IPL 2022: জেনে নিন অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপের মালিক কারা
IPL 2022 Orange Cap and Puprle Cap: পিঙ্ক আর্মির দুই ক্রিকেটারের দখলে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ।
পুনে: আজ পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি আইপিএলের (IPL 2022) ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings)। মঙ্গলবার চেন্নাই ২৩ রানে হারিয়েছে আরসিবিকে। এবং মরসুমের প্রথম ম্যাচে জিতেছে সিএসকে। ওই ম্যাচের পর বর্তমানে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে প্রথম ৫-এ ঢুকে পড়েছেন ইয়েলোব্রিগেডের দুই তারকা। তবে এখনও অরেঞ্জ ক্যাপের মালিক পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার। তবে পার্পল ক্যাপের (Purple Cap) দৌড়ে প্রথম ৫-এ নেই কোনও সিএসকের ক্রিকেটার। বোলিংয়ে এখনও শীর্ষে রয়েছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২২টি ম্যাচ হয়েছে। এই ২২টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে এবং পার্পল ক্যাপের লড়াইয়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ১০ ক্রিকেটাররা জেনে নিন…
অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম-৫-এ থাকা ক্রিকেটারদের তালিকা
১) মঙ্গলবার হওয়া সিএসকে বনাম আরসিবি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি ৪ ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ২১৮ রান।
২) আইপিএলের ২২তম ম্যাচে মঙ্গলবার রাতে আরসিবির বিরুদ্ধে ৯৫ রানের অপরাজিত ইনিংসের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুই নম্বরে উঠে এসেছেন সিএসকের শিবম দুবে (Shivam Dube)। এখনও অবধি এ বারের আইপিএলের ৫টি ম্যাচে খেলে ২০৭ রান করেছেন সিএসকের অলরাউন্ডার।
৩) অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে উঠে এসেছেন চেন্নাইয়ের রবিন উথাপ্পা (Robin Uthappa)। আরসিবির বিরুদ্ধে দলের প্রথম জয়ের ম্যাচে ৫০ বলে ৮৮ রানের ইনিংস খেলে যান উথাপ্পা। এখনও পর্যন্ত এ বারের আইপিএলের ৫টি ম্যাচে মোট ১৯৪ রান এসেছে উথাপ্পার ব্যাট থেকে।
৪) কমলা টুপির লড়াইয়ে চার নম্বরে নেমে গিয়েছেন লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি’কক (Quinton De Kock)। এখনও অবধি আইপিএলের ৫টি ম্যাচে খেলে ১৮৮ রান করেছেন এই প্রোটিয়া তারকা ক্রিকেটার।
৫) অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচ নম্বরে নেমে গিয়েছেন গুজরাত টাইটান্সের শুভমন গিল (Shubman Gill)। এখনও অবধি ৪টি ম্যাচে খেলেছেন গিল। তাতে গিলের ঝুলিতে এসেছে মোট ১৮৭ রান।
পার্পল ক্যাপের দৌড়ে প্রথম-৫-এ থাকা ক্রিকেটারদের তালিকা
১) এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ২২টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষ স্থানে রয়েছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এখনও অবধি আইপিএল-১৫-র ৪টি ম্যাচে খেলে মোট ১৬ ওভার বল করে ১০৪ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন যুজি।
২) বেগুনি টুপির লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ৫টি ম্যাচে ১০টি উইকেট পেয়েছেন। এবং সেই ৫টি ম্যাচে ২০ ওভার বল করার বিনিময়ে ১৩২ রান দিয়েছেন উমেশ।
৩) পার্পল ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এখনও অবধি এ বারের আইপিএলের ৪টি ম্যাচে খেলে ১০টি উইকেট নিয়েছেন কুলদীপ। যার মধ্যে রয়েছে রবিবার কেকেআরের বিরুদ্ধে নেওয়া ৪টি উইকেটও। এবং ১৫.৪ ওভার বল করে ১১৬ রান খরচ করেছেন এই চায়নাম্যান বোলার।
৪) বেগুনি টুপি দখলের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। এখনও অবধি এ বারের আইপিএলের ৫টি ম্যাচে খেলে ১০টি উইকেট নিয়েছেন হাসারঙ্গা। এবং ১৯ ওভার বল করে ১৫৫ রান খরচ করেছেন আরসিবির এই ক্রিকেটার।
৫) এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন (T Natarajan)। এখনও অবধি এ বারের আইপিএলের ৪টি ম্যাচে খেলে ১৬ ওভার বল করে ৮টি উইকেট নিয়েছেন। বিনিময়ে ১৩৩ রান খরচ করেছেন।
আরও পড়ুন: MI vs PBKS LIVE Score, IPL 2022: টসে জিতে মায়াঙ্কদের প্রথমে ব্যাটিংয়ে পাঠালেন মুম্বই অধিনায়ক রোহিত