CSK vs GT, IPL 2023 Final Highlights : পাঁচ ওভারের ম্যাচ হবে না, রিজার্ভ ডে-তে গড়াল ফাইনাল
Chennai Super Kings vs Gujarat Titans IPL 2023 Live Updates: দেখতে দেখতে আইপিএল-২০২৩ এর শেষের দিন। যদিও রবিবার চ্যাম্পিয়ন বৃষ্টি। সোমবার রাতে রাতে পাওয়া যাবে এ বারের আইপিএল চ্যাম্পিয়ন। যদি না বৃষ্টি হয়ে দাঁড়ায়। আমেদাবাদে সোমবার মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।
আমেদাবাদ : সুপার সানডে-তে আইপিএলের মেগা ফাইনাল। তবে এখন এই বাক্যের শেষে ‘ছিল’ যোগ করতে হচ্ছে। বৃষ্টির সঙ্গে লড়াই চলল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মাঠকর্মীদের। আইপিএলের ১৬তম সংস্করণের ফাইনালে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans)। কিন্তু মাঠের লড়াই দেখা সম্ভব হল না। রবিবার চ্যাম্পিয়ন হয়ে দাঁড়াল বৃষ্টিই। সন্ধে নাগাদ বৃষ্টি শুরু হওয়ার পরই জানিয়ে দেওয়া হয় কাট অফ টাইম। মাঝে এক বার বৃষ্টি ‘স্ট্র্যাটেজিক টাইম আউট নেয়’। ফলে আশা করা হচ্ছিল, পুরো ম্যাচই হতে পারে। ফের বৃষ্টি নামায় ওভার এবং আশা দুই কমতে থাকে। রাত পৌনে এগারোটা নাগাদ অনফিল্ডার আম্পায়ার রড টাকার ও নীতীন মেনন ফের পরিস্থিতি পর্যালোচনা করেন। টাকার জানান, বৃষ্টি কমলে অন্তত ১ঘণ্টা সময় লাগবে মাঠ রেডি করতে। ১১টার আগে বৃষ্টি থামার পর ফের আলোচনা করা হয়। সিদ্ধান্ত হয়, রিজার্ভ ডে-তেই হবে ফাইনাল। সোমবার সন্ধ্যায় একই সময়ে শুরু হবে ম্যাচ, যদি না বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। সোমবার সকাল ৯টা থেকে ফের TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স (CSK vs GT) ম্যাচের খুঁটিনাটি তথ্য।
Key Events
রবিবার ভেস্তে গেল ফাইনাল। সোমবার রিজার্ভ ডে-তে ম্যাচ।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে ৪ বারের সাক্ষাতে সিএসকের থেকে ৩-১ এগিয়ে গুজরাট।
LIVE Cricket Score & Updates
-
চূড়ান্ত সিদ্ধান্ত
অবশেষে সরকারিভাবেই জানিয়ে দেওয়া হল, রিজার্ভ ডে-তেই গড়াল আইপিএল ফাইনাল। পড়ুন বিস্তারিত- রবিবার চ্যাম্পিয়ন বৃষ্টি, সোম-সন্ধেয় আবার আইপিএল ফাইনাল
-
স্বস্তি থেকে ফের অস্বস্তি
বৃষ্টি থামার পরই ফের এক বার আলোচনায় দুই আম্পায়ার, ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ এবং দু-দলের ক্যাপ্টেন, মেন্টররা। মাঠকর্মীদের সঙ্গেও দীর্ঘ সময় আলোচনা হয়।
সেখানে মূলত দুটি বিষয়কেই জোর দেওয়া হয়েছে।
১. দীর্ঘ দু মাসের ধুন্ধুমার লড়াই শেষে সংক্ষিপ্ত ফাইনাল হোক কেউই চান না। দু-দলই চায় পুরো ম্যাচ হোক, যোগ্য দল জিতুক।
২. আজ কোনওরকমে ম্যাচ করা গেলেও সেটা পাঁচ ওভারের করতে হত। ফলে দু-দলই এই বিষয়ে সায় দেয়নি।
৩. বৃষ্টির পর মাঠের যা পরিস্থিতি, তাতে ম্যাচ হলে প্লেয়ারদের চোট পাওয়ার সম্ভাবনা থাকছে।
৪. আগামী ৭-১১ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। শুভমন গিল, মহম্মদ সামি, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজারা মতো গুরুত্বপূর্ণ সদস্যরা। কেউ একজন চোট পেলে বড় রকমের সমস্যায় পড়বে ভারতীয় দল।
The #Final of the #TATAIPL 2023 has been moved to the reserve day on 29th May – 7:30 PM IST at the Narendra Modi Stadium, Ahmedabad.
Physical tickets for today will be valid tomorrow. We request you to keep the tickets safe & intact. #CSKvGT pic.twitter.com/d3DrPVrIVD
— IndianPremierLeague (@IPL) May 28, 2023
-
-
বড় আপডেট…
কিছুক্ষণ আগেই অনফিল্ড আম্পায়ার রড টাকার জানিয়েছিলেন, এক ঘণ্টা সময় পেলে ১২.০৬-র কাট টাইমের মধ্যে অন্তত পাঁচ ওভারের ম্যাচ করা সম্ভব। বৃষ্টি থেমেছে। তাহলে কি ম্যাচ আজই হবে?
-
স্বস্তির খবর নয়
ফাইনালে অনফিল্ড আম্পায়ার রড টাকার ও নীতীন মেনন। অনফিল্ড টাকার জানান, ১২.০৬ মিনিটে যদি ৫ ওভারের ম্যাচও করতে হয়, মাঠ রেডি করতে অন্তত এক ঘণ্টা লাগবে। পরিস্থিতি তেমনই। সুতরাং ১১টার মধ্যে বৃষ্টি না কমলে আজ আর ম্যাচের সম্ভাবনা নেই।
-
অপেক্ষা অফিসিয়ালের!
আজ আর ম্যাচ সম্ভাবনা ক্ষীণ। এখনও অবধি যা পরিস্থিতি তাতে, রিজার্ভ ডে-তেই ম্যাচ গড়াচ্ছে। যদিও বোর্ডের তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।
-
-
কঠিন অঙ্ক
যদি ১০টাতেও ম্যাচ শুরু হয়, ১৭ ওভারের ম্যাচ হবে। ১০.১৫-তে ম্যাচ শুরু হলে, ১৫ ওভারের ম্যাচ। ১০.৩০ মিনিটে শুরু হলে ১৫ ওভারের ম্যাচ হবে।
-
ওভার কমছে
কাট অফ টাইম ছিল ৯.৩৫। এখন ম্যাচ শুরু হলেও ২০ ওভারের করা সম্ভব নয়। ওভার কমতে শুরু করেছে। অন্তত ৫ ওভারের ম্যাচের জন্য কাট অফ টাইম রাত ১২.০৬।
-
বৃষ্টির খেলা চলছে
প্রায় ২০ মিনিট বৃষ্টি বন্ধ ছিল। কভার ওঠে। পিচ রোল শুরু হয়। প্লেয়াররা হালকা ওয়ার্ম আপ করছিলেন। ফের বৃষ্টি নামায় মাঠ ছাড়তে হলেন সকলেই। এ বার ওভার কমতে শুরু করবে।
-
পিচে রোল হচ্ছে
স্বস্তির খবর। পিচ রোল হচ্ছে। মাঠ পরিদর্শনে আম্পায়াররা। দ্রুত ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা।
-
আকাশ দেখছেন জাড্ডু
ক্রিজের সামনে গুজরাটের মেন্টর আশিস নেহরা, চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং। জাড্ডু আকাশের দিকে তাকিয়ে যেন, বোঝার চেষ্টা করছেন, বৃষ্টি আর নামবে কী না।
-
বৃষ্টি থামল
ফের থেমেছে বৃষ্টি। কিছুক্ষণ আগেও এক বার বৃষ্টি থেমেছিল। যদিও ফের নামে। আবারও বৃষ্টি থামায় আশার আলো দেখছেন ক্রিকেট প্রেমীরা। পিচ কভার সরেছে। ধীরে ধীরে বাকি কভারও সরানো হচ্ছে। মাঠে নামছেন গুজরাট টাইটান্স প্লেয়াররা। ওয়ার্ম আপের পরিকল্পনা।
-
বৃষ্টিতে ম্যাচ না হলে!
আমেদাবাদে বৃষ্টি থামার নাম নেই। একান্তই আজ যদি ম্যাচ সম্পূর্ণ না হয় তাহলে! পড়ুন বিস্তারিত : বৃষ্টিতে ম্যাচ ধুয়ে গেলে…আইপিএল চ্যাম্পিয়ন কে হবে?
-
কাট অফ টাইম
ম্যাচ হওয়ার জন্য অন্তত ১০.১০ মিনিট অবধি অপেক্ষা করা যেতে পারে।
-
ফাইনালের আগে অবসর
বৃষ্টি থামা এবং পিচ কভার ওঠার অপেক্ষা। মেগা ফাইনালের আগে হঠাৎই অবসর ঘোষণা চেন্নাই সুপার কিংস প্লেয়ারের। বিস্তারিত পড়ুন : ফাইনালের কয়েক মিনিট আগে বড় ধাক্কা, হঠাৎ অবসর ঘোষণা ধোনির দলের গুরুত্বপূর্ণ সদস্যের
-
কিছুটা অস্বস্তি
বৃষ্ঠির কোনও পূর্বাভাস ছিল না। তবে আমেদাবাদের আকাশে মেঘ। পিচ কভার দেওয়া।
-
স্পেশাল বার্তা
শুভমন গিলকে নিয়ে স্পেশাল বার্তা সচিন তেন্ডুলকর। বিস্তারিত পড়ুন : ফাইনালের আগে শুভমন গিলকে নিয়ে বড় মন্তব্য সচিনের
-
স্টেডিয়ামের বাইরে মাহি ম্যানিয়া
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে মাহি ম্যানিয়া। সকলেই অপেক্ষায় ম্যাচ শুরুর।
-
মেগা ফাইনালে নজরে মাহি
আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। তাঁকে নিয়ে আমেদাবাদের মেজাজ কেমন! পড়ুন বিস্তারিত : আইপিএলের মেগা ফাইনালের আগে মাহি ম্যানিয়া, ‘ধোনি’ ধ্বনিতে উত্তাল আমেদাবাদ
-
মাহির রাজত্ব
মাহির রাজত্বে সবাই রাজা! তাহলে কি চেন্নাই শিবিরে কোনও শাসন নেই? পড়ুন বিস্তারিত : চেন্নাই শিবিরে ‘শাসন’ নেই, মাহির রাজত্বে সবাই রাজা
-
ফাইনালের পর আরও একটা ‘ফাইনাল’
চেন্নাই সুপার কিংস শিবিরে ফাইনালে নজর থাকবে ঋতুরাজ গায়কোয়াড়ের দিকে। তরুণ ওপেনার দারুণ ছন্দে রয়েছেন। ফাইনালের পর জীবনেও একটা ‘ফাইনাল’ আসছে ঋতুর। পড়ুন বিস্তারিত : ছুপা রুস্তম প্রেমিক ঋতুরাজ, কাকে বিয়ে করছেন ধোনির দলের তারকা?
-
লক্ষ্য পাঁচ
শুধু চেন্নাই নয়, মাহির ভক্ত সাড়া দেশ জুড়ে। মাহির জন্য শুরু হয়েছে প্রার্থনাও। পড়ুন বিস্তারিত : ট্রফি উঠুক ‘থালা’র হাতে, ফাইনালের আগে ধোনির পুজোয় তাঁর ভক্ত
-
টাকার বর্ষণ
আইপিএল ২০২৩-র ফাইনাল জিতলে বিজয়ী দলের উপর হবে টাকার বর্ষণ। ট্রফি না পেলেও আর্থিকভাবে লাভবান হবে রানার্স টিমও। এমনকী তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী টিমও মোটা অর্থের পুরস্কার পাবে বিসিসিআইয়ের তরফে।
পড়ুন বিস্তারিত: আক্ষরিক অর্থেই কোটিপতি লিগ, ফাইনাল হারলেও ক্রিকেটারদের উপর ধনবর্ষা!
-
আজও কি একই দৃশ্য দেখা যাবে?
নরেন্দ্র মোদী স্টেডিয়াম আজ, রবিবার ফের একবার এই দৃশ্য দেখার অপেক্ষা।
Narendra Modi stadium is all set to host IPL 2023 Final tomorrow
Unreal craze of MS Dhoni in the stadium today before the match??pic.twitter.com/kv6kEXiySi
— RK (@MahiG0AT07) May 27, 2023
-
শুভমন শুরুতেই ফেরানো বড় কাজ
শুভমন ফর্ম ধোনির মাথাব্যথা। তাঁর জন্য আলাদা পরিকল্পনা করতেই হচ্ছে ক্যাপ্টেন কুল-কে।
বিস্তারিত পড়ুন: আগুনে ফর্মে শুভমন? শুরুতেই ‘প্রিন্স’কে তুলে নেওয়ার ছক সাজাচ্ছেন ধোনি
-
যত বিতর্ক আইপিএলে
বিতর্কে মোড়া এ বারের আইপিএল। মাঠ ও মাঠের বাইরে দুই জায়গাতেই। জেনে নিন ২০২৩ আইপিএলের বিতর্কিত ঘটনা।
পড়ুন বিস্তারিত: বিতর্কেও এগিয়ে! ২০২৩ আইপিএলের কিছু বিতর্কিত ঘটনা…
-
পঞ্চম বার নাকি দ্বিতীয় বার?
গতবারের চ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় আইপিএল ট্রফি জয়ের পথে বাধা হতে পারেন যাঁরা…
পড়ুন এখানে: মাহির দলের ৫ মহারথী, হার্দিকদের গুজরাটের ট্রফির স্বপ্নভঙ্গ করতে পারেন যারা
-
আইপিএলের আকাশের তারকারা
উঠতি ক্রিকেটারদের কেরিয়ার গড়ার মঞ্চ। ২০২৩ আইপিএলের মঞ্চ জন্ম দিল যে তারকাদের…
পড়ুন এখানে: হঠাৎই সাফল্যের আকাশে ঠাঁই পেলেন কারা?
-
জাঁহা শুরু, ওহি খতম
যেখানে শুরু…শেষটাও সেখানেই। উদ্বোধনী ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত…
Ajeeb daastaan hai yeh, ?????? ?????, ?????? ??????! ??#CSKvGT | #PhariAavaDe | #TATAIPL 2023 Final pic.twitter.com/n8TF2rjODY
— Gujarat Titans (@gujarat_titans) May 28, 2023
-
ফাইনালে যাঁর উপর সবার নজর
এ বারের আইপিএলের সুপারস্টার। পঞ্জাবের গ্রাম থেকে ক্রিকেটার শুভমন গিলের উত্থানের কাহিনি রইল এখানে।
বিস্তারিত পড়ুন: ক্ষেতমজুরদের সঙ্গে ব্যাটিং অনুশীলন, পঞ্জাবের কৃষক পরিবারের ছেলে ভারতীয় ক্রিকেটের আগামী সুপারস্টার
-
ধোনিযুগ… যেখানে মিশে আবেগ-প্রেম-বিস্ময়
২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে ধোনিকে নায়কের চেয়ারে বসায় চেন্নাই সুপার কিংস। এরপর ধোনি আর সিএসকের রসায়ন ভারতীয় ক্রিকেটে এক নতুন সম্পর্কের জন্ম দেয়। ঝাড়খণ্ডের নয়, ধোনি হয়ে ওঠেন চেন্নাইয়ের ঘরের ছেলে।
পড়ুন বিস্তারিত – Mahendra Singh Dhoni : ধোনিযুগ… যেখানে মিশে আবেগ-প্রেম-বিস্ময়
-
আফগান জুটিতে ফুরফুরে গুজরাট টাইটান্স শিবির
রবিবার মেগা ফাইনালে বেগুনি টুপি দখলে রশিদের প্রতিদ্বন্দ্বী নিজেরই দলের মহম্মদ সামি। ধোনি, ঋতুরাজদের ঘূর্ণিতে কুপোকাত করতে চান রশিদ খান। সেই লক্ষ্যে সচেষ্ট। আইপিএলে গুজরাট শিবিরে রশিদের সঙ্গী এ বার স্বদেশীয় নুর আহমেদ।
পড়ুন বিস্তারিত – IPL 2023 FINAL: আফগান জুটিতে ফুরফুরে গুজরাট টাইটান্স শিবির
-
আইপিএলে এ বার বিধ্বংসী ফর্মে সামি, নেপথ্যে কোন কারণ?
গুজরাট টাইটান্স টানা দ্বিতীয় বার ফাইনালে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রয়েছে বোলিং আক্রমণের তিন জনের। মহম্মদ সামি, রশিদ খান এবং মোহিত শর্মা। বোলিং আক্রমণের মূল স্তম্ভ মহম্মদ সামিই। শুরুতেই প্রতিপক্ষ শিবিরে যে ধাক্কা দেন, সেখান থেকে খুব কম দলই গুছিয়ে উঠতে পারে। এ বারের আইপিএলে বেশ কিছু ম্যাচেই তাঁর শুরুর ধাক্কা থেকে বেরোতে পারেনি প্রতিপক্ষ। আইপিএলে এখনও অবধি সেরা মরসুম। নজিরের সম্ভাবনাও রয়েছে। তাঁর এই সাফল্যের কারণ কী হতে পারে!
পড়ুন বিস্তারিত – Mohammed Shami : আইপিএলে এ বার বিধ্বংসী ফর্মে সামি, নেপথ্যে কোন কারণ?
-
গুজরাটের ৫ শের, ধোনির পরিকল্পনায় জল ঢেলে ট্রফি জেতাবেন যাঁরা
চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের মধ্যে ২০২৩ আইপিএলের ফাইনাল। ফাইনালে গুজরাটের কোন ক্রিকেটাররা মহেন্দ্র সিং ধোনির মাথাব্যথা হতে পারেন?
পড়ুন বিস্তারিত – CSK vs GT, IPL 2023 : গুজরাটের ৫ শের, ধোনির পরিকল্পনায় জল ঢেলে ট্রফি জেতাবেন যাঁরা
-
ফাইনাল ম্যাচের আগে চোখ বুলিয়ে নিন ওয়েদার রিপোর্টে
একদিকে মহেন্দ্র সিং ধোনি, যাঁর ঠান্ডা মাথায় নেতৃত্ব দেওয়া বিশ্ব ক্রিকেটে উদাহরণ, অন্য দিকে, হার্দিক পান্ডিয়া। নেতৃত্বের দিক থেকে অনেকেই তাঁর মধ্যে ক্যাপ্টেন কুল-এর ছায়া দেখতে পান। মাঠের এই লড়াইয়ের পাশাপাশি নজর থাকবে আবহাওয়ার দিকেও। দ্বিতীয় কোয়ালিফায়ার হয়েছে এই মাঠেই। বৃষ্টির কোনও পূর্বাভাস ছিল না। যদিও বৃষ্টির কারণে আধঘণ্টা দেরিতে শুরু হয়েছিল ম্যাচ।
ফাইনালের আগে আবহাওয়া এবং পিচ নিয়ে বিস্তারিত জেনে নিন – CSK Vs GT Pitch Report : বৃষ্টি কি বাধা হয়ে দাঁড়াতে ফাইনালে? জেনে নিন আবহাওয়া ও পিচ রিপোর্ট
-
শুভমন গিলের আইপিএল ফাইনালের হ্যাটট্রিক!
এক, দো, তিন… টানা তিন বার আইপিএল ফাইনালে খেলতে চলেছেন ভারতের তরুণ তুর্কি। গত তিন বছরে গুজরাটের শুভমন গিলের দল বদলে গিয়েছে ঠিকই। কিন্তু তিনি ফাইনালে উঠেছেন পরপর তিন বার।
পড়ুন বিস্তারিত – Shubman Gill : শুভমন গিলের আইপিএল ফাইনালের হ্যাটট্রিক! মেগা ম্যাচে গিলের ব্যাটে কি ঝড় উঠবে?
-
টাইটান্সের নীরব যোদ্ধা…
সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন কোচ টম মুডির মতো শুরুতেই বলতে হয়, পুরো টিমের ছায়ায় খেলেন ঋদ্ধিমান সাহা। এই উইকেট কিপার ব্যাটার যে প্রকৃত অর্থেই টিম ম্যান এর অনেক উদাহরণ পাওয়া যায়। আরও একটা ফাইনালে নামতে চলেছেন গুজরাট টাইটান্সের অন্যতম ভরসা ঋদ্ধিমান সাহা।
পড়ুন বিস্তারিত – Wriddhiman Saha : টাইটান্সের নীরব যোদ্ধা, আরও একটা ফাইনালে বাংলার কিপার
-
মোহিতের মাইলস্টোন ম্যাচ
মোহিত শর্মা তাঁর আইপিএল কেরিয়ারের ১০০তম ম্যাচে নামতে চলেছেন। একইসঙ্গে টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের মাইলস্টোন থেকে ৩টি উইকেট দূরে রয়েছেন মোহিত।
-
গুজরাটের ২ বোলার বিশেষ রেকর্ডের সামনে
- গুজরাট টাইটান্সের হয়ে ৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করার জন্য মহম্মদ সামির প্রয়োজন ২টি উইকেট।
- সামির পাশাপাশি গুজরাট টাইটান্সের হয়ে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য রশিদ খানের প্রয়োজন আর ৪টি উইকেট।
-
হার্দিক কোন রেকর্ডের সামনে?
হার্দিক পান্ডিয়ার টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করার জন্য প্রয়োজন আর ২টি উইকেট।
-
গিল কোন কোন রেকর্ড গড়তে পারেন আজ?
- শুভমন গিল গুজরাট টাইটান্সের হয়ে ৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করা থেকে ৬টি ছয় দূরে রয়েছেন।
- আইপিএলের ইতিহাসে ৯০০ রান করা দ্বিতীয় ক্রিকেটার হওয়ার জন্য শুভমন গিলের প্রয়োজন আর ৪৯ রান।
- আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার হতে গেলে গিলকে আজ ১২৩ রান করতে হবে।
-
আজ রেকর্ড গড়ার সুযোগ দীপক-কনওয়েরও
- দীপক চাহার টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড থেকে ১টি উইকেট দূরে রয়েছেন।
- সিএসকের ওপেনার ডেভন কনওয়ে আইপিএলে চারের সেঞ্চুরি পূর্ণ করার জন্য ৫টি চার দূরে রয়েছেন।
-
রাহানে-রায়ডু আজ কোন রেকর্ডের সামনে?
- অম্বাতি রায়ডু টি-২০ ক্রিকেটে ৫০০টি চারের রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই রেকর্ড গড়তে হলে অম্বাতি রায়ডুকে আর ৪টি চার মারতে হবে।
- অন্যদিকে অজিঙ্ক রাহানে টি-২০ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার সামনে। এই রেকর্ডের জন্য অজিঙ্ক রাহানের চাই ৬১ রান।
- একই সঙ্গে আইপিএলে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করার জন্য রাহানের চাই আর ৬টি ছয়।
-
আজ আমেদাবাদে কোন রেকর্ডের সামনে জাড্ডু?
- রবীন্দ্র জাডেজা কেরিয়ারের অষ্টম আইপিএল ফাইনালে খেলবেন।
- আইপিএলে ছক্কার সেঞ্চুরির মাইলস্টোন স্পর্শ করার জন্য রবীন্দ্র জাডেজার প্রয়োজন আর ২টি ছয়।
- পাশাপাশি আইপিএলে ২০০টি চারের রেকর্ড পূর্ণ করতে হলে জাডেজাকে এখনও ৮টি চার মারতে হবে।
-
মাহি আজ কোন মাইলস্টোন গড়বেন?
- মহেন্দ্র সিং ধোনি আজ, রবিবার তাঁর কেরিয়ারের ১১তম আইপিএল ফাইনাল খেলতে নামবেন।
- একইসঙ্গে এটি মাহির আইপিএল কেরিয়ারের ২৫০তম ম্যাচ।
- আইপিএলে ৩৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য মহেন্দ্র সিং ধোনির ব্যাটে আর প্রয়োজন ১টি চার।
- এই লিগের ফাইনালে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী হওয়ার জন্য ধোনির প্রয়োজন ৭০ রান।
-
সুপার সানডে-তে সুপার ডুপার ম্যাচ
আজ রবিবার আইপিএল-২০২৩ এর মেগা ফাইনাল। মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।
Published On - May 28,2023 9:00 AM