আইপিএলের সময়সীমা বাড়াতে চায় বিসিসিআই

বিসিসিআইয়ের ভাবনা আরও বেশিদিন ধরে আইপিএল করার।

আইপিএলের সময়সীমা বাড়াতে চায় বিসিসিআই
আইপিএলের সময়সীমা বাড়াতে চায় বিসিসিআই (সৌজন্যে-আইপিএল টুইটার)
Follow Us:
| Updated on: Jan 17, 2021 | 3:48 PM

নয়াদিল্লি: ভারতীয় বোর্ড (BCCI) আজকের এক সভায়  ২০২২ সালের আইপিএল (IPL) নিয়ে আলোচনা করবে। এছাড়াও এই সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। ভারতের ফিউচার ট্যুর প্রোগ্রাম (Future Tour Programme) ২০২৩-২০৩১ সাল পর্যন্ত যে ক্যালেন্ডার তৈরি করবে তাতে আইপিএলকে বেশিদিন করার চিন্তাভাবনা রয়েছে। ২০২২ সালের আইপিএলে দুটি নতুন দল যুক্ত হবে। যার ফলে স্বাভাবিক ভাবেই ম্যাচের সংখ্যা বেড়ে যাবে।

আরও পড়ুন: চার জন করোনা পজিটিভ, মেলবোর্নে হোটেল বন্দি ৪৭ জন খেলোয়াড়

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, “বোর্ড আরও বেশিদিন ধরে আইপিএল টুর্নামেন্ট চালিয়ে যেতে চায়। ২০২২ সালে দুটি নতুন দল যুক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই আইপিএল বেশিদিন ধরে হবে। বিদেশি ক্রিকেটারদের উপস্থিতির কথা মাথায় রেখে টুর্নামেন্টের মান যাতে খারাপ না হয় সেই ব্যাপারেও নজর রাখবে বিসিসিআই।”

আরও পড়ুন: গাব্বায় মান বাঁচালেন সুন্দর-ঠাকুর

২০২২ সালের আইপিএল ছাড়াও এই সভায় রঞ্জি ট্রফি, ঘরোয়া ক্রিকেটের অন্যান্য টুর্নামেন্টগুলি, ফেব্রুয়ারি-মার্চে শুরু হতে চলা মহিলাদের ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট আয়োজন করা নিয়েও আলোচনা করা হবে।

আরও পড়ুন: স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কি মেসি খেলবেন?