IPL Auction: চার ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিরা

আগামী বছর আইপিএল হবে ১০ দলের। মোট ম্যাচ হবে ৭৪টি। প্রত্যেকটি দল ৯টি হোম ও ৯টি অ্যাওয়ে ম্যাচ খেলবে। মেগা নিলামে প্রত্যেক দল ৯০ কোটি টাকা খরচ করতে পারবে ক্রিকেটার কিনতে।

IPL Auction: চার ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিরা
IPL Auction: চার ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিরা (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 6:21 PM

মুম্বই: আরব দেশে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) চলছে। তার মাঝেই আগামী আইপিএলের (IPL) সব রকম প্রস্তুতির পর্বও সের রাখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। কিছুদিন আগেই দুটি নতুন দলের নিলাম হয়েছে। আগামী বছর থেকে ১০ দলের আইপিএল। আগামী মাসে হওয়ার কথা ক্রিকেটারদের মেগা নিলাম। তার আগে সব ফ্রাঞ্চাইজি একটা প্রশ্নের উত্তর চায়। কতজন ক্রিকেটারকে ধরে রাখা যাবে। বোর্ড সূত্রে খবর বর্তমান দল থেকে চার ক্রিকেটার (four cricketers) ধরে রাখার নিয়ম করতে চলেছে আইপিএলে গভর্নিং কাউন্সিল। এই চার ক্রিকেটারের মধ্যে দুজন ভারতীয় দুজন বিদেশি কিংবা তিনজন ভারতীয় ও একজন বিদেশি ক্রিকেটারকে দলে ধরে রাখতে পারবে বর্তমানে আট ফ্রাঞ্চাজি। নতুন যে দুটি দল এবারের টুর্নামেন্টে নামছে তাদের জন্য সুবিধে হিসেবে থাকছে নিলামের আগে তিনজন ক্রিকেটারকে নির্বাচনের সুযোগ। আট ফ্রাঞ্চাইজি তাদের রিটেনশনের লিস্ট জমা দেওয়ার পর যে ক্রিকেটাররা ফ্রি থাকবেন তাদের থেকে তিনজন করে ক্রিকেটার বেছে নিতে পারবে লখনউ ও আমদাবাদ। তারপর বাকি ক্রিকেটারদের মেগা নিলাম (Auction) পর্ব।

তবে এবারের রাইট টু ম্যাচ অপশন। সোমবার দুটি নতুন দল পেয়েছে আইপিএল। ৭০৯০ কোটি টাকায় লখনউয়ের ফ্রাঞ্চাইজি কিনেছে আরপিএসজি গ্রুপ। অন্যদিকে ৫৬২৫ কোটি টাকায় আমদাবাদের ফ্রাঞ্চাইজি কিনেছে সিভিসি ক্যাপিটালস। যদিও তাদের নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী টুইট করে অভিযোগ তুলেছেন আমেরিকান সংস্থা সিভিসি ক্যাপিটালস বিভিন্ন বেটিং সংস্থায় লগ্নি করেছে। নিলামে দল কেনার পর এখন দুটি সংস্থাই প্রথাম মাফিক বিভিন্ন নথি পত্রের কাজ শুরু করেছে। সেই সব শেষ করেই প্রকাশ করা হবে দুটি নতুন দলের নাম।

আগামী বছর আইপিএল হবে ১০ দলের। মোট ম্যাচ হবে ৭৪টি। প্রত্যেকটি দল ৯টি হোম ও ৯টি অ্যাওয়ে ম্যাচ খেলবে। মেগা নিলামে প্রত্যেক দল ৯০ কোটি টাকা খরচ করতে পারবে ক্রিকেটার কিনতে। বিশ্বকাপে বিভিন্ন দেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে নজরে রাখছেন আইপিএলের ফ্রাঞ্চাইজির রিক্রটাররা। ক্রিকেট মহলের মতে নতুন দলের ক্ষেত্রে যেমন কোটি কোটি টাকার লড়াই দেখা গেছে ক্রিকেটার নিলামেও তেমনটা দেখা যাবে।

আরও পড়ুন: T20 World Cup 2021: বিশ্বকাপে ভারত-পাক ফাইনাল চান পাকিস্তানের কোচ

আরও পড়ুন: AFC Women’s Asian Cup 2022: মহিলাদের এএফসি এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারতের মেয়েরা

আরও পড়ুন: KL Rahul: পরের মরসুমে লোকেশ রাহুলকে রাখবে পঞ্জাব, বলছেন নেস ওয়াদিয়া