India vs England: ভারত-ইংল্যান্ড বাতিল টেস্ট ২০২২-এর জুলাইয়ে
Manchester Test: শুক্রবার এক বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হল, আগামী বছরের জুলাই মাসে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটি হবে।
নয়াদিল্লি: চলতি বছরে ইংল্যান্ডে (England) হওয়া ভারত-ইংল্যান্ড (India vs England) ৫ ম্যাচের টেস্ট সিরিজের (Test) শেষ ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল করোনার কারণে। কোহলি-রুটদের পঞ্চম টেস্ট ম্যাচটি হওয়ার কথা ছিল ম্যাঞ্চেস্টারে (Manchester Test)। আজ, শুক্রবার এক বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হল, আগামী বছরের জুলাই মাসে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটি হবে। তবে ওই ম্যাচের ভেনু থাকছে না ম্যাঞ্চেস্টার। ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচটি হবে এজবাস্টনে (Edgbaston)।
ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুটদের বোর্ড। ইসিবি টুইটারে এক বিবৃতিতে বলেছে, “ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্ট ম্যাচটি এ বার অনুষ্ঠিত হবে ২০২২ সালের জুলাইয়ে।”
The fifth match of our Men's LV= Insurance Test Series against India has been rescheduled and will now take place in July 2022.
— England Cricket (@englandcricket) October 22, 2021
ইসিবির বিবৃতিতে আরও জানানো হয়েছে, “ভারত এই মুহূর্তে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে একটি চুক্তির পর ঠিক হয়েছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ অর্থাৎ পঞ্চম ম্যাচটি ২০২২ সালের ১ জুলাই থেকে এজবাস্টনে অনুষ্ঠিত হবে।”
ভারত-ইংল্যান্ড সিরিজের অবশেষে একটা ফলাফল যাবে সেই খবর জানতেই খুশির হাওয়া দুই দলের সমর্থদকের মধ্যে। ভারতীয় শিবিরে করোনার কারণেই ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়েছিল। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড আশস্ত করেছিল, সিরিজের শেষ টেস্ট অবশ্যই অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: T20 World Cup 2021: ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ইতিহাস মাথায় রাখছেন না বাবর
আরও পড়ুন: IPL: আইপিএলের টিম কিনতে আগ্রহী দীপিকা-রণবীর জুটি
আরও পড়ুন: T20 World Cup 2021: রোহিত-রাহুল, বুমরা-সামিতেই বিশ্বকাপ জিততে পারে ভারত, মত বিশেষজ্ঞদের