Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজে প্রথম প্রস্তুতি, ভারতের ঐচ্ছিক অনুশীলনে কারা এলেন, কী হল!

ICC MEN’S T20 WC 2024: মাঠে পৌঁছে রোহিত শর্মার প্রথম প্রশ্ন, পিচ কেমন! টিমের বোলিং আক্রমণের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাকেই প্রশ্ন করেন রোহিত। এরপর নিজেই ছুটলেন পিচ দেখতে। নিউ ইয়র্কে পিচের অভিজ্ঞতা ভালো নয়। ড্রপ ইন পিচে প্রবল সমস্যায় পড়েছিলেন ব্যাটাররা। ব্রিজটাউনের কেনিংটন ওভালে আফগানদের বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচ। এখানকার পিচ নিয়ে তাই পরীক্ষা শুরু করে দিয়েছেন রোহিত।

Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজে প্রথম প্রস্তুতি, ভারতের ঐচ্ছিক অনুশীলনে কারা এলেন, কী হল!
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jun 18, 2024 | 2:22 AM

নিউ ইয়র্ক পর্ব শেষ। ফ্লোরিডায় বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গিয়েছে ভারতের। এ বার ক্যারিবিয়ানে সুপার এইট পর্ব। সুপার এইটে ভারতের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। সেই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, প্রথম দিন ঐচ্ছিক অনুশীলন। যদিও ভারতের অনুশীলন দেখে মনে হল না, আদৌ ঐচ্ছিক। বিরাট কোহলি থেকে জসপ্রীত বুমরা, সকলেই হাজির ট্রেনিংয়ে। ভারতীয় দল সবচেয়ে বেশি চাপে রয়েছে বিরাট কোহলিকে নিয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে ছিলেন বিরাট। বিশ্বকাপে চলছে ব্যর্থতা। প্রশ্ন উঠছে, তাঁর জায়গা নিয়েও। ক্যারিবিয়ানে প্রথম প্রস্তুতি সেশনে কারা এলেন, কী হল?

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত হয়েছে ভারতের। নিউ ইয়র্কেই গ্রুপের প্রথম তিন ম্যাচ খেলেছে ভারত। আর তিন ম্যাচেই জয়। শেষ ম্যাচটি ছিল ফ্লোরিডায়। যদিও বৃষ্টি ও ভেজা মাঠের কারণে কানাডার বিরুদ্ধে ম্যাচটি ভেস্তে যায়। জয়ের হ্যাটট্রিকে আগেই সুপার এইট নিশ্চিত করেছিল ভারত। বিরাট কোহলিকে নিয়ে অবশ্য অস্বস্তি কাটেনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫ বলে ১, পাকিস্তানের বিরুদ্ধে ৩ বলে ৪ এবং আমেরিকার বিরুদ্ধে গোল্ডেন ডাক।

আইপিএলে নিয়মিত ওপেন করেন। জাতীয় দলেও অতীতে ওপেন করেছেন। বিশ্বকাপের আগে থেকে দাবি উঠছিল, বিরাটকে ওপেন করানোর। সেই পরিকল্পনাই নেয় টিম ম্যানেজমেন্ট। প্রথম তিন ম্যাচে ব্যর্থতার পর প্রশ্ন উঠছিল, তাঁকে পছন্দের তিন নম্বরে পাঠানো উচিত কিনা। কানাডা ম্যাচটি হলে কিছুটা ধোঁয়াশা কাটত। এখনও অবধি যা পরিস্থিতি, সুপার এইটের প্রথম ম্যাচে ব্যাটিং বিভাগে কোনও পরিবর্তন হচ্ছে না। বিরাট কোহলি ওপেন করবেন, এমনটাই মনে করা হচ্ছে। তার অন্যতম কারণ ক্য়ারিবিয়ানে প্রথম নেট সেশন।

ঐচ্ছিক হলেও প্র্যাক্টিসে উপস্থিত ছিলেন সকলেই। সবচেয়ে বেশি অনুশীলন করলেন বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদব। বাকিরা হালকা ট্রেনিং। প্রথম তিন জনের ক্ষেত্রে ভিন্ন কারণ। বিশ্বকাপ জিততে হলে বিরাট কোহলির রানে ফেরা খুবই জরুরি। তিনি নিজেও সেকথা বুঝতে পারছেন। বিরাট-রোহিতদের এটিই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ বলাই যায়। নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেন বিরাট। কখনও বুমরা, হার্দিক পান্ডিয়াদের সামলালেন, আবার কখনও কুলদীপের মতো চায়নাম্যানকে। ব্যাটিংয়ে একটা বিষয়ই মূলত নজরে পড়ল। অ্যাটাক। ইনিংস ওপেন করলে পাওয়ার প্লে কাজে লাগানো খুবই জরুরি। সেই প্রস্তুতিটাই যেন সারলেন বিরাট।

ব্যাটিং গভীরতা বাড়াতে গ্রুপ পর্বে দুই স্পিন বোলিং অলরাউন্ডার এবং দু-জন পেস বোলিং অলরাউন্ডার খেলানো হয়েছে। বিরাট যেমন রান পাননি, তেমনই ব্যাটে-বলে কোনও ছাপ ফেলতে ব্যর্থ রবীন্দ্র জাডেজা। সে কারণে কুলদীপ যাদবকে প্রস্তুত রাখা হচ্ছে। গ্রুপ পর্বে কুলদীপ, চাহাল কেউই সুযোগ পাননি। সুপার এইটে জাডেজা বাদ পড়লে অবাক হওয়ার নেই। তাঁর পরিবর্তে কুলদীপের মতো উইকেট টেকিং বোলারকে একাদশে দেখা যেতে পারে।

মাঠে পৌঁছে রোহিত শর্মার প্রথম প্রশ্ন, পিচ কেমন! টিমের বোলিং আক্রমণের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাকেই প্রশ্ন করেন রোহিত। এরপর নিজেই ছুটলেন পিচ দেখতে। নিউ ইয়র্কে পিচের অভিজ্ঞতা ভালো নয়। ড্রপ ইন পিচে প্রবল সমস্যায় পড়েছিলেন ব্যাটাররা। ব্রিজটাউনের কেনিংটন ওভালে আফগানদের বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচ। এখানকার পিচ নিয়ে তাই পরীক্ষা শুরু করে দিয়েছেন রোহিত।