Gautam Gambhir ভিডিয়ো: হার্দিককে বিশেষ দায়িত্ব দিলেন গম্ভীর, সূর্যকে নিয়ে কী বললেন পান্ডিয়া?
India vs Sri Lanka T20I Series: টিমে যে হার্দিকের গুরুত্ব কমে যায়নি সেটা বুঝিয়ে দিলেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ক্লিন সুইপ করেছে ভারত। ওয়ান ডে-তে নেই হার্দিক। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে কোচ গৌতম গম্ভীর সতীর্থদের কিছু বলতে বলেন। কী বললেন হার্দিক পান্ডিয়া?
এক মাস পেরিয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই বড় ঘোষণা করেন বিরাট কোহলি। তাঁর কিছুক্ষণের মধ্যেই রোহিত শর্মাও। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে আর তাঁরা খেলবেন না। রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর মনে করা হয়েছিল, ক্যাপ্টেন্সি দেওয়া হবে হার্দিক পান্ডিয়াকেই। দীর্ঘ সময় রোহিতের ডেপুটি ছিলেন। রোহিতের অনুপস্থিতিতে বেশ কিছু ম্যাচ এবং সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তবে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি ক্যাপ্টেন বেছে নেওয়া হয় সূর্যকুমার যাদবকে। কোচ গৌতম গম্ভীর পরিষ্কার বলেছিলেন, তাঁর ফিট ক্যাপ্টেন চাই। তবে টিমে যে হার্দিকের গুরুত্ব কমে যায়নি সেটা বুঝিয়ে দিলেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ক্লিন সুইপ করেছে ভারত। ওয়ান ডে-তে নেই হার্দিক। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে কোচ গৌতম গম্ভীর সতীর্থদের কিছু বলতে বলেন। কী বললেন হার্দিক পান্ডিয়া?
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল হার্দিককে। এরপর টি-টোয়েন্টিতে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ রয়েছে। সেই সিরিজে ফিরবেন হার্দিক। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজে প্রথম দু-ম্যাচে ভরসা দিয়েছিলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কাকে ক্লিন সুইপের পর ড্রেসিংরুমে হার্দিক বলেন, ‘এই পিচে প্রথমে ব্যাট করা, আমরা শুরুতেই চ্যালেঞ্জের সামনে পড়েছিলাম। পরিস্থিতি কঠিন ছিল। শুরুতেই পরপর উইকেট হারিয়েও শুভমন-রিয়ান যে ভাবে ব্যাট করল, জুটি গড়ল, তা প্রশংসনীয়। আমরা যে বলে থাকি, পরিস্থিতি অনুযায়ী খেলা, এটা তারই উদাহরণ। লড়াই করার মঞ্চ তৈরি করে দিয়েছিল ওরা। লোয়ার অর্ডারে ওয়াশিংটন ও বিষ্ণোইয়ের অবদানও ভোলার নয়।’
ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে নিয়েও উচ্ছ্বসিত হার্দিক পান্ডিয়া। সতীর্থকে নিয়ে বললেন, ‘গৌতি ভাইও যেমন বলল, সূর্য তুমি সত্যিই দুর্দান্ত। কঠিন পরিস্থিতিতে বোলারদরে যে ভাবে ব্যবহার করলে, বিশেষ করে স্লগ ওভারে, তা ব্রিলিয়ান্ট।’ পাশাপাশি ওয়াশিংটন সুন্দরের বোলিংকেও প্রশংসায় ভরিয়ে দেন হার্দিক। যাঁরা ওয়ান ডে সিরিজে খেলবেন, সেই সতীর্থদেরও শুভেচ্ছা জানান এবং বার্তা দেন ওয়ান ডে-তেও এ ভাবেই দুর্দান্ত পারফর্ম করতে হবে।
𝗧𝗵𝗶𝘀 𝗧𝗲𝗮𝗺 💙
Head Coach Gautam Gambhir 🤝 Hardik Pandya address the dressing room as the action now shifts to the ODIs in Colombo #TeamIndia | #SLvIND | @GautamGambhir | @hardikpandya7 pic.twitter.com/PFrTEVzdvd
— BCCI (@BCCI) July 31, 2024