Rohit Sharma-Hardik Pandya: রোহিত-হার্দিক IPL অধ্যায় যেন না ঢোকে ভারতের ড্রেসিংরুমে, চাইছেন দেশের প্রাক্তনী

Team India: আইপিএল চলাকালীন হার্দিক পান্ডিয়া অনেকের সমালোচনার শিকার হয়েছিলেন। শোনা গিয়েছিল, মুম্বই টিমের অন্দরে রোহিত ও হার্দিকের সমর্থনে ক্রিকেটাররাও বিভক্ত হয়েছিলেন। জাতীয় টিমে রোহিতের ডেপুটি সেই হার্দিক। এই পরিস্থিতিতে দেশের এক প্রাক্তন অলরাউন্ডার চাইছেন বিশ্বকাপের সময় ভারতের ড্রেসিংরুমে যেন না ঢোকে রোহিত-হার্দিকের আইপিএল অধ্যায়।

Rohit Sharma-Hardik Pandya: রোহিত-হার্দিক IPL অধ্যায় যেন না ঢোকে ভারতের ড্রেসিংরুমে, চাইছেন দেশের প্রাক্তনী
Rohit Sharma-Hardik Pandya: রোহিত-হার্দিক IPL অধ্যায় যেন না ঢোকে ভারতের ড্রেসিংরুমে, চাইছেন দেশের প্রাক্তনীImage Credit source: X
Follow Us:
| Updated on: Jun 02, 2024 | 6:07 PM

কলকাতা: আইপিএল শেষ করে একঝাঁক ভারতীয় ক্রিকেটার আবার একত্রিত হয়েছেন জাতীয় দলের ডিউটি পালন করতে। একসঙ্গে আবার দেখা যাচ্ছে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। এ বারের আইপিএলে রোহিত শর্মার (Rohit Sharma) জায়গায় মুম্বই ইন্ডিয়ান্স টিমকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। জাতীয় দলে এ বার ক্যাপ্টেন হিসেবে ফিরেছেন হিটম্যান। আইপিএল চলাকালীন হার্দিক পান্ডিয়া প্রচুর এমআই সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন। শোনা গিয়েছিল, মুম্বই টিমের অন্দরে রোহিত ও হার্দিকের সমর্থনে ক্রিকেটাররাও বিভক্ত হয়েছিলেন। জাতীয় টিমে রোহিতের ডেপুটি সেই হার্দিক। এই পরিস্থিতিতে দেশের এক প্রাক্তন অলরাউন্ডার চাইছেন বিশ্বকাপের (T20 World Cup) সময় ভারতের ড্রেসিংরুমে যেন না ঢোকে রোহিত-হার্দিকের আইপিএল অধ্যায়।

টি-২০ বিশ্বকাপের আগে ভারত-বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ হয়েছে শনিবার। ওই ম্যাচের ফাঁকে দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান জানান, ভারতের ড্রেসিংরুমে আইপিএল নিয়ে কোনও আলোচনা হওয়া উচিত নয়। তিনি বলেন, ‘আইপিএল নিয়ে কথাবার্তা হওয়া উচিত নয়। একবারের জন্যও না। যা ঘটেছে ভুলে যান। এই সম্পর্কে কথা বলাটাও ঠিক নয়। শুধু রাহুল দ্রাবিড় ফোকাস করুন হার্দিক পান্ডিয়া বা অন্য ক্রিকেটারের কাছ থেকে ঠিক কী চান। সকলে যে নিজের দায়িত্ব সম্পর্কে অবগত সেটাই নিশ্চিত করা দরকার।’

ইরফানের কথার রেশ টেনে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন বলেন, ‘পুরুষদের ড্রেসিংরুমে সব বিষয় খুব সহজ। একটি শব্দও ব্যয় না করলেও বোঝা যায় কে নেতা। একে অপরকে দেখলেই বোঝা যায় কী ঘটছে এবং ঠিক কোন দিকে এগোনো উচিত। ইরফান যেটা বলল সেটা আমার কানে বাজছে। আমিও বলব এই নিয়ে (আইপিএলে হওয়া বিষয় নিয়ে) একেবারেই আলোচনা হওয়ার প্রয়োজন নেই।’