IND A vs AUS A: ওয়ান ডে ক্রিকেটে নেতা শ্রেয়স আইয়ার, বিরাট-রোহিত খেলছেন না
Indian Cricket News: ইরানি কাপেরও স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রেয়স আইয়ারকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য় ভাবা হচ্ছিল। যদিও ব্যাক পেইনের কারণে তিনি বোর্ডকে অনুরোধ করেছিলেন, ৬ মাসের জন্য রেড বলের ক্রিকেটে বিরতি নিতে চান। বোর্ড সেই অনুরোধ মেনে নিয়েছে।

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেলছে ভারত এ দল। এরপর তাদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও রয়েছে। তার স্কোয়াডও ঘোষণা হয়ে গেল। পাশাপাশি ইরানি কাপেরও স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রেয়স আইয়ারকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য় ভাবা হচ্ছিল। যদিও ব্যাক পেইনের কারণে তিনি বোর্ডকে অনুরোধ করেছিলেন, ৬ মাসের জন্য রেড বলের ক্রিকেটে বিরতি নিতে চান। বোর্ড সেই অনুরোধ মেনে নিয়েছে। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দেবেন শ্রেয়স।
ইংল্যান্ড সফরে টেস্টে সুযোগ পাননি শ্রেয়স। তিনি এই ফর্ম্যাটে আদৌ ফিরবেন কি না সন্দেহ ছিল। সম্প্রতি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে তাঁকেই নেতৃত্ব দেওয়া হয়েছিল। প্রথম ম্যাচটি খেলেছিলেন। দ্বিতীয় বেসরকারি টেস্ট থেকে সরে দাঁড়ান। শ্রেয়সের অনুরোধ রেখে আপাতত তাঁকে আর টেস্টের জন্য ভাবা হচ্ছে না। মনে করা হয়েছিল, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলতে পারেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো দুই সুপারস্টারও। অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে প্রস্তুতি সারতে পারেন। তাঁরা অবশ্য স্কোয়াডে নেই। দলে সুযোগ পেয়েছেন বাংলার কিপার ব্যাটার অভিষেক পোড়েল।
তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হবে ৩০ সেপ্টেম্বর থেকে। কানপুরে হবে তিনটি ওয়ান ডে ম্যাচ। অন্যদিকে রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভ বনাম অবশিষ্ট ভারত একাদশের ইরানি কাপের ম্যাচ ১ অক্টোবর থেকে নাগপুরে। তবে ইরানি কাপের স্কোয়াড দেখে একটা প্রশ্ন থাকছে, অভিমন্যু ঈশ্বরণ এবং আকাশ দীপ কি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে সুযোগ পাবেন না?
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের স্কোয়াড-শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), প্রভসিমরন সিং, রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেড়গে, বিপরাজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজপনীত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল, প্রিয়াংশ আর্য, সিমরনজিৎ সিং।
দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে ম্যাচের স্কোয়াড- শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), তিলক ভার্মা (ভাইস ক্যাপ্টেন), অভিষেক শর্মা, প্রভসিমরন সিং, রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেড়গে, বিপরাজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজপনীত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল, হর্ষিত রানা, অর্শদীপ সিং।
ইরানি কাপের জন্য অবশিষ্ট ভারত স্কোয়াড-রজত পাতিদার (ক্যাপ্টেন), অভিমন্যু ঈশ্বরণ, আর্য জুয়েল, ঋতুরাজ গায়কোয়াড় (ভাইস ক্যাপ্টেন), যশ ধুল, শেখ রশিদ, ঈশান কিষাণ, তনুষ কোটিয়ান, মানব সুথার, গুরনুর ব্রার, খলিল আহমেদ, আকাশ দীপ, অংশুল কম্বোজ, সারাংশ জৈন।
