Champions Trophy 2025: কপিল, সচিন, সৌরভরা বোর্ডকে বলুক… চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রাক্তন পাক ক্যাপ্টেনের কড়া হুঁশিয়ারি
India vs Pakistan: পিসিবি পুরোদমে চাইছে পাকিস্তানে হোক আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং তাতে খেলতে সে দেশে যাক ভারতীয় ক্রিকেট টিম। এই পরিস্থিতিতে পাকিস্তানের এক প্রাক্তন অধিনায়ক এগিয়ে আসতে বলেছে ভারতের প্রাক্তন ক্রিকেটারদের।
কলকাতা: পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) খেলতে পাকিস্তানে যাবে না ভারত — এ নিয়ে ভারত-পাক ক্রিকেট মহলে আলোচনার শেষ নেই। পিসিবি পুরোদমে চাইছে পাকিস্তানে হোক আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং তাতে খেলতে সে দেশে যাক ভারতীয় ক্রিকেট টিম। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ এর ভেনু হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা হওয়ার পর থেকে, একটাই কথা বার বার একই রকম ভাবে শোনা গিয়েছে, তা হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাক সফর করবে না ভারতীয় ক্রিকেট টিম। এই পরিস্থিতিতে একাধিক প্রাক্তন পাক ক্রিকেটার মাঝে মাঝেই বলেছেন, রাজনৈতিক সম্পর্ক দূরে সরিয়ে রেখে ভারতীয় ক্রিকেট টিমের পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া উচিত। এ বার ক্রিকেট পাকিস্তানে সে দেশের প্রাক্তন ক্যাপ্টেন মইন খান জানিয়েছেন, তাঁর মনে হয় ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারদের উচিত বিসিসিআইকে এটা বোঝানো যে খেলাকে রাজনীতির থেকে দূরে রাখতে হবে।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘ভারতের প্রাক্তন ক্রিকেটাররা যেমন – সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব, রাহুল দ্রাবিড়রা নিজেদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলতে পারে। এবং বোঝাতে যে ক্রিকেটের থেকে রাজনীতি দূরে সরিয়ে রাখা উচিত। ফ্যানেরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চায়। এতে শুধু পাকিস্তানের লাভ হবে না। ক্রিকেটের সার্বিক ভাবে লাভ হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারতীয় টিমের যাওয়া নিয়ে আইসিসিকেও নিজের অবস্থান স্পষ্ট করতে হবে বলে মনে করেন মইন। একইসঙ্গে তিনি এও বলেছেন, ‘ভারতকে অবশ্যই আইসিসির প্রতিশ্রুতি মেনে চলতে হবে। যদি তারা সেটা না করে তা হলে, ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিত হওয়া কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ না করার অবস্থান নেওয়ার কথাও বিবেচনা করা উচিত পাকিস্তানের।’