IPL 2022: আইপিএল অভিষেকেই প্লে অফে গুজরাত
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটান্স। ম্যাথু ওয়েডকে এ দিন খেলায় গুজরাত শিবির। গত কয়েকটি ম্যাচে রান পেলেও আজ একেবারেই ব্যর্থ ঋদ্ধিমান সাহা।
পুনে: লো স্কোরিং ম্যাচটাও যে এ ভাবে জমে যেতে পারে, তা কেউই আশা করেননি। দুই দলেই হার্ড হিটারদের আধিক্য। আইপিএলে (IPL) এক বনাম দুইয়ের লড়াই জমজমাট হয়ে উঠল। লখনউকে (Lucknow Super Giants) ৬২ রানে হারিয়ে শেষমেশ প্লে অফে জায়গা করে ফেলল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আজ যে দলই জিতত, তারাই প্লে অফের টিকিট নিশ্চিত করল। লো স্কোরিং ম্যাচে লখনউকে ফের হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলেন হার্দিকরা। একই সঙ্গে আইপিএলে প্রথম বার খেলতে নেমেই প্লে অফে পৌঁছে গেল গুজরাত টাইটান্স। গুজরাতের ১৪৪ রানের জবাবে ৮২ রানে গুটিয়ে গেল লখনউয়ের ইনিংস। প্রথম থেকেই এ বারের আইপিএলে ফুল ফোটাচ্ছেন হার্দিকরা। শেষ দুটো ম্যাচ হারলেও, অবশেষে জয়ের সরণিতে ফিরল গুজরাত। আর জয়ের রাস্তায় ফিরেই প্লে অফের টিকিট পাকা করে ফেলে।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটান্স। ম্যাথু ওয়েডকে এ দিন খেলায় গুজরাত শিবির। গত কয়েকটি ম্যাচে রান পেলেও আজ একেবারেই ব্যর্থ ঋদ্ধিমান সাহা। মহসিন খানের বলে ৫ রানে ক্যাচ আউট হন ঋদ্ধি। ম্যাথু ওয়েডও সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি। তাঁকে ব্যক্তিগত ১০ রানে প্যাভিলিয়নে ফেরান আবেশ খান। গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়াও এ দিন চূড়ান্ত ব্যর্থ। আবেশের বলেই ব্যক্তিগত ১১ রানে কুইন্টন ডি’ককের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আবেশ খান। ২৬ রান করেন ডেভিড মিলার। গুজরাতের ব্যাটিং ব্যর্থতায় একমাত্র লড়াই চালান শুভমন গিল। ৬৩ রানে অপরাজিত থাকেন গিল। ৪৯ বলে ৬৩ করেন তিনি। শেষ বেলায় ১৬ বলে ২২ রানে অপরাজিত থাকেন রাহুল তেওয়াটিয়া। ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান করে গুজরাত টাইটান্স। টসে জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েও স্কোরবোর্ডে যথেষ্ট কম রান তোলেন হার্দিকরা।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই পরপর উইকেট হারাতে থাকে লখনউ সুপার জায়ান্টস। কুইন্টন ডি’কককে ব্যক্তিগত ১১ রানে ফিরিয়ে প্রথম ঝটকা দেন যশ দয়াল। লখনউ অধিনায়ক কেএল রাহুলকে ফের প্যাভিলিয়নের পথ দেখালেন মহম্মদ সামি। ৮ রানে আউট হন লোকেশ রাহুল। এরপর কর্ণ শর্মাকে আউট করেন যশ দয়াল। ক্রুণাল পান্ডিয়াকে ফেরান রাশিদ খান। আফগান লেগস্পিনারের ঘূর্ণি সামলাতে না পেরে স্টাম্প আউট হন ক্রুণাল। আয়ূষ বাদোনিকে আউট করেন সাই কিশোর। তিনিও স্টাম্প আউট হন। এরপর একে একে প্যাভিলিয়নের পথে ধরেন মার্কাস স্টোয়নি (২), জেসন হোল্ডার (১), মহসিন খান (১)। লখনউয়ের হয়ে একাই লড়াই চালান দীপক হুডা। কিন্তু বিপরীত প্রান্তে একের পর এক উইকেট পড়তেই কাজটা ক্রমশ কঠিন হয়ে দাঁড়ায় হুডার কাছে। সর্বোচ্চ ২৭ করেন দীপক। ৮২ রানেই শেষ হয়ে যায় লখনউয়ের ইনিংস। বল হাতে একাই চার উইকেট রাশিদ খানের। ২টো করে উইকেট নেন সাই কিশোর, যশ দয়াল। একটি উইকেট নেন মহম্মদ সামি। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের মগডালে গুজরাত টাইটান্স। বাকি দু ম্যাচ জিতে প্লে অফের ড্রেস রিহার্সালটা সেরে রাখতে চান হার্দিকরা।
আরও পড়ুন: IPL 2022: টি-টোয়েন্টিতে ‘রাসেলের মতো’ ব্যাটিং করা উচিত পন্থের, কে বলছেন এমন কথা?