Rinku Singh: সূর্যকুমার আগেই ‘অ্যালার্ট’ করেছিল! রিঙ্কু সিং যা বললেন…

India vs Sri Lanka T20I Series: বিশেষ করে বলতে হয় শেষ দুটি ওভারের কথা। হঠাৎই রিঙ্কু সিংকে ১৯তম ওভারে বোলিংয়ে আনেন সূর্যকুমার যাদব। নিজে বোলিং করেন শেষ ওভার। দু-জনেই ২টি করে উইকেট নিয়ে সুপার ওভারে নিয়ে যান ম্যাচ। রিঙ্কুকে বোলিং করানোর সিদ্ধান্ত কি হঠাৎ ছিল? রিঙ্কু নিজে কী বলছেন!

Rinku Singh: সূর্যকুমার আগেই 'অ্যালার্ট' করেছিল! রিঙ্কু সিং যা বললেন...
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Aug 01, 2024 | 12:03 PM

টি-টোয়েন্টি সিরিজ শেষ। শ্রীলঙ্কাকে ৩-০ ক্লিনসুইপ করেছে ভারত। তবে শেষ টি-টোয়েন্টির রেশ এখনও কাটছে না ভারতীয় ক্রিকেট প্রেমীদের। কার্যত হেরে যাওয়া ম্যাচ যে ভাবে সুপার ওভারে নিয়ে জিতেছে ভারত, কোনও বিশেষণই যেন যথেষ্ট নয়। বোর্ডে মাত্র ১৩৭ রানের পুঁজি। রান তাড়ায় দুটো হাফসেঞ্চুরি পার্টনারশিপ শ্রীলঙ্কার। শেষ ৫ ওভারে তাদের ৩০ রান প্রয়োজন ছিল। প্রতি বলে সিঙ্গল নিলেই ম্যাচ শেষ। হাতে ৯ উইকেট থাকায় সব দিক থেকেই অ্যাডভান্টেজ শ্রীলঙ্কাই। কিন্তু এখান থেকেই প্রতিপক্ষ শিবিরে ধস নামায় ভারত। বিশেষ করে বলতে হয় শেষ দুটি ওভারের কথা। হঠাৎই রিঙ্কু সিংকে ১৯তম ওভারে বোলিংয়ে আনেন সূর্যকুমার যাদব। নিজে বোলিং করেন শেষ ওভার। দু-জনেই ২টি করে উইকেট নিয়ে সুপার ওভারে নিয়ে যান ম্যাচ। রিঙ্কুকে বোলিং করানোর সিদ্ধান্ত কি হঠাৎ ছিল? রিঙ্কু নিজে কী বলছেন!

শ্রীলঙ্কা সিরিজে ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ রিঙ্কু সিং। ফিল্ডিংয়ে বরাবরই দুর্দান্ত। তবে রিঙ্কু দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটি ক্যাচ ফসকেছিলেন। সার্বিক পারফরম্যান্সে সিরিজ সেরা ফিল্ডারের মেডেলও জেতেন। আলোচনায় তাঁর বোলিং। তৃতীয় ম্যাচে ১৯তমওভারে বোলিং প্রসঙ্গে রিঙ্কু বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমি কয়েকটা উইকেট নিয়েছি। এমনকি ওয়ান ডে আন্তর্জাতিকে অভিষেক ম্যাচেই উইকেট ছিল। সে কারণেই সূর্য ভাই সিরিজ শুরুর আগেই বলে রেখেছিল, প্রয়োজনে আমাকে বোলিং করতে হতে পারে, আমি যেন প্রস্তুত থাকি।’

শেষ ২ ওভারে মাত্র ৯ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। রিঙ্কু মাত্র ৩ রান দিয়ে সেট ব্যাটার কুশল পেরেরা ও রমেশ মেন্ডিসকে ফেরান। রিঙ্কু সিং আরও যোগ করেন, ‘সিরিজের শুরু থেকে অবশ্য সেই অর্থে বোলিং প্র্যাক্টিস করিনি। প্রথম দু-ম্যাচেও বোলিং দেয়নি। এমনকি শেষ ম্যাচেও আমি প্রত্যাশা করিনি যে আমাকে বোলিং করতে হবে। পরিস্থিতি খুবই কঠিন ছিল। সূর্য ভাই বলল, চেষ্টা করতে। বোলিং শুরু করতে আত্মবিশ্বাস পাই।’ সুপার ওভারে দুর্দান্ত বোলিং করেন ওয়াশিংটন সুন্দর। ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩ রান। সূর্যকুমার যাদব প্রথম বলেই বাউন্ডারি মেরে ম্যাচ ফিনিশ করেন।