিশার ডিকের
১৬ বছর আগে ভারতকে প্রথম টি-২০ ম্যাচে জেতানো হিরোর কামব্যাক হচ্ছে সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৯ এর বিশ্বকাপে শেষ বার ভারতের হয়ে খেলা দীনেশ মুখিয়ে রয়েছেন দুরন্ত প্রত্যাবর্তনের জন্য।

নয়াদিল্লি: দীনেশ কার্তিকের (Dinesh Karthik) ভারতীয় দলে কামব্যাকটা কেমন হতে চলেছে? উত্তর মিলবে আর একটা দিন পরই। তবে অতীতের পাতা ঘাটলে দেখা যাবে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ ম্যাচ জয়ের কারিগর ছিলেন এই ডিকেই। ভারত প্রথম টি-২০ ম্যাচ খেলেছিল ২০০৬ সালে। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম টি-২০ ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল ভারত। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন দীনেশ কার্তিক। ওই ম্যাচে খেলেছিলেন সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। সেটিই তাঁর কেরিয়ারের একমাত্র টি-২০ আন্তর্জাতিক ম্যাচ। ২০০৬ সালে ভারত গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে। ক্রিকেট মানচিত্রে সেই সময় ঢুকে পড়েছিস মারকাটারি ক্রিকেট টি-২০। দুই বোর্ডের সিদ্ধান্তে ঠিক হয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও একদিনের ম্যাচের মাঝে প্রথম টি-২০ খেলবে ভারত। কারণ ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকাতেই ছিল প্রথম টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তারই প্রস্তুতি হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে জোহানেসবার্গে প্রথম টি-২০ ম্যাচ খেলে ভারত। সেদিন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ। দলে ছিলেন সচিন, দীনেশ মোঙ্গিয়া, ধোনি, কার্তিক, রায়না, ইরফান, হরভজন, জাহির, আগরকর ও শ্রীসন্থরা।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্মেস স্মিথ। ২০ ওভারে মাত্র ১২৬ রান করেছিল প্রোটিয়ারা। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত বোলিং করেছিলেন জাহির খান ও অজিত আগারকর। দুজনেই ২টি করে উইকেট নেওয়ার পাশাপাশি খুব কম রান খরচ করেছিলেন। উইকেট পেয়েছিলেন সচিন, হরভজন ও শ্রীসন্থ।
জবাবে ব্যাট করতে নেমে ৩৪ রানের ইনিংস খেলেছিলেন অধিনায়ক সেওয়াগ। মাত্র ১০ রান ছিল সচিনের নামের পাশে। ৪৫ বলে ৩৮ রান করেছিলেন দীনেশ মোঙ্গিয়া। ভারতীয় টি-২০ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার ধোনি কিন্তু প্রথম ম্যাচে খাতাই খুলতে পারেননি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও চাপে পড়ে গিয়েছিল ভারত। দলকে সমস্যা থেকে বের করে ম্যাচ জিতিয়েছিলেন দীনেশ কার্তিক। ২৮ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেছিলেন কার্তিক। এক বল বাকি থাকতে সেদিন ম্যাচ জিতেছিল ভারত। ম্যাচের হিরো সেই দীনেশ কার্তিক।
Del-Hi ? pic.twitter.com/JUeGYH5qvS
— DK (@DineshKarthik) June 6, 2022
ভারতের প্রথম টি-২০ ম্যাচ খেলার পর মধ্যিখানে কেটে গিয়েছে ১৬টা বছর। দীনেশ কার্তিকের গায়ে দীর্ঘদিন ওঠেনি দেশের জার্সি। তবে আইপিএল-১৫ দেখেছে এক অন্য ডিকেকে। যে ডিকে একা হাতে আরসিবিকে একাধিক ম্যাচ জিতিয়ে ফিনিশারের তকমাটা জুটিয়ে নিয়েছেন নামের পাশে। এখনও অবধি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাত্র ৩২টি ম্যাচে খেলেছেন দীনেশ কার্তিক। ১৬ বছর আগে ভারতকে প্রথম টি-২০ ম্যাচে জেতানো হিরোর কামব্যাক হচ্ছে সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৯ এর বিশ্বকাপে শেষ বার ভারতের হয়ে খেলা দীনেশ মুখিয়ে রয়েছেন দুরন্ত প্রত্যাবর্তনের জন্য। আইপিএল-২০২২ এর আগে দীনেশ কার্তিককে ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা গিয়েছে। তবে আইপিএলের আবহ তাঁকে ফের পুরনো কার্তিক বানিয়ে দিয়েছে। অক্লান্ত পরিশ্রম আর অদম্য ইচ্ছার জেরেই কার্তিক নির্বাচকদের নজর কেড়ে নিয়ে সক্ষম হয়েছেন। এ বার শুরু প্রথম একাদশে সুযোগ পাওয়ার পালা। এবং সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার পালা।





