IND vs SL ODI: ম্যাচ দুপুরে, বিরাট কোহলিরা যে কারণে ফ্লাড লাইটে প্র্যাক্টিসে বেশি জোর দিচ্ছেন…
Virat Kohli-Rohit Sharma: ভারতীয় দলের কোচ হওয়ার বিরাট, রোহিতদের প্রথম প্র্যাক্টিস সেশন গম্ভীরের তত্ত্বাবধানে। প্রায় আড়াই ঘণ্টা প্র্যাক্টিস চলে। এর মধ্যে দলের দুই সিনিয়র প্লেয়ার বিরাট কোহলি ও ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক আলোচনা করেন গৌতম গম্ভীর। ওয়ান ডে ম্যাচগুলি হবে দুপুরে। তবে ফ্লাড লাইটে প্র্যাক্টিস করছে ভারতীয় দল।
টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ক্লিন সুইপ করেছে ভারত। নজরে এ বার ওয়ান ডে সিরিজ। তিনটি ম্যাচের সিরিজ। সব ম্যাচই কলম্বোয়। শুধুমাত্র ওয়ান ডে স্কোয়াডের সদস্য যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলরা আগেই কলম্বোয় পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার তাঁদের ট্রেনিংয়ের দায়িত্বে ছিলেন। বুধবার প্র্যাক্টিসে আসেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ হওয়ার বিরাট, রোহিতদের প্রথম প্র্যাক্টিস সেশন গম্ভীরের তত্ত্বাবধানে। প্রায় আড়াই ঘণ্টা প্র্যাক্টিস চলে। এর মধ্যে দলের দুই সিনিয়র প্লেয়ার বিরাট কোহলি ও ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক আলোচনা করেন গৌতম গম্ভীর। ওয়ান ডে ম্যাচগুলি হবে দুপুরে। তবে ফ্লাড লাইটে প্র্যাক্টিস করছে ভারতীয় দল। এর বিশেষ কারণও রয়েছে।
বিরাট কোহলি, রোহিত শর্মার মতো দুই সিনিয়র প্লেয়ার শেষ বার ওয়ান ফরম্যাটে খেলেছিলেন গত বছর বিশ্বকাপে। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন বিরাট, রোহিতরা। ফ্লাড লাইটে সেটাই শেষ টুর্নামেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। ভারতের সব ম্যাচই ছিল স্থানীয় সময় সকাল সাড়ে দশটা থেকে। ফলে ফ্লাড লাইটে খেলার দীর্ঘ একটা বিরতি তৈরি হয়েছে।
শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজের ম্যাচ দুপুরে শেষ হলেও তা গড়াবে রাতের দিকেই। বৃষ্টি হলে ম্যাচে আরও দেরি হবে। ফ্লাড লাইটের সঙ্গে নিজেদের নতুন করে মানিয়ে নিতে হচ্ছে বলা যায়। এটা শুধু বিরাট-রোহিতের ক্ষেত্রেই নয়। শ্রীলঙ্কা সিরিজে টি-টোয়েন্টিতে না খেলা ওয়ান ডে স্কোয়াডের বাকি সব সদস্যর জন্যই একই পরিস্থিতি। লোকেশ রাহুল, কুলদীপ যাদব, শ্রেয়স আইয়াররা আইপিএলের পর আর ফ্লাড লাইটে খেলেননি। আজও সন্ধ্যায়ই প্র্যাক্টিস হওয়ার কথা। যদিও এই সেশন অপশনাল হতে পারে।