Yuvraj Singh: বিরাটের দলে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স দেখতে পাচ্ছেন যুবরাজ

আর ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ধোনির তুরুপের তাস ছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ব্যাটে-বলে বিশ্বকাপ মাতিয়ে তুলেছিলেন যুবরাজ। এমন একটা কীর্তি করলেন যে প্রতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ এলেই তার কথা সবার আগে মনে পড়ে ।

Yuvraj Singh: বিরাটের দলে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স দেখতে পাচ্ছেন যুবরাজ
Yuvraj Singh: বিরাটের দলে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স দেখতে পাচ্ছেন যুবরাজ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2021 | 10:05 AM

মুম্বই : সালটা ছিল ২০০৭ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম কুড়ি বিষের বিশ্বযুদ্ধ। মাত্র একটা টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে খেলতে নামা ভারতীয় দলকে সেদিন কেউই পাত্তা দিতে চাননি। কিন্তু ধোনির (MS Dhoni) ভারত সেবার সবাইকে ভুল প্রমাণ করতেই যেন মাঠে নেমেছিল। আর ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ধোনির তুরুপের তাস ছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ব্যাটে-বলে বিশ্বকাপ মাতিয়ে তুলেছিলেন যুবরাজ। এমন একটা কীর্তি করলেন যে প্রতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ এলেই তার কথা সবার আগে মনে পড়ে । সেই রাতটা মনে হয় এখনো ভুলতে পারেননি স্টুয়ার্ট ব্রড ও ফ্লিনটফ। এক ওভারে ৩৬ রান ইংল্যান্ডের সব স্বপ্ন এবং অহংকার সেদিন ভেঙে চুরমার করে দিয়েছিল। আজ থেকে আবার একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই ঘুরে ফিরে আসছে যুবরাজ সিং এর নাম।

“১৯ সেপ্টেম্বর দিন টা এনে এখনো সবাই ওই একটা ওভারের কথা মনে করে। সত্যি বলতে আমারও ভালোলাগে আমার জীবনের অন্যতম একটা সেরা মুহূর্ত। যা কোনদিন ভুলতে পারবো না। তবে মজার কথা ওই ওভারটাআমাকে অনেকটা নিশ্চিন্ত করেছিল। তার কারণ সপ্তাহ খানেক আগেই ইংল্যান্ডের মাসকারেনহাস আমার ওভারে ৩৯ রান তুলেছিল পাঁচটা ছয় মেরে।” একটানে স্মৃতির সরণি বেয়ে বললেন যুবরাজ।

যুবি এখন খেলা ছেড়েছেন অবসর দিনযাপন করছেন। তবে ক্রিকেট এখনো তাকে ছাড়েনি। এবারের বিশ্বকাপ নিয়ে তার কি মত? সবাই জানতে চান যুবরাজের কথা। ২০১৯ একদিনের বিশ্বকাপের পর ভারতীয় দল নির্বাচন নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে যদিও কোনো ক্ষোভ নেই বাঁহাতি এই অলরাউন্ডারের। বরং বিরাটের (Virat Kohli) দলের মধ্যে রোহিতের (Rohit Sharma) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) খুঁজে পাচ্ছেন যুবরাজ সিং। হিটম্যান এর মুম্বাই আইপিএলের সব থেকে সফল দল।