India vs England 2021: লন্ডন পাড়ি বিরাটদের, লর্ডস টেস্টে থাকবেন সৌরভ

৮ অগস্ট ছিল প্রথম টেস্টের শেষ দিন। বৃষ্টির কারণে প্রথম টেস্ট ড্র ঘোষণা করে দেওয়া হয়। ১২ অগস্ট থেকে লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

India vs England 2021: লন্ডন পাড়ি বিরাটদের, লর্ডস টেস্টে থাকবেন সৌরভ
India vs England 2021: লন্ডন পাড়ি বিরাটদের, লর্ডস টেস্টে থাকবেন সৌরভ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2021 | 8:52 PM

বিরাট কোহলিদের (Virat Kohli) পরবর্তী গন্তব্য লন্ডন। লর্ডসে দ্বিতীয় টেস্টের জন্য আজ, সোমবার লন্ডন রওনা দিল টিম ইন্ডিয়ার (Team India) সদস্যরা। তবে বাদ পড়লেন পৃথ্বী শ (Prithvi Shaw) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁরা নটিংহ্যামে কোয়ারান্টিন সম্পূর্ণ করে দলের সঙ্গে যোগ দেবেন। ৮ অগস্ট ছিল প্রথম টেস্টের শেষ দিন। বৃষ্টির কারণে প্রথম টেস্ট ড্র ঘোষণা করে দেওয়া হয়। ১২ অগস্ট থেকে লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট। আর সেখানে বিরাটদের টেস্ট দেখার জন্য উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

আজ, সোমবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর লন্ডনের উদ্দেশ্যে রওনা হন পূজারারা। চেতেশ্বর পূজারা টিম বাসের ভিতর থেকে তোলা তাঁদের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “দুর্ভাগ্যজনক যে আমরা পুরো ম্যাচটাই খেলতে পারলাম না। কিন্তু এখন আমাদের সামনে রয়েছে পরবর্তী চ্যালেঞ্জ।”

Indian team off to London as Prithvi Shaw and Suryakumar Yadav remain in quarantine and Sourav Ganguly to attend Lord's Test

টিম বাসে ঋদ্ধি-পূজারা-শামিরা (সৌজন্যে-চেতেশ্বর পূজারা ইন্সটাগ্রাম)

লর্ডসে বিরাট কোহলিদের খেলা দেখার জন্য উপস্থিত থাকবেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ৮ অগস্ট যুক্তরাজ্য ভারত থেকে যাওয়া যাত্রীদের লাল তালিকা থেকে অ্যাম্বার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। যার ফলে সৌরভ গঙ্গোপাধ্যায় মঙ্গলবারই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন।

লাল তালিকা থেকে অ্যাম্বার তালিকায় অন্তর্ভুক্তির অর্থ, যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রোটোকল অনুসারে যে কোনও ব্যক্তি যিনি সম্পূর্ণ টিকা নিয়েছেন তাঁদের ১০ দিনের বাধ্যতামূলক কঠোর কোয়ারান্টিন কাটাতে হবে না।

টিম ইন্ডিয়ার সব সদস্য লন্ডন পাড়ি দিলেও, তাঁদের সঙ্গে যেতে পারেননি শ্রীলঙ্কা সফর থেকে আসা ভারতের দুই পরিবর্ত ক্রিকেটার। শ্রীলঙ্কা থেকে ৩ অগস্ট নটিংহ্যামে পৌঁছান পৃথ্বী ও সূর্যকুমার। যার ফলে তাঁদের ১০ দিনের কোয়ারান্টিন পূর্ণ হবে ১৩ অগস্ট। ফলে দ্বিতীয় টেস্টেও বিরাটরা তাঁদের পাবেন না। তবে তৃতীয় টেস্টের আগেই তাঁরা দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবেন।

আরও পড়ুন: IND VS ENG : ‘বৃষ্টি বাঁচায় ভারতকে,’ ভনের অকারণ খোঁচায় পাল্টা নেটিজেনরা