Rinku Singh: ভিডিয়ো: টিনের ছাদ, দেওয়াল থেকে খসেছে রং; কোন বাড়িতে বেড়ে ওঠা রিঙ্কু সিংয়ের?

Watch Video: আলিগড়ের ছেলে রিঙ্কু সিং এখন হয়েছেন সেখানকার নবাব। রাতারাতি তা হয়নি। কঠোর পরিশ্রম, অধ্যাবসায় সঙ্গ দিয়েছে তাঁর। আর সঙ্গ দিয়েছে তাঁর পরিবার। জানেন কোন বাড়িতে বছরের পর বছর কাটিয়েছেন রিঙ্কু সিং ও তাঁর পরিবার?

Rinku Singh: ভিডিয়ো: টিনের ছাদ, দেওয়াল থেকে খসেছে রং; কোন বাড়িতে বেড়ে ওঠা রিঙ্কু সিংয়ের?
Rinku Singh: ভিডিয়ো: টিনের ছাদ, দেওয়াল থেকে খসেছে রং; কোন বাড়িতে বেড়ে ওঠা রিঙ্কু সিংয়ের?Image Credit source: Rinku Singh Instagram
Follow Us:
| Updated on: Aug 16, 2024 | 12:51 PM

কলকাতা: নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা যে পরিবারে, সেখানে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা খুব কঠিন। কিন্তু শত কষ্টের মধ্যেও ক্রিকেটার হওয়ার জেদ ছাড়তে পারেনি রিঙ্কু সিং (Rinku Singh)। যার ফল এখন পাচ্ছেন। ভারতীয় ক্রিকেট মহলে এক ডাকে তাঁকে সকলে চেনেন। আইপিএলের সুবাদে বিদেশি ক্রিকেটার ও একাধিক ভক্তদের কাছেও রিঙ্কু সিং পরিচিত নাম। জীবনে কঠোর পরিশ্রম করে রিঙ্কু এই জায়গায় পৌঁছেছেন। কথায় বলে, মানুষ যত বড়ই হোক না কেন, নিজের অতীত এবং পরিশ্রমের কথা ভোলে না। আলিগড়ের ছেলে এখন হয়েছেন সেখানকার নবাব। রাতারাতি তা হয়নি। কঠোর পরিশ্রম, অধ্যাবসায় সঙ্গ দিয়েছে তাঁর। আর সঙ্গ দিয়েছে তাঁর পরিবার। জানেন কোন বাড়িতে বছরের পর বছর কাটিয়েছেন রিঙ্কু সিং ও তাঁর পরিবার?

পেটের দায়ে একটা সময় ঝাড়ুদারের কাছে যোগ দিয়েছিলেন রিঙ্কু সিং। কিন্তু সেখানে টিকতে পারেননি। ২২ গজ তাঁকে প্রবল ভাবে টেনেছিল। বাবা খানচন্দ্র সিং শুরুর দিকে রিঙ্কুকে পড়াশুনায় মন দিতে বলতেন। কিন্তু রিঙ্কু শোনার পাত্রও ছিলেন না। ছেলেবেলা থেকে ক্রিকেট তাঁর ধ্যানজ্ঞান। বাবার বকুনি, পিটুনি খেয়েও ক্রিকেট খেলা চালিয়ে গিয়েছেন। এখন হয়তো খানচন্দ সিং ভাবেন, ভাগ্যিস রিঙ্কু সেই সময় তাঁর কথা শুনে ক্রিকেট খেলা বন্ধ করেননি। না হলে আজ তাঁর ক্রিকেট খেলার জন্য গর্বে বুক ভরত না।

 

View this post on Instagram

 

A post shared by Rinku 🧿🇮🇳 (@rinkukumar12)

৫ ভাই বোনের মধ্যে রিঙ্কু তৃতীয়। আলিগড়ে এক গ্যাস অফিসে কাজ করেন রিঙ্কুর বাবা। বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করেন তিনি। এখনও সেই কাজ চালিয়ে যাচ্ছেন খানচন্দ্র। ইউটিউবে এক ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্যাস অফিসের পাশে দু’কামরার বাড়ি রিঙ্কু সিংয়ের। সামনে খানিকটা ফাঁকা জায়গা রয়েছে। যেখানে ছেলেবেলায় রিঙ্কু ক্রিকেট খেলতেন। রিঙ্কু সিংয়ের বাড়ির ভিতরে ঢুকলে দেখা যাবে, দেওয়াল থেকে খসে পড়েছে রং। টিনের ছাউনি। অত্যন্ত সংকীর্ণ জায়গা। সেই বাড়িতেই বেড়ে ওঠা তাঁর।

 

View this post on Instagram

 

A post shared by Rinku 🧿🇮🇳 (@rinkukumar12)

রিঙ্কুর স্বপ্ন ছিল ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর মা-বাবার জন্য একটা বাড়ি বানানো। সেই পথে হাঁটছেন নাইট তারকা। কিছুদন আগেই শোনা গিয়েছিল আলিগড়ে জায়গা কিনেছেন তিনি। সেখানেই আলিগড়ের নবাব রিঙ্কু সিং বানাবেন তাঁর স্বপ্নের, আলিশান বাড়ি।

নিম্নে এক ঝলকে ভিডিয়োতে দেখে নিন যে বাড়িতে বেড়ে উঠেছেন রিঙ্কু সিং—