ICC World Cup : ভারতে প্রথম দিন বোলিংয়ে বেসামাল পাকিস্তান, তানজিদের ইনিংসই প্রাপ্তি বাংলাদেশের
Cricket World Cup 2023, Warm Up Matches: গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে নেমেছিল বাংলাদেশ। তামিম বিতর্ক নিয়েই ভারতে পা রেখেছিল তারা। ওয়ার্ম ম্যাচের তেমন আহামরি গুরুত্ব না থাকলেও একটা ভাসা ভাসা ধারণা তো পাওয়াই যায়। আর সেই পরীক্ষায় অনেকাংশে পাশ করলেন তরুণ ওপেনির তানজিদ হাসান। ৮৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ইনিংস শেষ ২৬৩ রানেই। ৪২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্য়ে পৌঁছয় বাংলাদেশ।
কলকাতা: পাকিস্তানের বোলিং আক্রমণ যে কোনও প্রজন্মেই প্রশংসনীয়। তাদের বর্তমান বোলিং আক্রমণও সমীহ জাগানোর মতোই। ভারতের মাটিতে বিশ্বকাপ। পাকিস্তান টিম শুক্রবার প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলল। তাদের বিশ্বকাপ স্কোয়াডের মাত্র দু-জন এর আগে ভারতে এসেছেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিল মহম্মদ নওয়াজ। যদিও ম্যাচে সুযোগ পাননি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সৌজন্যে ভারতে এসেছিলেন আঘা সলমন। ওয়ার্ম আপে ম্যাচে কেউ সম্পূর্ণ তাগিদ দিয়ে খেলে না। যদিও ম্যাচ তো! পাকিস্তান ব্যাটাররা জ্বলে উঠলেও বোলাররা হতাশ করলেন। শুরুতেই বেসামাল। বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচগুলির প্রথম দিনের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
হায়দরাবাদে ওয়ার্ম আপে ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। শুরুতেই দুই ওপেনার ইমাম উল হক ও আব্দুলা শফিকের উইকেট হারায় পাকিস্তান। ভারতের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নামা পাকিস্তান অধিনায়ক বাবর আজম ভরসা দিলেন। নজর কাড়লেন মহম্মদ রিজওয়ানও। বৃষ্টিতে ব্যাঘাত ঘটেছিল। বিরতির পর খেলা শুরু হতেই বাবর-রিজওয়ানের দাপট। বাবর ৮০ রানে ফিরলেও রিজওয়ান সেঞ্চুরি করেন। তবে নজর কাড়েন টেস্ট ক্রিকেটারের তকমা লেগে থাকা সাউদ শাকিল। মাত্র ৫৩ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৫ রান করে।
পাকিস্তানের বোলিং আক্রমণ বিচার করলে এই স্কোর বিশাল বড়। শাহিন আফ্রিদি ছাড়া বাকি সব তারকারাই বোলিং করলেন। হ্য়ারিস রউফ ৪ ওভারে দেন ৩৬ রান। শেষ মুহূর্তে নাসিম শাহ ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছিলেন অভিজ্ঞ হাসান আলি। তাঁর ৭.৪ ওবারে ওঠে ৬৬ রান। মন্দের ভালো লেগ স্পিনার উসামা মির। ১০ ওভারে দেন ৬৮ রান। ৪৩.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছয় নিউজিল্যান্ড। কিউয়ি ইনিংসে সেঞ্চুরি না থাকলেও রচিন রবীন্দ্র ৭২ বলে ৯৭ রান করেন। স্বস্তি অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটিং। হাফসেঞ্চুরি করেন তিনি।
বিশ্বকাপের মূল পর্বে প্রথম ম্যাচে খেলবেন না উইলিয়ামসন। প্রথম ওয়ার্ম ম্যাচে ব্যাটিং করলেন। দ্বিতীয় ম্যাচে কিছু সময় ফিল্ডিং করবেন। ফিটনেসে উন্নতি করতেই মূল ম্যাচে বিশ্রাম দেওয়া হবে তাঁকে। যাতে আরও কিছুটা সময় পান। ওয়ার্ম ম্যাচে যখন ইচ্ছে নামা কিংবা ওঠা যায়। মূল টুর্নামেন্টে সেই সুযোগ নেই। সে কারণেই ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। কেন ছাড়াও হাফসেঞ্চুরি করেন ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান।
গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে নেমেছিল বাংলাদেশ। তামিম বিতর্ক নিয়েই ভারতে পা রেখেছিল তারা। ওয়ার্ম ম্যাচের তেমন আহামরি গুরুত্ব না থাকলেও একটা ভাসা ভাসা ধারণা তো পাওয়াই যায়। আর সেই পরীক্ষায় অনেকাংশে পাশ করলেন তরুণ ওপেনির তানজিদ হাসান। ৮৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ইনিংস শেষ ২৬৩ রানেই। ৪২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্য়ে পৌঁছয় বাংলাদেশ।
ওয়ার্ম আপ ম্যাচের প্রথম দিন হতাশায় কাটল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের। তিরুবনন্তপুরমে মুখোমুখি হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়। ফলে বিশ্বকাপের আগে তাদের হাতে আর একটিই ম্যাচ থাকছে পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার।