IND W vs AUS W: মিতালিদের পিঙ্ক বল টেস্ট ড্র
প্রথম পিঙ্ক বল টেস্টে বিরাটদের মত জিততে পারলেন না মিতালিরা (Mithali Raj)। তবে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে যে ভাবে তাদের ওপর চাপ তৈরি করলেন স্মৃতি-ঝুলনরা তা দেখে কিছুটা হলেও অবাক ক্রিকেট বিশ্ব।
গোল্ডকোস্ট: চেষ্টা হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) মহিলা দলের প্রথম পিঙ্ক বল টেস্টের (Pink Ball Test) একটা ফলাফল হোক। কিন্তু সেই চেষ্টা ফল পেল না সময়ের অভাবে। ম্যাচের তৃতীয় দিন খেলার শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান বোর্ডে তুলেছিল। ম্যাচের শেষ দিন সকালে ভারতীয় বোলাররা দাপট দেখিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের একের পর এক প্যাভেলিয়নের রাস্তা দেখাতে থাকেন। এমন সময় একটা সাহসী সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক ম্যাগ ল্যানিং। স্কোর বোর্ডে দল পিছিয়ে, অল আউটও হয়নি। কিন্তু তিনি ইনিংস ডিক্লেয়ার করে দিলেন।
দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে ভারতও তাড়তাড়ি লিড বাড়িয়ে ম্যাচের একটা ফয়সালার জন্য ঝাঁপায়। ১৩৫ রানেই দ্বিতীয় ইনিংস ছেড়ে দেয় ভারতও। ২৭২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। ম্যাচে অজিদের জয়ের সুযোগ ছিল না। তবে ভারতীয় বোলাররা প্রত্যাশার বাইরে গিয়ে কিছু একটা করতে পারলে ভারতের ম্যাচ জয়ের সুযোগ ছিল। কিন্তু হাতে ওভার যে অনেক কম। ঝুলন (Jhulan Goswami) ও পূজা দুই ওপেনারকে ফেরালেন বটে তবে অনকেটা সময় লেগে গেল। ম্যাচও ড্র।
প্রথম পিঙ্ক বল টেস্টে বিরাটদের মত জিততে পারলেন না মিতালিরা (Mithali Raj)। তবে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে যে ভাবে তাদের ওপর চাপ তৈরি করলেন স্মৃতি-ঝুলনরা তা দেখে কিছুটা হলেও অবাক ক্রিকেট বিশ্ব। কারণ ভারতীয় মহিলা দলের যে টেস্ট খেলার অভিজ্ঞতা খুব কম। কিন্তু নিজেদের পারফরম্যান্স আর আত্মবিশ্বাসে ভর করে দীপ্তিদের পারফরম্যান্স ক্রিকেট মহলকে অবাক করেছে নিশ্চই। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচের সেরা স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।
আরও পড়ুন: Indian Women’s Football: আমিরশাহিকে ৪-১ ব্যবধানে হারাল ভারতীয় মহিলা দল
আরও পড়ুন: RCB vs PBKS LIVE Score, IPL 2021: রান তাড়া করতে নামল পঞ্জাব