Shubman Gill: ভিডিয়ো: GT ক্যাপ্টেন শুভমন গিলের এন্ট্রি দেখে তরুণীর অজ্ঞান হওয়ার জোগাড়

GT, IPL 2024: বুধ-রাতে আইপিএলের (IPL) ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাট ও দিল্লি। দুই তরুণ ক্যাপ্টেনের লড়াইয়ে বাড়তি নজর থাকবে। এ বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিলের একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে গুজরাট টাইটান্সের টিম হোটেলে শুভমন গিলের এন্ট্রি দেখে তাঁর এক মহিলা ভক্ত একেবারে মোহিত হয়ে গিয়েছেন।

Shubman Gill: ভিডিয়ো: GT ক্যাপ্টেন শুভমন গিলের এন্ট্রি দেখে তরুণীর অজ্ঞান হওয়ার জোগাড়
Shubman Gill: ভিডিয়ো: GT ক্যাপ্টেন শুভমন গিলের এন্ট্রি দেখে তরুণীর অজ্ঞান হওয়ার জোগাড়Image Credit source: Shubman Gill X
Follow Us:
| Updated on: Apr 17, 2024 | 2:51 PM

কলকাতা: বয়স তাঁর ২৪। চলতি আইপিএলে তিনিই সবচেয়ে কনিষ্ঠ অধিনায়ক। শুভমন গিলের (Shubman Gill) অনুরাগীর সংখ্যা বেশ লম্বা। একাধিক তরুণীর হৃদয়ে পঞ্জাব তনয় ঝড় তুলতেও ওস্তাদ। বুধ-রাতে আইপিএলের (IPL) ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাট ও দিল্লি। দুই তরুণ ক্যাপ্টেনের লড়াইয়ে বাড়তি নজর থাকবে। এ বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিলের একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে গুজরাট টাইটান্সের টিম হোটেলে শুভমন গিলের এন্ট্রি দেখে তাঁর এক মহিলা ভক্ত একেবারে মোহিত হয়ে গিয়েছেন।

শুভমন গিল ভীষণ স্টাইলিশ ক্রিকেটারদের একজন। তাঁর তরুণী ভক্তদের সংখ্যাও নেহাত কম নয়। গুজরাট টাইটান্স তাদের সোশ্যাল মিডিয়া সাইটে গিলের টিম হোটেলে প্রবেশের একটি ভিডিয়ো শেয়ার করেছিল। যেখানে দেখা গিয়েছে শুভমনকে দেখে সেখানে থাকা এক তরুণী প্রায় অজ্ঞান হতে বসেছিলেন। ওই মহিলাটি সম্ভবত হোটেলে কর্মরত। সেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

গুজরাট টাইটান্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ ঢুঁ মারলে নজরে পড়বে শুভমন গিলের ৭ সেকেন্ডের একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে নেটে ব্যাটিং অনুশীলনে মগ্ন অধিনায়ক শুভমন। সেখানে কয়েকটি নো লুক শট মারতেও দেখা যায় তাঁকে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ নো লুক শট, এক হাতে ছয় মারতে ওস্তাদ। এ বার দেখার বুধ-রাতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোন ক্যাপ্টেনের ব্যাটে এই ধরনের শট দেখা যায়।

রিফ্রেশ, রিফোকাসড, রেডি ফর দিল্লি ক্যাপিটালস… এই ক্যাপশন দিয়ে বুধবার দুপুরে গুজরাট টাইটান্সে তাদের সোশ্যাল মিডিয়া সাইট X এ ৫৯ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে দেখা গিয়েছে গুজরাটের ক্রিকেটাররা ঠিক কেমন করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের জন্য তৈরি হয়েছেন। ঘরের মাঠে ২ পয়েন্টে নজর শুভমন গিলদের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচ জেতায় গুজরাটের ক্রিকেটারদের মনোবল তুঙ্গে রয়েছে। আজ ঋষভ পন্থের দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবলে উন্নতি করতে চাইবেন শুভমন গিল-ঋদ্ধিমান সাহারা।