T20 WC 2024: প্রস্তুতি ম্যাচে ঋষভ পন্থ কেন তিন নম্বরে? কারণ ব্যাখ্যা রোহিতের…
ICC MEN’S T20 WC 2024: কিপার-ব্যাটার পজিশনে অটোমেটিক চয়েস ঋষভ পন্থ। মিডল অর্ডারেই খেলে থাকেন। ওয়ার্ম ম্যাচে তাঁকে তিন নম্বরে নামানোয় স্বাভাবিক ভাবেই নানা অনুমান কাজ করছে। রোহিত শর্মার ওপেনিং সঙ্গী কে হতে পারেন? এখানে দুটো সম্ভাবনা দেখা যাচ্ছে। ধোঁয়াশা থাকছে, বিরাট কোহলি কি ওপেন করবেন? না হলে যশস্বী জয়সওয়ালই অটোমেটিক চয়েস হওয়ার কথা। যশস্বী-বিরাট ওয়ার্ম ম্যাচে খেলেননি।
প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হেলায় হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের প্রস্তুতিতে একটি মাত্রই ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে ভারত। অন্যান্য অনেক দলই দুটি করে ম্যাচ খেলেছে। ভারতের এই ম্যাচ অবশ্য় বোলারদের জন্য় খুব একটা চ্যালেঞ্জিং হয়নি। তার কারণ, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং। নতুন বলে অর্শদীপ অনবদ্য বোলিং করেছেন। নিয়মিত ব্য়বধানে উইকেট নিতে থাকেন ভারতীয় বোলাররা। এরপরই কার্যত খোলসে ঢুকে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। প্রস্তুতি ম্যাচে আলোচনায় ভারতের ব্যাটিং অর্ডার। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধেন সঞ্জু স্যামসন। তিন নম্বরে পাঠানো হয় ঋষভ পন্থকে।
কিপার-ব্যাটার পজিশনে অটোমেটিক চয়েস ঋষভ পন্থ। মিডল অর্ডারেই খেলে থাকেন। ওয়ার্ম ম্যাচে তাঁকে তিন নম্বরে নামানোয় স্বাভাবিক ভাবেই নানা অনুমান কাজ করছে। রোহিত শর্মার ওপেনিং সঙ্গী কে হতে পারেন? এখানে দুটো সম্ভাবনা দেখা যাচ্ছে। ধোঁয়াশা থাকছে, বিরাট কোহলি কি ওপেন করবেন? না হলে যশস্বী জয়সওয়ালই অটোমেটিক চয়েস হওয়ার কথা। যশস্বী-বিরাট ওয়ার্ম ম্যাচে খেলেননি।
বিরাট-রোহিত ওপেন করলে ঋষভকে তিনে দেখা যেতেই পারে। সেক্ষেত্রে চারে সূর্য এবং পাঁচে হার্দিক। এরপর শিবম দুবে, জাডেজা দুটি বাঁ হাতি বিকল্প থাকছে। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন কেন ঋষভ পন্থকে তিনে নামানো হয়েছিল। তিনে নেমে বিধ্বংসী হাফসেঞ্চুরি করা ঋষভকে নিয়ে রোহিত বলেন, ‘ওকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। আমরা এখনও ব্যাটিং অর্ডার নিয়ে বিশেষ কিছু ভাবিনি। ব্যাটিংয়ে সকলেই ফর্মে রয়েছে। বোলাররাও দুর্দান্ত কাজ করেছে। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিয়ে খুশি।’