IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে বড়সড় লাফ ডেভিড ওয়ার্নারের
আইপিএল-২০২২ এর ৫০টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন...
কলকাতা: আজ, শুক্রবার চলতি আইপিএলের (IPL 2022) ৫১তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ২১ রানে হারিয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদকে। পুরনো দলের বিরুদ্ধে দুরন্ত খেলেছিলেন দিল্লির ওয়ার্নার। ৯২ নট আউট ইনিংসে ভর করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে উন্নতি করেছেন ওয়ার্নার। তবে আইপিএলের ৫০টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের (Orange Cap) মালিক রইলেন পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৫০টি ম্যাচ হয়েছে।
আইপিএল-২০২২ এর ৫০টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…
১) আইপিএল-২০২২ এর ৫০টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ১০টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৫৮৮ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান।
২) কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ১০টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৪৫১ রান। সর্বোচ্চ ১০৩* রান।
৩) অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এ বারের আইপিএলে এখনও অবধি ১০টি ম্যাচে খেলে ৩৬৯ রান করেছেন ধাওয়ান। সর্বোচ্চ ৮৮* রান।
৪) কমলা টুপির দৌড়ে চার নম্বরে উঠে এসেছেন দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নার (David Warner)। এখনও অবধি এ বারের আইপিএলের ৮টি ম্যাচে খেলে ওয়ার্নার করেছেন ৩৫৬ রান। সর্বোচ্চ ৯২*।
৫) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে আপাতত ৫ নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। চলতি আইপিএলে তিনি মোট ১০টি ম্যাচে খেলে ৩৩১ রান করেছেন। সর্বোচ্চ ৭৫ রান।