জীবনের প্রতিটা দিন তোমাকে মিস করব : হার্দিক
হার্দিকের লেখার মধ্যেই ফুটে উঠছে, কতটা গভীর শোক পেয়েছেন তিনি।
নয়াদিল্লি: শনিবার বাবাকে হারিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আজ তিনি নিজের ইন্সটাগ্রামে বাবাকে শ্রদ্ধাজ্ঞাপন করে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। হার্দিক লিখেছেন, বাবাকে হারানো তাঁর জীবনের অপূরণীয় ক্ষতি। বাবাই ছিলেন তাঁর অনুপ্রেরণা। হার্দিক-ক্রুণাল আজ যে জায়গায় দাঁড়িয়ে আছেন, তার পুরো কৃতিত্ব হার্দিক দিচ্ছেন তাঁর বাবাকে।
View this post on Instagram
হার্দিকের লেখার মধ্যেই ফুটে উঠছে, কতটা গভীর শোক পেয়েছেন তিনি। স্মৃতিচারণা করতে গিয়ে হার্দিক লেখেন, “তুমি আমাদের অনেক ভাল মুহূর্ত দিয়ে গেছ। তোমার কথা মনে পড়লেই, একমাত্র তোমার হাসি মুখটা ভেসে উঠবে।”
আরও পড়ুন: সুপার সানডেতে রয় কৃষ্ণা বনাম ইগর অ্যাঙ্গুলোর লড়াই
বাবা ছেড়ে চলে গেলেও, চিরকাল তাঁদের সঙ্গেই থেকে যাবে অসংখ্য মুহূর্ত। এমনটাই মনে করেন হার্দিক। নিজের হিরোর উদ্দেশে হার্দিক লেখেন, “আমার রাজা শান্তিতে থাকো। তোমাকে সবসময় মিস করব আমি।”
My daddy As I said to your yesterday Your last one ride. Now rest in peace my king You were a Happy soul!
I will miss you everyday dad Love you always pic.twitter.com/hUipWOdjxL
— hardik pandya (@hardikpandya7) January 17, 2021
পান্ডিয়া পরিবারে এখন শোকের ছায়া। বাবার মৃত্যুর খবর পেয়ে মুস্তাক আলি ট্রফির মাঝপথেই বাড়ি ফেরেন ক্রুণাল। বরোদার ক্যাপ্টেন্সি ছিল তাঁর কাঁধে। মুস্তাক আলি ট্রফিতে আর খেলবেন না ক্রুণাল। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে চান তিনি। অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে আসার পর হার্দিক অবশ্য বাড়িতেই ছিলেন।