IPL 2021: নেট সেশনে চমক দেখালেন গেইল-রাহুল

দ্বিতীয় পর্বের আইপিএলে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে নামবে কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।

IPL 2021: নেট সেশনে চমক দেখালেন গেইল-রাহুল
IPL 2021: নেট সেশনে চমক দেখালেন গেইল-রাহুল
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2021 | 8:06 PM

দুবাই: মরুশহরে শুরু হয়ে গিয়েছে আইপিএলের (IPL) মহাযজ্ঞ। দ্বিতীয় পর্বের আইপিএলে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে নামবে কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। তার আগে নেট সেশনে চমক দেখালেন পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) ও ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল (Chris Gayle)।

পঞ্জাব কিংস তাদের সোশ্যাল মিডিয়ায় গেইলের মেজাজি ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করে লিখেছে, “দ্য ইউনিভার্স বস নেট সেশনে ঝড় তুলছেন।”

মরুশহরে প্রীতির দলের হয়ে তিন নম্বরে নামতে পারেন গেইল। পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল জুটি বেঁধে ওপেনিংয়ে নামবেন। প্রথম পর্বের আইপিএল চলাকালীন অ্যাপেন্ডিসাইটিস (appendicitis) অপারেশনের জন্য দলের হয়ে শেষের দিকে খেলতে পারেননি লোকেশ রাহুল। তবে এখন তিনি পুরোপুরি ফিট ও মরুশহরে লড়াইয়ে নেমে পড়ার জন্য তৈরি। নেট সেশনেও যার প্রমাণ দেখা গিয়েছে।

প্রথম পর্বের আইপিএলে খুব একটা আহামরি পারফরম্যন্স ছিল না পঞ্জাব ও রাজস্থানের। এই মুহূর্তে লিগ টেবলের ৫ নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস ও ৬ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস। সঞ্জুরা খেলেছেন ৭টি ম্যাচে, যার মধ্যে জয় তিনটিতে, হার চারটিতে। অন্যদিতে সঞ্জুদের থেকে একটি বেশি ম্যাচে খেলেছে পঞ্জাব। যার মধ্যে তাদের জয় ৩ ম্যাচে ও হার ৫ ম্যাচে।

আরও পড়ুন: KKR vs RCB LIVE Score, IPL 2021: শুরুতেই ধাক্কা আরসিবির, আউট বিরাট