T20 World Cup 2024: তারকা দিয়ে কিন্তু… রোহিতদের সতর্ক করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি লারা

Team India: বরাবরের মতো এ বারও আইপিএল খেলে বিশ্বকাপের আসরে নামতে চলেছে ভারত। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র একটাই প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা। যা যথেষ্ট নয়। টিম কতটা গোছানো গেল, সেটা কি বুঝে উঠতে পারবেন রোহিত, প্রশ্ন থাকছে। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। ভারত কিন্তু তারকা সম্বল করেই বিশ্বকাপ জেতার স্বপ্নে একাকার।

T20 World Cup 2024: তারকা দিয়ে কিন্তু... রোহিতদের সতর্ক করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি লারা
T20 World Cup 2024: তারকা দিয়ে কিন্তু... রোহিতদের সতর্ক করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি লারাImage Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2024 | 7:30 PM

কলকাতা: স্বপ্নের তিন দিক বললে কি খুব ভুল হবে? বোধহয় না। স্বপ্নের এক দিকে দাঁড়িয়ে খোদ ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। শুধু এই ফর্ম্যাট কেন, সাদা বলের ক্রিকেটে এই বিশ্বকাপই হয়তো জাতীয় টিমের হয়ে তাঁর শেষ টুর্নামেন্ট। এই শেষ পথটুকু ট্রফিতে বাঁধিয়ে রাখতে চান তিনি। তাঁরই স্বপ্নে একাকার হয়ে রয়েছেন বিরাট কোহলিও। যে বিরাট কিছুদিন আগেও ছিলেন নয়নের মণি, সেই তিনিই এখন সমালোচনার শিকার। স্ট্রাইক রেট নিয়ে কথা উঠছে। বিরাটের কাছেও এই বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ। সচিন তেন্ডুলকরের মতো তিনিও চান শেষবেলায় ট্রফির আলোয় পৌঁছতে। আর তৃতীয় স্বপ্ন? রাহুল দ্রাবিড়ের। এই বিশ্বকাপের পরই সরে দাঁড়াবেন তিনি। রবি শাস্ত্রীর পর নিয়েছেন টিমের দায়িত্ব। রাহুল কি চান না, চলে যাওয়ার আগে বিশ্বকাপ জয়ে নাম লেখাতে? ভারতের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব? নিশ্চিত ভাবেই। তার জন্য কী দরকার, সেটাই তুলে ধরলেন ব্রায়ান লারা।

বিশ্বকাপ জয়ের সম্ভাব্য টিম হিসেবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের পাশাপাশি ভারতকেও রাখা হচ্ছে। তারকা সম্ভার, বিধ্বংসী বোলিং, ম্যাচ উইনার ধরলে ভারত যে কোনও টিমকে টক্কর দিতে পারে। অতীতেও তাই হয়েছে। কিন্তু ফাইনালে গিয়ে যাবতীয় অঙ্ক ঘেঁটে যায় ভারতীয় টিমের। সেই পরিকল্পনার অভাবই তুলে ধরেছেন লারা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার বলছেন, ‘ভারতীয় টিমকে আমি বাইরে থেকেই যা দেখেছি, ওয়ান ডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার পরিপ্রেক্ষিতেই বলতে পারি, ভারত প্রায় সব ক্ষেত্রেই চূড়ান্ত পরিকল্পনার অভাবে ভোগে। শেষ পর্যায়ে কী ভাবে এগোবে, বুঝতে পারে না। টিমে কত জন তারকা আছে, তাতে কিছু যায় আসে না। বরং বিশ্বকাপ জেতার জন্য কী ভাবনা নিয়ে এগোচ্ছে একটা টিম, কী ভাবে ইনিংস সাজাচ্ছে কিংবা আক্রমণ শানাচ্ছে, তার উপরেই নির্ভর করে সব। আশা করি রাহুল দ্রাবিড় ওর প্লেয়ারদের একসঙ্গে নিয়ে এগোতে পারবে, একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে পারবে বিশ্বকাপ জেতার জন্য।’

বরাবরের মতো এ বারও আইপিএল খেলে বিশ্বকাপের আসরে নামতে চলেছে ভারত। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র একটাই প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা। যা যথেষ্ট নয়। টিম কতটা গোছানো গেল, সেটা কি বুঝে উঠতে পারবেন রোহিত, প্রশ্ন থাকছে। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। ভারত কিন্তু তারকা সম্বল করেই বিশ্বকাপ জেতার স্বপ্নে একাকার।