Jasprit Bumrah: কেন ক্যাপ্টেন নন? উত্তরে ক্লিন বোল্ড করলেন জসপ্রীত বুমরা

Team India: ভারতীয় টিম শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে প্রেস কনফারেন্সে গম্ভীর-অজিতরা জানান, যোগ্য প্লেয়ার হিসেবেই হার্দিকের জায়গায় সূর্যকুমারের হাতে ভারতীয় টিমের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। তারপর থেকে আলোচনা শুরু হয়, জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) কেন ভারতের ক্যাপ্টেন হলেন না?

Jasprit Bumrah: কেন ক্যাপ্টেন নন? উত্তরে ক্লিন বোল্ড করলেন জসপ্রীত বুমরা
Jasprit Bumrah: কেন ক্যাপ্টেন নন? উত্তরে ক্লিন বোল্ড করলেন জসপ্রীত বুমরাImage Credit source: Jasprit Bumrah X
Follow Us:
| Updated on: Jul 26, 2024 | 4:47 PM

কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য তৈরি টিম ইন্ডিয়া (Team India)। রোহিত শর্মা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানানোর পর ক্যাপ্টেন্সির দৌড়ে অনেকের নাম উঠে এসেছিল। তাঁদের মধ্যে প্রথমেই ছিলেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, শুভমন গিলরা। গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি টি-২০ টিমের নতুন ক্যাপ্টেন হিসেবে বেছে নেয় সূর্যকুমার যাদবকে। গম্ভীর-অজিতরা জানান, যোগ্য প্লেয়ার হিসেবেই হার্দিকের জায়গায় সূর্যকুমারের হাতে ভারতীয় টিমের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। তারপর থেকে আলোচনা শুরু হয়, জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) কেন ভারতের ক্যাপ্টেন হলেন না? এই প্রশ্ন তারকা পেসারের সামনে রাখা হলে, জবাবে কার্যত ক্লিন বোল্ড করেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস আড্ডাতে জসপ্রীত বুমরা বলেন, ‘আমি তো ওদের গিয়ে বলতে পারি না, যে আমাকে এ বার টিমের ক্যাপ্টেন করে দাও। এটা আমার আয়ত্তের বাইরে। আমি মনে করি বোলাররা খুব স্মার্ট। আমাদের ব্যাটারদের আউট করতে হয়। আমাদের সব সময় লড়াই করতে হয়। আমার তো মনে পড়ছে না, এখনও অবধি ধারা বা টেকনোলজি এসেছে যা বলকে আরও বেশি সুইং করাতে পারে। লোকে বল ছোড়া দেখতে এবং ছয় মারা দেখতে খুব পছন্দ করে।’

বোলারদের বিভিন্ন উইকেটে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। বুমরার মতে, প্রতিনিয়ত বোলারদের উদ্ভাবনী শক্তি বাড়াতে হয়। তিনি বলেন, ‘বোলারদের কাজ কঠিন হয়। তাঁরা ব্যাটের আড়ালে লুকিয়ে থাকে না। ফ্ল্যাট উইকেটের আড়ালেও লুকিয়ে থাকে না। যখন একটা ম্যাচ হেরে যায় কোনও দল, বোলারদের উপর দোষ চাপানো হয়। তাই বোলারদের কাজটা কঠিন হয়। অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে করতে বোলাররা সফল হওয়ার নতুন পথ খুঁজে বের করে। বোলারদের সাহসী হতে হবে।’

ক্যাপ্টেন হিসেবে যে বোলাররা সফল হয়েছেন, তাঁদের কথাও উল্লেখ করেছেন জসপ্রীত বুমরা। অতীতে কিংবদন্তি বোলার কপিল দেব, ওয়াসিম আক্রম, ইমরান খানরা কী ভাবে নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন, সে কথাও শোনা গিয়েছে বুমরার গলায়। অজি অধিনায়ক প্যাট কামিন্স দলকে ওডিআই বিশ্বকাপ জিতিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতিয়েছেন। তাঁর কথাও টেনে আনেন বুমরা। তিনি বলেন, ‘আমরা দেখেছি প্যাট কামিন্স নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তিনি অধিনায়ক হিসেবে ভালো পারফর্মও করেছেন। আমি ওয়াসিম আক্রমের নেতৃত্ব দেওয়া দেখেছি। কপিল দেব এবং ইমরান খানরা বিশ্বকাপ জিতেছেন। বোলাররা খুব বুদ্ধিমান। মাঝে মাঝে বোলারদের কাজ শারীরিক দিক থেকে চাপের হয়। যে কারণে ব্যাটারদের নেতৃত্ব দেওয়া হয়।’

বোলাররা যে সফল ক্যাপ্টেন হতে পারেন না, তা বলার কোনও কারণ দেখছেন না বুমরা। তাঁর মতে রেজাল্টই সব কথা বলে। তিনি বলেন, ‘ফলাফল চোখের সামনে এলে দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমার দৃষ্টিভঙ্গি ছিল এই বোলিং অ্যাকশনে কাজ হবে না। কিন্তু এখন অনেকেই সেটাই কপি করার চেষ্টা করছে। কোনও কিছু বলার প্রয়োজন নেই। ফলাফলই সব বলে দেয়। এর বড় উদাহরণ প্যাট কামিন্স। ও বিশ্বকাপ জিতেছে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতেছে। তাই আমার মনে হয় না, এই দায়িত্বটা বাড়তি চাপ হবে। ক্রিকেট খেলতে গেলে বাড়তি দায়িত্বও প্রয়োজন।’