DC IPL 2025: সুনীল ছেত্রীর সঙ্গে খেলবেন লোকেশ রাহুল! এও কি সম্ভব?

Delhi Capitals, Bengaluru FC: কলকাতায় মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচের মাত্র ৮ মিনিটেই পিছিয়ে পড়ে বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল করে বেঙ্গালুরুকে জেতান সুনীল ছেত্রী। এ বার কি তাঁর সঙ্গে খেলতে দেখা যাবে লোকেশ রাহুলকেও?

DC IPL 2025: সুনীল ছেত্রীর সঙ্গে খেলবেন লোকেশ রাহুল! এও কি সম্ভব?
Image Credit source: X
Follow Us:
| Updated on: Nov 29, 2024 | 2:48 PM

সদ্য কলকাতায় মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলেছে বেঙ্গালুরু এফসি। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল দল। এর নেপথ্যে সুনীল ছেত্রীর অবদান ভুললে চলবে না। ভারতীয় ফুটবলের কিংবদন্তি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সুনীল ছেত্রী। ইন্ডিয়ান সুপার লিগে দাপিয়ে খেলছেন। বুধবার কলকাতায় মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচের মাত্র ৮ মিনিটেই পিছিয়ে পড়ে বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল করে বেঙ্গালুরুকে জেতান সুনীল ছেত্রী। এ বার কি তাঁর সঙ্গে খেলতে দেখা যাবে লোকেশ রাহুলকেও?

ক্রিকেটাররাও ভালো ফুটবল খেলেন। গত এক যুগের প্রসঙ্গ উঠলে ভারতীয় ক্রিকেট দলের সেরা ফুটবলার নিঃসন্দেহে মহেন্দ্র সিং ধোনি। আইএসএলে চেন্নাই সুপার কিংসের অন্যতম কর্ণধারও তিনি। মাহি নিজে যে ভালো ফুটবলার লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিনরা বিভিন্ন শো-তে বলেছেন। ভারতীয় ক্রিকেট দল প্র্যাক্টিসে ফুটবল খেলে থাকে। সেখানেও নানা স্কিল দেখা যায়। লোকেশ রাহুলের ফুটবল স্কিলও মন্দ নয়।

পারথ টেস্টে অনবদ্য পারফর্ম করেছেন লোকেশ রাহুল। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং ভরাডুবির মাঝেও দুর্দান্ত ব্য়াটিং করেছিলেন। তৃতীয় আম্পায়ারের ‘ভুল’ সিদ্ধান্তের শিকার। দ্বিতীয় ইনিংসে ৭৭ রানের ঝকঝকে সেঞ্চুরি করেছেন রাহুল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সদ্য মেগা অকশনে তাঁকে নিয়েছে দিল্লি ক্য়াপিটালস। নেতৃত্বের দায়িত্বও সামলাতে হবে। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত দিল্লি শিবির। দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল আইএসএলের ক্লাব বেঙ্গালুরু এফসিরও মালিক।

পারথ টেস্টে ব্যাটিং স্কিলের পাশাপাশি ফিল্ডিংয়ে ফুটবল স্কিলও দেখিয়েছেন লোকেশ রাহুল। তাও আবার ক্রিকেট বল নিয়ে। সেই ভিডিয়ো সহ ইনস্টাস্টোরিতে দিয়ে পার্থ জিন্দালকে মেনশন করেছেন লোকেশ রাহুল। সেখানে পার্থকে লিখেছেন, বেঙ্গালুরু এফসিতে কোনও জায়গা রয়েছে কিনা। বেঙ্গালুরু এফসির অফিসিয়াল হ্যান্ডল থেকে রাহুলের সেই ইনস্টাস্টোরি পোস্ট করে লেখা হয়েছে, লোনে রাহুলকে নেওয়া গেলে মন্দ হয় না। ইন্ডিয়ান সুপার লিগের পেজ থেকেও সেখানে রিপ্লাই করা হয়েছে। লোকেশ রাহুল বেঙ্গালুরুর ক্রিকেটার। ‘হোম টিম’ বেঙ্গালুরু এফসিতে খেলার সুযোগ পেলে সোনায় সোহাগা!