Murali Vijay Retirement: বিদেশের লিগে খেলতে চান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা মুরলী বিজয়ের
Murali Vijay: ৭ বছরের ক্রিকেট কেরিয়ারে মুরলী বিজয় দেশের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি ওডিআই এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন মুরলী বিজয়। ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মুরলী।
নয়াদিল্লি: দিনকয়েক আগেই বিসিসিআইয়ের (BCCI) ওপর তোপ দেগেছিলেন। জানিয়েছিলেন, তিনি বিদেশের লিগে খেলতে চান। তাই এ বার আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকেই অবসর ঘোষণা করে দিলেন ভারতের তারকা ওপেনার মুরলী বিজয় (Murali Vijay)। টুইটারে মুরলী বিজয় নিজের অবসরের কথা জানিয়েছেন। ৩৮ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার কয়েকদিন আগেই জানিয়েছিলেন, বিসিসিআইয়ের থেকে তাঁর আর কোনও প্রত্যাশা নেই। কিন্তু তিনি খেলা চালিয়ে যেতে চান। যে কারণে, তিনি বিদেশি লিগে খেলতে আগ্রহী। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
তামিলনাড়ুর ৩৮ বছর বয়সী এই ওপেনার টুইটারে লিখেছেন, ‘‘আজ অপরিসীম কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে জানাতে চাই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমার খুব ভালো কেটেছে। আমি সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভারতের হয়ে খেলেছি, যেটা আমার কাছে সম্মানের।’’
একইসঙ্গে ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়ায় বিসিসিআই ও রাজ্য সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন বিজয়। তিনি টুইটারে লিখেছেন, ‘‘আমাকে সুযোগ দেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। এ ছাড়া তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্লাস্ট সানমারকেও আমি ধন্যবাদ জানাই।’’
সতীর্থ ও ভারতীয় সমর্থকদেরও ধন্যবাদ জানাতে ভোলোননি বিজয়। তিনি লিখেছেন, ‘‘আমার সকল সতীর্থ, কোচ, মেন্টর ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে খেলতে পারায়, এবং আমার স্বপ্নপূরণের পেছনে তোমাদেরও ভূমিকা থাকায় সকলকে ধন্যবাদ। আমার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ভালো ও খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য সকল সমর্থকদের প্রতিও আমি কৃতজ্ঞ।’’
একইসঙ্গে মুরলী বিজয় জানান, তিনি ভিন্ন পরিবেশে নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি থাকেন। ক্রিকেটবিশ্বে আরও নতুন সুযোগ খোঁজার সন্ধানে রয়েছেন তিনি। ক্রিকেটার হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় রয়েছেন বিজয়।
@BCCI @TNCACricket @IPL @ChennaiIPL pic.twitter.com/ri8CCPzzWK
— Murali Vijay (@mvj888) January 30, 2023
তামিলনাড়ুর ৩৮ বছর বয়সী তারকা ক্রিকেটার মুরলী বিজয় দেশের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি ওডিআই এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন মুরলী বিজয়। ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মুরলী। ২০০৮ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল মুরলী বিজয়ের। আর সেই ম্য়াচ ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের শেষ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই ভালো খেলেছেন মুরলী বিজয়। বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে ডেবিউ ম্যাচে ওপেনিংয়ে নেমে প্রথম ইনিংসে বিজয় করেছিলেন ৩৩ রান। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪১ রান। উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর দেশের হয়ে শেষ ম্যাচে পারথে মুরলী বিজয় আউট হয়েছিলেন শূন্য রানে। দেশের হয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু সুযোগই পাচ্ছেন না। তাই এক রাশ শূন্যতা নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন মুরলী বিজয়।